মাধ্যমিক: দশম শ্রেণির ভৌতবিজ্ঞানের আলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর।।

4

 


মাধ্যমিক: দশম শ্রেণির ভৌতবিজ্ঞানের আলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর।। Wb Class 10 Physical Science Question and Answer ||
wb madhyamik physical science suggestion


আলো অধ্যায়ের প্রশ্ন উত্তর দশম শ্রেণী
আলো অধ্যায়ের প্রশ্ন উত্তর দশম শ্রেণী

আজকের এই পোস্টের মাধ্যমে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উওর অর্থাৎ আলো অধ্যায়ের প্রশ্ন ও উত্তর শেয়ার করবো।।
মাধ্যমিকের জন্য ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর আমাদের খুব ভালো ভাবে পড়া উচিৎ ।। যাতে পরীক্ষার হলে গিয়ে আমাদের অসুবিধায় না পরতে হয়।। আজকের এই পোস্টে আমরা আলো অধ্যায়ের প্রশ্ন উত্তর খুব বেছে বেছে তোমাদের সামনে তুলে ধরেছি। দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে এই পোস্টটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান আলো অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে এটি প্রথম পর্ব।। 
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় অর্থাৎ আলো অধ্যায়ের প্রশ্ন উওর নিয়ে আরও কিছু পোস্ট আমাদের এই ওয়েবসাইটে করা হবে।। দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের আলো  অধ্যায়টি যেহুতু অনেকটাই বড়ো, সেজন্য আমরা আলো অধ্যায়ের প্রশ্ন উত্তর বিভিন্ন পার্টের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো।। পরবর্তী পোস্টগুলোতে আলো অধ্যায়ের ছোট প্রশ্ন উওর এবং আলো অধ্যায়ের মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন শেয়ার করা হবে।


Topics of Today's Post -


• মাধ্যমিক ভৌতবিজ্ঞান আলো

• দশম শ্রেণির ভৌতবিজ্ঞান আলো

• দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর 2022

• ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

• আলো অধ্যায়ের প্রশ্ন উত্তর

• wb class 10 physical science

• wb class 10 physical science question answer in bengali

• class 10 physical science question answer

•  class 10 physical science short question answer


আলো অধ্যায়ের প্রশ্ন উওর | আলো অধ্যায়ের বড় প্রশ্ন উওর | দশম শ্রেণির ভৌতবিজ্ঞান প্রশ্ন উওর | দশম শ্রেণির ভৌতবিজ্ঞান আলো অধ্যায়ের  গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর।।


1- সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত??


• অসীম


• যেকোনো দৈর্ঘ্যের হতে পারে


• শূন্য


• কোনোটিই নয়


✅উওর : অসীম



2- কোন প্রকার দর্পণে, গঠিত প্রতিবিম্ব সর্বদা অসদ্  প্রকৃতির হয়??


• অবতল দর্পণ


• উত্তল দর্পণ


• সমতল দর্পণ


• কোনোটিই নয়


উওর: সমতল দর্পণে।।



3- মোটর গাড়ির ভিউফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়-


• উত্তল দর্পণ


• অবতল দর্পণ


• সমতল দর্পণ


• কোনোটিই নয়


✅উওর: উত্তল দর্পণ 




4- দাড়ি কামাবার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়??


• উত্তল দর্পণ


• অবতল দর্পণ


• সমতল দর্পণ


• কোনোটিই নয়


✅উওর : অবতল দর্পণ 




5-অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোন বস্তু থাকলে তার কীরুপ প্রতিবিম্ব গঠিত হবে??


• সদ্ ও বিবর্ধিত


• অসদ্ ও খর্বকায়


• অসদ্ ও বিবর্ধিত


• সদ্ ও খর্বকায়


✅উওর: সদ্ ও বিবর্ধিত 






6- অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী কোন রশ্মি,  অবতল দর্পণের প্রতিফলনের পর সেই রশ্মিটি কোন পথ দিয়ে ফিরে যাবে??


• একই পথে ফিরে যাবে


• প্রধান অক্ষের সমান্তরাল ভাবে ফিরে যাবে


•  মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাবে


• মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে


✅উওর: একই পথে ফিরে যাবে।।



7-দাঁতের ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করে??


• উত্তল দর্পণ


• অবতল দর্পণ


• সমতল দর্পণ


• কোনোটিই নয়


✅উওর: অবতল দর্পণ 




8- কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসদ্ হয়??


• উত্তল দর্পণ


• অবতল দর্পণ


• সমতল দর্পণ


• কোনোটিই নয়


✅উওর: উত্তল দর্পণ



9- কোন দর্পণ বস্তু অপেক্ষা বৃহত্তর প্রতিবিম্ব গঠন করতে পারে??


• অবতল দর্পণ


• উত্তল দর্পণ


• সমতল দর্পণ


• কোনোটিই নয়


✅উওর: অবতল দর্পণ 




11-গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ - r, এবং ফোকাস দৈর্ঘ্য  f -এর মধ্যে সম্পর্ক কী??


• r= 2f


• f=2r


• f=r


• r= 3f


✅উওর:  r= 2f 




12-কোন আপাতন কোনের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়??


• 90°


• 60°


• 30°


• 0°


✅উওর: 0°



13- কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোন কত হবে??


• 0°


• 60°


• 90°


• 45°


✅ উওর: 0°



14- মাধ্যম পরিবর্তন করলে আলোর দিক পরিবর্তন হয়।। এই ঘটনা কে কি বলা হয়??


• আলোর প্রতিসরণ


• আলোর প্রতিফলন


• আলোর বিচ্ছুরণ


• কোনোটিই নয়


✅উওর: আলোর প্রতিসরণ 




15- আলোর প্রতিসরণ এ কোন জিনিসটি অপরিবর্তিত থাকে??


• আলোর গতিবেগ


• আলোর তরঙ্গদৈর্ঘ্য


• আলোর কম্পাঙ্ক


• আলোর বিস্তার


✅উওর: আলোর কম্পাঙ্ক 





16- আলোক কেন্দ্র দিয়ে যাওয়া আলোকরশ্মির বিচ্যুতি হলো-


• 45 ডিগ্রি


• 60 ডিগ্রি


• 30 ডিগ্রি


• 0 ডিগ্রি


✅উওর: 0 ডিগ্রি




17- প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক, সেটি হল -


• লাল


• হলুদ


• বেগুনি


• সবুজ


✅উওর: বেগুনি




18- নিচের বর্ণ গুলির মধ্যে কোন বর্ণটির তরঙ্গদৈর্ঘ্য সবচাইতে বেশি??


• লাল


• হলুদ


• বেগুনি


• সবুজ


✅উওর: লাল 





19- নিচের বর্ণ গুলির মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম???


• সবুজ


• হলুদ


• বেগুনি


• লাল


✅উওর: বেগুনি




20- লাল নীল সবুজ ও হলুদ আলো গুলির মধ্যে কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে কম???


• সবুজ


• নীল


• হলুদ


• লাল


✅উওর: লাল



21- একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে।। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে??


• সদ্ ও অবশীর্ষ


• অসদ্ ও অবশীর্ষ


• অসদ্ ও সমশীর্ষ


• সদ্ ও সমশীর্ষ


✅উওর: অসদ্ ও সমশীর্ষ



22- কোন অবতল দর্পণের ক্ষেত্রে কোনো বস্তু, