100+ SAQ- একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর 2024 | WB Class 11 Political Science Questions Answers 2024

0


WB Class 11 Political Science 2nd Chapter : আজকের এই পোস্টে থাকছে, একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় রাস্ট্র সংজ্ঞা বৈশিষ্ট্য ও উৎপত্তি বিষয়ক বিভিন্ন মতবাদ অধায়ের 106+ প্রশ্ন উওর। একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর হিসেবে এটি প্রথম পর্ব। এর পরবর্তী পোস্টে ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের বড়ো প্রশ্ন উওর গুলো শেয়ার করা হবে।। 

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর 2024 | WB Class 11 Political Science Questions Answers 2024 

একাদশ শ্রেণির বাংলা পিডিএফ নোট ডাউনলোড

1- প্রাচীনকালে গ্রীক ও রোমানদের বর্ণিত পলিস  ও সিভিটাস বলতে কী বোঝাত? 

উওর : পলিসি ও সিভিটাস বলতে বোঝাত - প্রাচীন গ্রিসের ক্ষুদ্র বা বৃহৎ জনসংখ্যা বিশিষ্ট নগর‍্যরাষ্ট্রগুলিকে। 

2 - বৃহদায়তন রাষ্ট্রের কথা সর্বপ্রথম কারা বলেছিলেন? 

২০২২ সালের একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন দেখতে চাও? তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে সেই সমস্ত প্রশ্ন গুলো একবার দেখে নাও, যেগুলো তোমাদের সামনের পরিক্ষার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 👇👇

WB Class 11 History Suggestion 2022 || একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন ২০২২

উওর : টিউটনরাই সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছিলেন। 

3- সর্বপ্রথম আধুনিক অর্থে রাস্ট্র শব্দটি কে এবং তাঁর কোন গ্রন্থে ব্যবহার করেন? 

উওর : সর্বপ্রথম নিকালো ম্যাকিয়াভেলি তাঁর " দ্য প্রিন্স " গ্রন্থে আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন।।

4 - রাষ্ট্রের সংজ্ঞা সংখ্যাধিক্য ও পরস্পর বিরোধী তা দেখে জার্মান দার্শনিক সুলজে পরিহাস করে কী বলেছিলেন?? 

উওর :  জার্মান দার্শনিক সুলজে পরিহাস করে বলেছিলেন -" প্রায় প্রত্যেক রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র সম্পর্কে কোনো না কোনো সংজ্ঞা প্রদান করেছেন এবং এইসব সজ্ঞার যে-কোনো দুটি মধ্যে কোনরুপ  সঙ্গতি লক্ষ করা যায় না। " 

5-  অ্যারিস্টটল প্রদত্ত রাষ্ট্রের সজ্ঞাটি কী? 

উওর : অ্যারিস্টোটল প্রদও রাষ্টের সজ্ঞাটি হল-  "স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবন যাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকি পরিবার ও গ্রামের সমষ্টিই হল রাষ্ট্র"।  

6 -  রোমান দার্শনিক সিসেরো রাষ্ট্র বলতে কী বোঝাতে চেয়েছেন?? 

উওর : রোমান দার্শনিক সিসেরো মতে রাষ্ট্র বলতে  বোঝায় এমন এক সমাজ কে  - যেই সমাজের বিপুলসংখ্যক সাধারণ মানুষ অধিকারবোধ ও পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে সুযোগ সুবিধা আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়। 

7- বোঁদা কর্তৃক রাষ্ট্রের প্রদত্ত সংজ্ঞাটি কী? 

উওর : বোঁদা কর্তৃক রাষ্ট্রের প্রদত্ত সংজ্ঞাটি হলো - " রাষ্ট্র হল পরিবারও ধনসম্পত্তির এমন একটি মিলিত সংগঠন, যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। 

8- বার্জেস রাষ্ট্রের কী সংজ্ঞা প্রদান করেছেন? 

উওর : বার্জেসের মতে রাষ্ট্র হলো- '" কোন নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি। " 

9 - উড্রো উইলসন রাষ্ট্রের কী সংজ্ঞা দিয়েছেন? 

উওর : উইড্রো উইলসন- " কোনো নির্দিষ্ট ভূখন্ডে আইন প্রণয়নের জন্য সংগঠিত জনসমষ্টিকে " রাষ্ট্র " বলে সজ্ঞায়িত করেছেন। 

10 - রাষ্ট্রের ম্যাক আইভার প্রদত্ত সজ্ঞাটি কী? 

উওর :  সমাজতত্ত্ববিদ ম্যাক আইভারের মতে রাষ্ট্র হল এমন একটি সংঘ যা বল প্রয়োগের অধিকারী সরকার কতৃক প্রণীত আইনের মাধ্যমে নির্দিষ্ট কোনো অঞ্চলে নির্দিষ্ট কোনো জনসমাজের সামাজিক শৃঙ্খলা ও বাহ্যিক অবস্থা বজায় রাখে। 

11 - হ্যারল্ড লাস্কি রাষ্ট্রের সংজ্ঞা কিভাবে নির্দেশ করেছেন? 

উওর ; অধ্যাপক হ্যারল্ড লাস্কি রাষ্ট্র বলতে এমন এক ভৌগোলিক সমাজকে বুঝিয়েছেন, যা শাসক এবং শাষিতের মধ্যে বিভক্ত।  এবং যেখানে শাসক তার নির্দিষ্ট স্বাভাবিক সীমারেখার মধ্যে অন্যান্য প্রতিষ্ঠান উপর আধিপত্য দাবী করে। 

12 - আর্নেস্ট বার্কার রাষ্ট্র বলতে কী বোঝাতে চেয়েছেন??

উওর : আর্নেস্ট বার্কার রাষ্ট্র বলতে এক বিশেষ ধরনের সংগঠনকে বোঝাতে চেয়েছেন, যা বাধ্যতামূলক আইন ব্যবস্থা সংরক্ষণের বিশেষ উদ্দেশ্য সাধনের নিয়োজিত এবং যা প্রচলিত প্রথা ও প্রয়োগযোগ্য আইনের মাধ্যমে তার কার্যাবলী পরিচালনা করে।।। 

একাদশ শ্রেণির বাংলা পিডিএফ নোট ডাউনলোড

13 - রাষ্ট্রের গার্নার প্রদত্ত সংজ্ঞাটি কী? 

উওর : গার্নার প্রদত্ত সংজ্ঞা অনুসারে - যখন কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে অতিবৃহৎ বা নাতিবৃহৎ জনগণ স্থায়ীভাবে বসবাস করে এমন একটি সুগঠিত সরকারের প্রতিষ্ঠা করে,যা প্রায় বা সম্পূর্ণ ভাবে বহিঃশক্তির নিয়ন্ত্রণমুক্ত। এবং সেই ভূখণ্ডে বসবাসকারী জনগণ সেই সরকারের প্রতি স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে, তাকেই রাষ্ট্র বলা হয়। 

14 - ওপেনহাইম রাষ্ট্র বলতে কী বোঝাতে চেয়েছেন? 

উওর : ওপেনহাইমের মতে " যখন কোনো দেশের জনসাধারণ তাদের নিজেদের প্রতিষ্ঠিত সার্বভৌম সরকারের অধীনে বসবাস করে, তখন তাদেরই রাষ্ট্র বলা হয়।। " 

15 - র‍্যাফেল রাষ্ট্র বলতে কী বোঝাতে চেয়েছেন? 

উওর : র‍্যাফেলের মতে রাষ্ট্র হল এমন একটি প্রতিষ্ঠান যা শক্তির দ্বারা বলবৎযোগ্য আইনের সাহায্যে শান্তি ও নিরাপত্তা রক্ষা করে, যার ভৌগোলিক সীমারেখার মধ্যে সর্বজনীন কর্তৃক থাকে।  এবং যার সার্বভৌমত্ব কর্তৃত্ব স্বীকৃতি লাভ করে। 

16 - রাষ্ট্র সম্পর্কে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর কোন্ দৃষ্টিভঙ্গি অনুসরণ করার পক্ষপাতী? 

উওর : রাজনৈতিক ব্যবস্থা। 

17 - রাষ্ট্রের - লেলিন প্রদত্ত সংজ্ঞাটি কী? 

উওর : রাষ্ট্র হল একটি শিল্পর ওপর অন্য একটি শ্রেণীর উৎপাদনের যন্ত্র, অন্য পদানত শ্রেণিগুলিকে একটি শ্রেণীর আয়ওে রাখার যন্ত্র। 

18 - রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য লেখো। 

উওর : রাষ্ট্রের দুটি প্রধান বৈশিষ্ট্য হলো-

প্রথমত:  জনগণকে নিয়েই রাষ্ট্র গঠিত হয়। 

দ্বিতীয়তঃ যেকোনো রাষ্ট্রকে পরিচালনা করার জন্য তার নির্দিষ্ট আইন ব্যবস্থা থাকে।

19- প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র গুলোর জনসমষ্টিকে কয় ভাগে ভাগ করা হতো? এবং কী কী 

উওর : প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র গুলোর জনসমষ্টিকে তিন ভাগে ভাগ করা হতো। 

যথা - ১- নাগরিক, ২- মেটিক এবং ৩- দাস। 

20 - প্রাচীন গ্রিসে নাগরিক বলতে কাদের বোঝাত? 

উওর : প্রাচীন গ্রিসের যারা - নগররাষ্ট্রের রাজনৈতিক জীবনের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত থাকত, তাদেরকেই নাগরিক বলা হত। 

আমাদের Whatsapp Group Join করতে 

এখানে ক্লিক করো।

21- প্রাচীন গ্রিসে মেটিক বলতে কাদের বোঝাত? 

উওর : প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে যারা বিভিন্ন কারণে অন্য রাষ্ট্রের কোনো সদস্য স্থায়ী বা অস্থায়ী ভাবে বসবাস করত, তাদেরকে মেটিক বলা হতো।

22- প্রাচীন গ্রিসে দাস বলতে কাদের বোঝাত? 

উওর : প্রাচীন গ্রিসে দাস বলতে সমাজের সর্ব নিম্নস্তরে থাকা স্বাধীনতাহীন এবং সকল অধিকার থেকে বঞ্চিত মানুষদের বোঝাতে।

23 - আধুনিক রাষ্ট্রঅভ্যন্তরস্থ জনসমাজকে মূলত কয়টি ভাগে ভাগ করা হয় এবং কী কী? 

উওর: আধুনিক রাষ্ট্র অভ্যন্তরস্থ জনসমাজকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। 

যথা ১- নাগরিক ২- বিদেশি এবং ৩- প্রজা। 

24 -  আধুনিক রাষ্ট্রঅভ্যন্তরস্থ জনসমাজকে মূলত যে তিনটি ভাগে ভাগ করা হয় সে গুলি উল্লেখ করো। 

উওর : আধুনিক রাষ্ট্র অভ্যন্তরস্থ জনসমাজকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়, সেগুলি হলো  ১- নাগরিক ২- বিদেশি এবং ৩- প্রজা। 

25 -  আধুনিক রাষ্ট্রের নাগরিক বলে কাদের? 

উওর :  আধুনিক রাষ্ট্রের নাগরিক বলতে তাদেরকে বোঝায় যারা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং রাষ্ট্রের মধ্যে সকল প্রকার অধিকার ভোগ করে। 

26 - আধুনিক রাষ্ট্রের নাগরিক বলতে কাদের বোঝায়? 

উওর : একটি রাষ্ট্রের মধ্যে অন্য কোনো রাষ্ট্রের স্থায়ী বা অস্থায়ী ভাবে বসবাসকারী সদস্যদের বিদেশি বলা হয়। 

27 - আধুনিক রাষ্ট্রে প্রজা বলে কাদের চিহ্নিত করা হয়? 

উওর : একটি রাষ্ট্র যখন বিদেশি সরকারের মাধ্যমে শাসিত হয়,  তখন সেই রাষ্ট্রের জনগণকে প্রজা বলা হয়।

28-  প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী কী ধরনের রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র বলে মনে করতেন? 

উওর: প্লেটো, অ্যারিস্টটল প্রমূখ রাষ্ট্রবিজ্ঞানীরা স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রকেই আদর্শ রাষ্ট্র বলে মনে করতেন। 

29 - বর্তমান বিশ্বের তিনটি স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের নাম লেখো।

উওর : বর্তমান বিশ্বের তিনটি স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের নাম হল - পানামা,  মোনাকো ও সান ম্যারিনো। 

30 - আজকের বিশ্বে জনসংখ্যাগত দিক থেকে প্রথম ও দ্বিতীয় স্থানে কোন দুটি রাষ্ট্রের অবস্থান? 

উওর : চীন এবং ভারত। 

31 -  একটি রাষ্ট্রের বৃহৎ জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে কেন মনে করা হয়? 

উওর : কারণ বৃহৎ জনশক্তির উপর একটি রাষ্ট্রের সামরিক শক্তি,, প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি নির্ভর করে বলেই  বৃহৎ জনসংখ্যাকে রাষ্ট্রের কাম্য জনসংখ্যা বলে মনে করা হয়। 

32 -  নির্দিষ্ট ভূখন্ড বলতে কী বোঝো? 

উওর : কোনো নির্দিষ্ট অঞ্চলের ভৌগলিক সীমারেখা দ্বারা আবদ্ধ অঞ্চলকে নির্দিষ্ট ভূখন্ড বলা হয়। 

33 - রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ভূখণ্ডের প্রয়োজনীয়তা কী?

উওর : রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ভূখণ্ডের প্রয়োজনীয়তা একাধিক। যেমন কোনো রাষ্ট্রের আয়তন নির্ধারণ, সেই রাষ্ট্রের জনগণের স্থায়ীভাবে বসবাস, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ভূখন্ড হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ। 

34-  কোন রাষ্ট্রটিকে দ্বিখন্ডিত করে তার একটি অংশ কাদের প্রদান করলে ইজরায়েল রাষ্ট্রের জন্ম হয়?, 

উওর : আরব। 

35 - কোনোকোরাষ্ট্রের ভৌগলিক সীমারেখার পরিব্যক্তি বলতে কী বোঝায়? 

উওর : কোন রাষ্ট্রের ভৌগলিক সীমারেখা পরিব্যক্তি বলতে সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ ভূপৃষ্ঠ, রাষ্ট্রের অন্তর্গত ভূভাগ, ভূগর্ভস্থ pদার্থ ও নদনদী,আকাশপথ এবং সমুদ্র উপকূল প্রভৃতিকে বোঝায় বোঝায়। 

আমাদের Whatsapp Group Join করতে 

এখানে ক্লিক করো।

36 - কোনো রাষ্ট্রের উপকূলবর্তী ভূখণ্ড বলতে কী বোঝায়??

উওর : কোনো রাষ্ট্রের সমুদ্রের বেলাভূমি থেকে সমুদ্রের 12 মাইল পর্যন্ত এলাকাকে উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ডে বলে চিহ্নিত করা হয়।। 

37 - জাতিপুঞ্জের কোন সম্মেলনে সমুদ্রের কত মাইল পর্যন্ত অংশকে উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড বলে চিহ্নিত করা হয়?? 

উওর : সম্মিলিত জাতিপুঞ্জের সমুদ্র আইন সংক্রান্ত " তৃতীয় সম্মেলনে " সমুদ্রের 12 মাইল পর্যন্ত অংশকে উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড বলে চিহ্নিত করা হয়। 

38- তিন মাইল পর্যন্ত সমুদ্রের জলভাগকেবযেসব রাষ্ট্র নিজেদের " ভূখন্ডগত জলভাগ " বলে মনে করে এমন চারটি রাত্রে উল্লেখ করো। 

উওর : মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রিয়া ও জার্মানি রাষ্ট্রগুলি সমুদ্রের তিন মাইল পর্যন্ত জলভাগকে " ভূখন্ডগত জলভাগ " বলে মনে করে। 

39- সাধারণভাবে রাষ্ট্রের গাগনিক সীমারেখা কতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে? 

উও : সাধারণভাবে রাষ্ট্রীয় ভূখণ্ডের উপরিস্থিত আকাশের 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের গাগনিক সীমারেখা বিস্তৃত হতে পারে।

40 - মহাকাশ বলতে কী বোঝো?

উওর : গাগনিক সীমারেখার উপরের অংশকে মহাকাশ বলা হয়। 

41 - ক্ষুদ্র আয়তন বিশিষ্ট রাষ্ট্র সম্পর্কে দার্শনিক ট্রিট্সকে কী অভিমত পোষণ করতেন? 

উওর : ট্রিট্সকে মনে করতেন যে ক্ষুদ্র আয়তন বিশিষ্ট রাষ্ট্র হল " পাপের প্রতীক"। 

42 - ক্ষুদ্র আয়তন বিশিষ্ট রাষ্ট্রের সমর্থকরা এরূপ রাষ্ট্রের সপক্ষে কী কী যুক্তি পোষন করতেন?? 

উওর : ক্ষুদ্র আয়তন বিশিষ্ট রাষ্ট্রের সমর্থকদের যুক্তি ছিল যে - রাষ্ট্রের আয়তন ক্ষুদ্র হলে জনসাধারণের মধ্যে খুব সহজেই দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত হয়। এবং কোনো রাষ্ট্রের আয়তন ক্ষুদ্র হলে তার মধ্যে খুব সহজে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। 

43 -বৃহদায়তন রাষ্ট্রের সর্মথকরা এরূপ রাষ্ট্রের পক্ষে যেসব যুক্তির প্রদর্শন করেন, সেগুলোর মধ্যে যে-কোনো দুটির উল্লেখ করো। 

উওর : বৃহদায়তন রাষ্ট্রের সর্মথকদের যুক্তি :- 

▶প্রথমত : রাষ্ট্রের আয়তন বড়ো হলে তার জনসংখ্যাও বেশি হবে। এবং জনসংখ্যা বেশির ফলে সেই রাষ্ট্রে কর্মক্ষম মানুষের অভাব হবে না। 

▶দ্বিতীয়তঃ রাষ্ট্রের সঠিক কর্মক্ষম মানুষের কাজের মাধ্যমেই রাষ্ট্রের খুব দ্রুত উন্নতি ঘটবে।

▶তৃতীয়তঃ রাষ্ট্রের আয়তন বৃহৎ হলে খুব সহজেই অন্য কোনো রাষ্ট্রকে - সেই রাষ্ট্রকে পরাজিত করে সেটি দখল করতে পারবে না। 

44- সরকার বলতে কী বোঝায়? 

উওর : সরকার বলতে বোঝায় এমন এক শক্তি বা যন্ত্রকে, যার মাধ্যমে রাষ্ট্র তার বিমুর্ত রূপকে বাস্তবে পরিণত করে। 

45 - সরকার বলতে উইলোবি কী বোঝাতে চেয়েছেন? 

উওর : উইলোবি সরকার বলতে এমন এক যন্ত্র বা প্রতিষ্ঠানকে বোঝাতে চেয়েছেন যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে।।

46 - সরকারের গার্নার কর্তৃক প্রদত্ত সংজ্ঞাটি কী? 

উওর : গার্নারের সংজ্ঞা অনুযায়ী সরকার হল রাষ্ট্রের আমরা প্রতিনিধি বা যন্ত্র যার, দ্বারা সাধারণ নীতিসমূহ নির্ধারিত সাধারণ বিষয়াদি নিয়ন্ত্রিত এবং জনসাধারণের স্বার্থ সুরক্ষিত হয়।। 

47- বর্তমানে কোন কোন ধরনের সরকারের অবস্থিতি লক্ষ্য করা যায়? 

উওর : বর্তমানে " বুর্জোয়া গণতান্ত্রিক সরকার " এবং " সমাজতান্ত্রিক সরকারের " অবস্থিতি লক্ষ্য করা যায়। 

48 - সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলে চিহ্নিত করা হয় কেন? 

উওর : যে-কোনো রাষ্ট্রের বিভিন্ন নীতিসমূহ নির্ধারিত,  নিয়ন্ত্রিত এবং রাষ্ট্রের বিভিন্ন ইচ্ছা বা পরিকল্পনাকে বাস্তবে পরিণত করার  মাধ্যমে সহকারই রাষ্টকে নিয়ন্ত্রণ করে বলে সরকারকেই রাষ্ট্রের মস্তিষ্ক বলে চিহ্নিত করা হয়।  

49.- সরকারের কার্যাবলী সম্পর্কে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদীদের অভিমত কী? 

উওর : সরকারের কার্যাবলী সম্পর্কে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদীদের মতামত হলো - " রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করাই হলো সরকারের প্রধান কাজ। 

50 - জনকল্যাণকর রাষ্ট্রের তত্ত্ব গৃহীত হওয়ার ফল কী হয়েছিল? 

উওর : জনকল্যাণকর রাষ্ট্রের তত্ত্ব গৃহীত হওয়ার ফলে সরকারের কর্মক্ষেত্রের পরিধি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল। 

51 - রাষ্ট্র-সার্বভৌম কথাটির অর্থ কী? 

উওর : রাষ্ট্র সার্বভৌম কথাটির অর্থ হল সমাজের মধ্যে রাষ্ট্রের চূড়ান্ত বা চরম কর্তৃত্ব রয়েছে। 

52 - গেটেল সার্বভৌমিকতার ধারণাকে কী বলে বর্ণনা করেছেন? 

উওর ; গেটেল সার্বভৌমিকতার ধারণাকে " আধুনিক রাষ্ট্রের ভিত্তি " বলে বর্ণনা করেছেন।।

53 - অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে কী বোঝো?

উওর : অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রীয় আইনের  চূড়ান্তকারিতাকে বোঝায়।

54 - বাহ্যিক সার্বভৌমিকতা বলতে কী বোঝায়?

উওর :  বাহ্যিক সার্বভৌমিকতা বলতে কোনো রাষ্ট্রের বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত থাকার ক্ষমতাকে বোঝায় যায়। 

55 - রাষ্ট্রের নিরঙ্কুশ বাহ্যিক স্বাধীনতা সম্পর্কে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস কালাঘান কী বলেছিলেন? 

উওর : ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস কারা খান বলেছিলেন যে " বর্তমানে প্রকৃত স্বাধীনতা সংক্রান্ত ধারণা ক্ষয়প্রাপ্ত হয়েছে। বর্তমানে কোনো রাষ্ট্রই অন্যান্য রাষ্ট্র থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে এবং নিজের পূর্বনির্ধারিত নীতি অনুসরণ করতে পারছে না। " 

56 - স্থায়িত্বকে রাষ্ট্রের  অপরিহার্য বৈশিষ্ট্য বলে মার্কসবাদীরা কেন মনে করেন না? 

উওর : মার্কসবাদীদের মতে শোষণের হাতিয়ার হিসেবে যে রাষ্ট্রের উৎপত্তি, শ্রেনিহীন ও শোষনহীন সমাজ প্রতিষ্ঠিত হলে তা আপনাকে বিলুপ্ত হয়ে যাবে।। এজন্য মার্কসবাদীরা স্থায়িত্বকে রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য বলে মনে করেন না। 

57 - সাম্প্রতিককালে কিসের প্রক্রিয়া রাষ্ট্রের চরম সার্বভৌমিকতার ধারণাটিকে বিরাট চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছে?

উওর : সাম্প্রতিককালের বিশ্বায়নের প্রক্রিয়া রাষ্ট্রের চরম সার্বভৌমিকতার ধারণাটিকে বিরাট চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছে। 

একাদশ শ্রেণির বাংলা পিডিএফ নোট ডাউনলোড

58 - পশ্চিমবঙ্গকে কেন রাষ্ট্র বলা হয় না?? 

উওর : কারণ,পশ্চিমবঙ্গের নির্দিষ্ট ভূখন্ড, জনগণ এবং সরকার থাকলেও পশ্চিমবঙ্গের সার্বভৌম ক্ষমতা নেই। এবং সার্বভৌম ক্ষমতা না থাকার কারণেই পশ্চিমবঙ্গ রাষ্ট্র বলা হয় না। 

59 - ত্রিপুরাকে কেন " রাষ্ট্র " বলা যায় না? 

উওর : কারণ,ত্রিপুরার নির্দিষ্ট ভূখন্ড, জনগণ এবং সরকার থাকলেও ত্রিপুরার সার্বভৌম ক্ষমতা নেই। এবং সার্বভৌম ক্ষমতা না থাকার কারণেই ত্রিপুরার রাষ্ট্র বলা হয় না। 

60 - সম্মিলিত জাতিপুঞ্জকে রাষ্ট্র না বলার যেকোনো দুটি কারণ উল্লেখ করো। 

উওর : সম্মিলিত জাতিপুঞ্জের রাষ্ট্র না বলার প্রথম কারণ হলো এই যে -

প্রথমত : সম্মিলিত জাতিপুঞ্জের কোনো নির্দিষ্ট ভূখন্ড নেই। 

 দ্বিতীয়তঃ সম্মিলিত জাতিপুঞ্জের সার্বভৌম ক্ষমতা নেই। 

61 - সংঘ বলতে কী বোঝো? 

উওর : যখন এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য কিছু সংখ্যক জনগণ ঐক্যবদ্ধ হয়, তখন তাকে সংঘ বলা হয়। 

62 -  ভারতের যেকোনো দুটি ধর্মীয় সংখ্যায় নাম লেখো। 

উওর : ভারতের দুটি ধর্মের সংঘের নাম হলো - ১- সেবাশ্রম সংঘ এবং ২- রামকৃষ্ণ মিশন। 

63 - ভারতের যেকোনো দুটি সমাজ সেবী সংঘের নাম লেখো। 

উওর : ভারতের দুটি বিখ্যাত সব স্টেশনের নাম হল রেডক্রস সোসাইটি এবং রেড ভলেন্টিয়ার্স। 

64 - রাষ্ট্র এবং অন্যান্য সংঘের মধ্যে যেকোনো দুটি সাদৃশ্য উল্লেখ করো। 

উওর : রাষ্ট্র এবং অন্যান্য ধর্মের মধ্যে সাদৃশ্য হলো এই যে -

প্রথমত : রাষ্ট্র এবং সংঘ উভয়ের মধ্যেই সদস্য থাকে। 

দ্বিতীয়তঃ রাষ্ট্র এবং সংঘ উভয়ের লক্ষ্যই হলো জনকল্যাণ করা। 

65 - রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে উদ্ভবগত ক্ষেত্রে পার্থক্য সম্পর্কে অতি সংক্ষিপ্ত আলোচনা করো। 

উওর : অনেকের মতে মনুষ্য জীবনের সর্বাঙ্গীন বিকাশের জন্যেই রাষ্ট্রের উদ্ভব ঘটে। 

রাষ্ট্র গড়ে ওঠে সমাজের ঐতিহাসিক বিবর্তনের বিশেষ একটি স্তরে। 

অন্যদিকে মানুষের স্বেচ্ছাকৃত পরিকল্পনার ফলেই বিভিন্ন সংঘ গড়ে ওঠে। 

66- রাষ্ট্র এবং অন্যান্য সংঘের মধ্যে আকৃতিগত ক্ষেত্রে যে- কোনো দুটি পার্থক্য উল্লেখ করো। 

উওর : আকৃতিগত দিক থেকে বিচার করলে দেখা যায় -

▶ প্রথমত : রাষ্ট্রের সদস্য সংখ্যা যেকোনো সংঘের তুলনায় অনেক বেশি হয়। 

▶ দ্বিতীয়তঃ প্রতিটি রাষ্ট্রেই একটি সুসংগঠিত সরকার থাকে যা সেই রাষ্ট্রকে পরিচালনা করে। 

 অন্যদিকে কোন সংঘকে পরিচালনার ক্ষেত্রে নির্দিষ্ট একটি দলমন্ডল বা পরিচালনা সমিতি থাকে। সেখানে কোনো সরকারের অস্তিত্ব থাকে না। 

67 - রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে কর্মক্ষেত্রগত পরিধির ক্ষেত্রে কী পার্থক্য রয়েছে

উওর : 

প্রথমত : কোনো রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধি শুধুমাত্র সেই রাষ্ট্রের নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যেই সীমাবদ্ধ থাকে।  কিন্তু কোনো সংঘের ক্রিয়া-কলাপ শুধুমাত্র নির্দিষ্ট একটি ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে।। 

অন্যদিকে একটি রাষ্ট্রের সদস্যপদ শুধুমাত্র সেই রাষ্ট্রের ভৌগলিক সীমারেখার মধ্যে অবস্থিত জনগণের জন্যই সীমাবদ্ধ 

 কিন্তু কোনো সংঘের সদস্যপদ এক বা একাধিক রাষ্ট্রের ভৌগলিক সীমারেখার মধ্যে বসবাসকারী জনগণ গ্রহণ করতে পারে। 

68 - রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে সদস্য বা সংক্রান্ত কী পার্থক্য রয়েছে? 

উওর ; একটি রাষ্ট্রের সদস্যপদ শুধুমাত্র সেই রাষ্ট্রের ভৌগলিক সীমারেখার মধ্যে অবস্থিত জনগণের জন্যই সীমাবদ্ধ। 

 অন্যদিকে কোনো সংঘের সদস্যপদ এক বা একাধিক রাষ্ট্রের নাগরিকরাও গ্রহণ করতে পারে। 

69- উদ্দেশ্যগত ক্ষেত্রে রাষ্ট্রের সঙ্গে অন্যান্য সঙ্গে কী পার্থক্য রয়েছে? 

উওর : রাষ্ট্র কোনো একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠিত হয় না।। রাষ্ট্র জনকল্যাণের জন্য একাধিক উদ্দেশ্যে কার্য সম্পাদন করে। 

অন্যদিকে সংঘগুলি বিশেষ একটি বা নির্দিষ্ট কয়েকটি উদ্দেশ্য নিয়ে গঠিত হয়। 

70 - স্থায়িত্বগত ক্ষেত্রে রাষ্ট্রের সঙ্ঘে অন্যান্য সংঘের কী পার্থক্য রয়েছে? 

উওর : স্থায়িত্বগত দিক থেকে রাষ্ট্র হল একটি স্থায়ী প্রতিষ্টান।

 অন্যদিকে সংঘগুলি হলো একটি অস্থায়ী প্রতিষ্ঠান। 

71 - ক্ষমতা গত ক্ষেত্রে রাষ্ট্রের সঙ্গে অন্যান্য সঙ্গের কী পার্থক্য রয়েছে? 

উওর : প্রতিটি রাষ্ট্রের ক্ষেত্রেই নির্দিষ্ট কিছু আইনকানুন থাকে, যা অমান্য করলে সেই আইন অমান্যকারীকে কঠোর শাস্তি দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের আছে। অন্যদিকে সংঘ গুলি পরিচালিত হয় সংঘের তৈরি কিছু নিয়মকানুনের দ্বারা। যা অমান্য করলেও কোনো সংঘেরই কোনো ব্যক্তিকে কঠোর শাস্তি দেওয়ার ক্ষমতা নেই।। 

72 - রাষ্ট্রের স্থায়িত্ব সম্পর্কে এঙ্গেলসের অভিমত কী? 

উওর : রাষ্ট্রের স্থায়িত্ব সম্পর্কে ইংলিশের অভিমত হলো এই যে অনাদি অনন্তকাল থেকে রাষ্ট্রের অস্তিত্ব নেই। এমন সব সমাজ ছিল যেগুলো রাষ্ট্র ছাড়াই পরিচালিত হতো।  রাষ্ট্র বা রাষ্ট্র ক্ষমতার কোনো ধারনাই তখন তাদের ছিল না। " 

73 - সার্বভৌমিকতার ক্ষেত্রে রাষ্ট্রের সঙ্গে অন্যান্য সংঘের কী পার্থক্য লক্ষ্য করা যায়? 

উওর : সকল রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা রয়েছে। তাই কোনো রাষ্ট্র, অন্য কোনো  রাষ্ট্র বা সংঘের বা প্রতিষ্ঠানের অধীনে থাকে না। কিন্তু কোনো সংঘেরই সার্বভৌম ক্ষমতা নেই যে কারণে সংঘগুলিকে যে- কোনো রাষ্ট্রের অধিনে থেকে তার কাজ করতে হয়। 

74 - " পেন্সিল কাটার পক্ষে কুঠার  যেমন অনুপোযোগী, ব্যক্তির অন্তজীবনের সূক্ষ অনুভূতিগুলো উন্নয়নে রাষ্ট্রও তেমনি অনুপোযোগী।"  - এ কথা কে এবং কেন বলেছিলেন? 

উওর : একথা বলেছিলেন " আর. এম. ম্যাক্আইভার।" 

তার এ কথা বলার পেছনে কারণ ছিল - রাষ্ট্র মানুষের বাহ্যিক আচার"আচরণ নিয়ন্ত্রণ করতে পারলেও তার অন্তর জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারে না। এজন্যই  ম্যাকাইভার একথা বলেছিলেন।

75- রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক মতবাদ গুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ চারটি মতবাদের উল্লেখ করো। 

উওর : রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক মতবাদ গুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ চারটি হলো -  ১- ঐশ্বরিক মতবাদ,  ২- বলপ্রয়োগ মতবাদ,, ৩- সামাজিক চুক্তি মতবাদ এবং ৪- ঐতিহাসিক মতবাদ। 

76 - রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক মতবাদ গুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন মতবাদ টির নাম উল্লেখ করে তার দুজন প্রবক্তার নাম উল্লেখ করো। 

উওর : রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক মতবাদ গুলির মধ্যে " ঐশ্বরিক মতবাদ " হলো সর্বাপেক্ষা প্রাচীন।। 

সেন্ট লুই এবং সেন্ট আগাস্টাই হলেন এই মতবাদের দুজন উল্লেখযোগ্য প্রবক্তা।

77 - ঐশ্বরিক উৎপত্তিবাদের যেকোনো দুটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করো। 

উওর : 

প্রথমত : ঐশ্বরিক মতবাদ মানুষকে আনুগত্যপরায়ন হওয়ার শিক্ষা দিয়েছিল। 

এবং এই মতবাদের ফলে আদিম সমাজব্যবস্থা ধ্বংসের থেকে রক্ষা পেয়েছিল।

78 - রোমান ধর্মযাজক সেন্ট পল রাজার প্রতি প্রজাদের অখণ্ড আনুগত্য প্রদর্শন করার স্বপক্ষে যুক্তি প্রদান করেছিলেন? 

উওর : সেন্ট পল রাজার প্রতি প্রজাদের আনুগত্য প্রদর্শন কে " ঈশ্বর কর্তৃক আরোপিত কর্তব্য " বলে যুক্তি প্রদান করেছিলেন।

79 - ঐশ্বরিক মতবাদকে কেন অনৈতিহাসিক মতবাদ বলে চিহ্নিত করা হয়? 

উওর :  ঐশ্বরিক উৎপত্তিবাদ সম্পর্কে ইতিহাসে এর কোনো সমর্থনকারী বক্তব্য পাওয়া যায়না বলে, ঐশ্বরিক মতবাদকে অনৈতিক মতবাদ বলা হয়। 

80- ঐশ্বরিক উৎপত্তিবাদকে কেন প্রগতি-বিরোধী মতবাদ বলে সমালোচনা করা হয়? 

উওর : ঐশ্বরিক মতবাদ বিভিন্ন রাজার বিদ্রোহ, যুদ্ধ এবং অন্যায় আচরণকেও স্বীকার করে নেয় বলে এটিকে প্রগতি বিরোধী একটি রক্ষনশীল মতবাদ হিসেবে কঠোরভাবে সমালোচনা করা হয়। 

81 - ঐশ্বরিক উৎপত্তিবাদ স্বৈরাচারী তাকে সমর্থন করে বলে যারা অভিযোগ করেন,  তাদের বক্তব্য অতি সংক্ষেপে আলোচনা করো। 

উওর :  

প্রথমত : ঐশ্বরিক উৎপত্তিবাদ অনুসারে রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি যিনি শুধুমাত্র ঈশ্বরের কাছেই জবাবদিহি থাকবেন। - একথা প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে স্বৈরাচারী রাজার প্রতিদিন আনুগত্য প্রদর্শন করতে বাধ্য করা হতো।। 

দ্বিতীয়তঃ এই মতবাদ অনুসারে রাজা যা করতেন বা যা আদেশ দিতেন সেটাই সবাইকে আইন হিসেবে মেনে নিতে হতো। এবং এভাবেই ঐশ্বরিক মতবাদ স্বৈরাচারিতারকে সমর্থন করেছিল।

82 - ঐশ্বরিক উৎপত্তিবাদকে কেন অযৌক্তিক  মতবাদ বলা হয়? 

উওর : ঐশ্বরিক মতবাদ অনুসারে রাজা ঈশ্বরের ইচ্ছে বা নির্দেশ অনুযায়ী রাজ্য শাসন করেন।। কিন্তু যদি রাজা ঈশ্বরের অনুসারে বা নির্দেশেই রাজ্য শাসন করে থাকেন,  তাহলে রাজা কেন জনকল্যাণের পরিবর্তে তাদের ওপর নির্যাতন করেন। ঈশ্বর কখনোই জনকল্যাণের পরিবর্তে তাদের উপর নির্যাতন করার নির্দেশ তার প্রতিনিধিকে দিতে পারেন না।  এজন্যই এই মতবাদটিকে অযৌক্তিক মতবাদ বলা হয়।

83 - ঐশ্বরিক উৎপত্তিবাদের গুরুত্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গেটেল কী বলেছিলেন? 

উওর : অধ্যাপক গেটেল বলেছিলেন- " মানুষ যখন স্বায়ত্তশাসনের অনুপযুক্ত ছিল, তখন এই মতবাদ তাকে আনুগত্যের শিক্ষায় শিক্ষিত ক'রে রাষ্ট্রের বির্বতনে সাহায্য করেছিল। 

84 - রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক বলপ্রয়োগ মতবাদের যেকোনো চারজন প্রবক্তার নাম লেখো। 

উওর : ডেভিড হিউম, লিকক, ওপেনহেইমার ও আজ জেঙ্কস্ প্রমূখ রাষ্ট্রবিজ্ঞানীরা হলেন বলপ্রয়োগ মতবাদের প্রবক্তা। 

85- বলপ্রয়োগের মাধ্যমে কিভাবে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে- সে বিষয়ে ভলতেয়ার কী বলেছেন? 

উওর : ভলতেয়ারের মতে" প্রথম রাজা ছিলেন একজন ভাগ্যবান যোদ্ধা। " 

86 - বলপ্রয়োগের মাধ্যমে কিভাবে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে সে সম্পর্কে জেঙ্কসে্র অভিমত কী? 

উওর : " জনসংখ্যা বৃদ্ধির ফলে জীবনধারণের উপযোগী প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা দেখা যুদ্ধের কৌশলের উন্নত সাধিত হয়। যুদ্ধ পরিচালনার দায়িত্ব তখন কয়েকজনের হাতে চলে যায়।। সহযোগীদের যোদ্ধাদের সাহায্যে যুদ্ধের নেতা এক  বৃহৎ ভূখণ্ডের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হওয়ার মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি ঘটে। " - এটিই হলো জেঙ্কসে্র অভিমত।।

87 - বল প্রয়োগের মাধ্যমে কিভাবে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে সে সম্পর্কে ওপেনহাইমার কী বলেছেন? 

উওর : ওপেনহাইমার বলেছেন"  উৎপত্তিগতভাবে রাষ্ট্র হলো বিজয়ীর বলপ্রয়োগের দ্বারা বিজিতের ওপর প্রতিষ্ঠিত একটি সামাজিক প্রতিষ্ঠান। 

88 - " পাশবিক শক্তি রাষ্ট্র-গঠনের একমাত্র উপাদান হলো জলদস্যুদের জাহাজকেও " রাষ্ট্র' বলে অভিহিত করতে হয়। " - একথা কে এবং কোন প্রসঙ্গে বলেছিলেন? 

উওর : একথা বলেছিলেন আর.এম.ম্যাক্আইভার।।  তিনি একথা বলেছিলেন রাষ্ট্রগঠনের বলপ্রয়োগ মতবাদ প্রসঙ্গে। 

89 - বলপ্রয়োগ যে রাষ্ট্রের ভিত্তি নয়, সে সম্পর্কে বঙ্কিমচন্দ্র  কী মন্তব্য করেছিলেন?

উওর : এ প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র মন্তব্য করেছেন যে - " বাহুর বল পশুর বল। প্রজার শক্তিতেই রাজা শক্তিমান। নইলে রাজার নিজ বাহুতে  কত বল? " 

90 - বলপ্রয়োগ যে রাষ্ট্রের ভিত্তি নয় সে সম্পর্কে গ্রীন কী মন্তব্য করেছিলেন? 

উওর : গ্রীন মন্তব্য করেছিলেন যে - " রাষ্ট্রের ভিত্তি হলো জনগণের সম্মতি,পাশবিক বল নয়। ' 

91- রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক বলপ্রয়োগ মতবাদটিকে কেন অগণতান্ত্রিক মতবাদ বলে সমালোচনা করা হয়? 

উওর : বলপ্রয়োগ মতবাদটির মধ্যে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা নীতি উপস্থিত না থাকায় এই মতোবাদটিকে অগণতান্ত্রিক বলে সমালোচনা করা হয়।।

92 - রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক বলপ্রয়োগ মতবাদটিকে কেন নীতিবিরুদ্ধ মতবাদ বলে সমালোচনা করা হয়?? 

উওর : বলপ্রয়োগ মতবাদ অনুসারে যে রাষ্ট্রের প্রতিষ্ঠিত হয় সেখানে রাষ্ট্রনায়ক পশুবলে বলিয়ান থাকেন। যিনি কখনোই নৈতিক কর্তব্য পালন করতে পারেন না। তাই এই মতবাদটিকে নীতিবিরুদ্ধ মতবাদ বলে সমালোচনা করা হয়।

93 - রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক মতবাদকে কেন সাম্রাজ্যবাদের সমর্থক মতবাদ হিসেবে সমালোচনা করা হয়? 

উওর : বলপ্রয়োগ মতবাদ অনুসারে রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক বলে বর্ণনা করে ভৌগোলিক পরিধি সম্প্রসারণ জন্য শাসকগোষ্ঠীকে ইন্ধন জোগানো হয়েছে। যার ফলে কিছু মানুষের মধ্যে সাম্রাজ্যবাদের চিন্তা-ধারা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছিল।  এজন্যই এই মতবাদ টিকে সাম্রাজ্যবাদের সমর্থক হিসেবে সমালোচনা করা হয়।।

94 -  রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক মতবাদটিকে কেন  বিশ্ব শান্তি ও প্রগতির বিরোধী বলে মনে করা হয়? 

উওর : বলপ্রয়োগ মতবাদ অনুসারে যুদ্ধকে মানবজীবনের অপরিহার্য অঙ্গ বলে প্রচার করে যুদ্ধবাজ রাষ্ট্রনায়কদের উৎসাহিত করেছিল। এবং এরূপ যুদ্ধবাজ রাষ্ট্রনায়করা যুদ্ধের মাধ্যমে বিশ্ব শান্তি এবং প্রগতিকে রোধ করেছিলেন। 

95 - রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক বলপ্রয়োগ মতবাদের যেকোনো একটি গুরুত্ব অতি -সংক্ষেপে আলোচনা করো।

উওর : রাষ্ট্র সৃষ্টির প্রাথমিক পর্বে অসভ্য, দুর্বিনীত ও রাজনৈতিক চেতনাশূন্য মানুষকে আনুগত্যের শিক্ষায় শিক্ষিত করে তোলার ক্ষেত্রে বলপ্রয়োগ  নীতি ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল।

96 - " সামরিক শক্তির মধ্যে রাষ্ট্রের সার্বভৌমিকতা নিহিত থাকে। " -  উক্তিটি কার এবং কী প্রসঙ্গে তিনি একথা বলেছিলেন?? 

উওর : উক্তিটি হলো অধ্যাপক হ্যারল্ড লাস্কির। 

তিনি বলপ্রয়োগ নীতির গুরুত্ব প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে একথা বলেছিলেন।। 

97 - রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক মতবাদটির গুরুত্ব প্রসঙ্গে মার্কসবাদীদের অভিমত কী? 

উওর : মার্কসবাদীরা মনে করতেন যে -"সমাজ বিবর্তনের একটি অধ্যায়ে শাসকশ্রেণী বলপ্রয়োগের মাধ্যমে শাষিতশ্রেণীকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে রাষ্ট্রের জন্ম দিয়েছিল। 

98 - রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক কল্পনাপ্রসূত মতবাদ গুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মতবাদ কোনটি?  এবং প্রাচীনকালের কোন ধর্মগ্রন্থে এর উল্লেখ রয়েছে? 

উওর : রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক কল্পনাপ্রসূত  মতবাদ গুলির মধ্যে " সামাজিক চুক্তি " মতবাদ সর্বাধিক গুরুত্বপূর্ণ।  এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ " বাইবেল " এর " ওল্ড টেস্টামেন্ট" এ এর কথা উল্লেখ পাওয়া যায়।।

99 - চুক্তি মতবাদী দার্শনিক বলতে কাদের বোঝায়?

উওর : চুক্তি মতবাদের আসোনি বলতে- " টমাস হবস",  "জন লক" এবং " জাঁ জ্যাক রুশো"  এই তিনজনকে বোঝায়।

100 - রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক সামাজিক চুক্তি 

মতবাদটির মূল বক্তব্য অতি সংক্ষেপে আলোচনা করো। 

উওর : রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক সামাজিক চুক্তি মতবাদ টির অনুসারে মনে করা হয় যে- " প্রাচীনকালে মানুষ নিজেদের প্রয়োজনেই সামাজিক চুক্তির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র গঠন করেছিল। 

101 -হবস্ রচিত যে গ্রন্থটিতে সামাজিক চুক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে, তার নাম কী এবং কত সালে প্রকাশিত হয়েছিল? 

উওর :  সামাজিক চুক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছিল তার লোভিয়াথান গ্রন্থটিতে। যেটি প্রকাশিত হয়েছিল 1651 খ্রিস্টাব্দে। 

102 - রাষ্ট্রের জন্মের পূর্বে মানুষ যে প্রাক - সামাজিক পরিবেশে বসবাস করত, তার প্রকৃতি সম্পর্কে হবস কী মন্তব্য করেছেন? 

উওর : হপসের মতে মানুষ যে প্রাক সামাজিক অবস্থায় বসবাস করতেন সেখানে কোনো নিয়ম-কানুন ছিল না।। যার ফলে মানুষ জীবন ছিল অনিয়ন্ত্রিত এবং নামান্তর। 

103 -  হবস কিভাবে আইনগত সার্বভৌমিকতার জন্ম দিয়েছিলেন?? 

উওর : হবসের মতে আদিম মানুষ সামাজিক চুক্তির মাধ্যমে তাদের সমস্ত সার্বভৌমিকতা একজন রাজার হাতে তুলে দিয়েছিলেন।। 

104 - লক তার কোন পুস্তকে সামাজিক চুক্তি সম্পর্কে আলোচনা করেছেন? এবং তা কত সালে প্রকাশিত হয়েছিল?? 

উওর : লক তার - " টু ট্রিটিসেস অফ গভারমেন্ট "  গ্রন্থে সামাজিক চুক্তি সম্পর্কে আলোচনা করেছিলেন।  এবং তা প্রকাশিত হয়েছিল 1690 খ্রিষ্টাব্দে। 

105 - লক প্রাকৃতিক অবস্থার প্রকৃতি সম্পর্কে কী অভিমত পোষণ করেছেন?? 

উওর :  লক প্রাকৃতিক অবস্থার প্রকৃতি সম্পর্কে বলেছেন যে মানুষ প্রাকরাষ্ট্রনৈতিক অবস্থায় বসবাস করত। অর্থাৎ  তখন রাষ্ট্রের উৎপত্তি না হলেও সমাজের উৎপত্তি হয়েছিল। এবং সেই সমাজ প্রাকৃতিক নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হত। 

106 -  রুশো তার কোন পুস্তকে সামাজিক চুক্তি সম্পর্কে আলোচনা করেছেন এবং ওই পুস্তকটি কত সালে প্রকাশিত হয়েছিল?.

উওর :  রুশো তার " সোশ্যাল কন্ট্রাক্ট " নামক গ্রন্থে সামাজিক চুক্তি সম্পর্কে আলোচনা করেছিলেন।।এবং ওই পুস্তকটি 1762 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল।

107 - সামাজিক চুক্তি মতবাদটিকে কেন অনৈতিহাসিক মতবাদ বলে সমালোচনা করা হয়? 

উওর : কারণ - সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে - একথা ইতিহাস স্বীকার করে না।।  রাজনৈতিক চেতনার সঙ্গে আদিম মানুষ হঠাৎ করে কিভাবে এক দিনে রাষ্ট্র সৃষ্টি করলো তা ইতিহাস কখনোই মেনে নেয় না।।  এজন্যই এই মতবাদটিকে অনৈতিহাসিক মতবাদ বলে সমালোচনা করা হয়।।

আশাকরবো যে, 2024 সালের একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পরিক্ষায় আজকের এই,একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় রাস্ট্র সংজ্ঞা বৈশিষ্ট্য ও উৎপত্তি বিষয়ক বিভিন্ন মতবাদ অধায়ের 106+ প্রশ্ন উওর গুলো কাজে আসবে।।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top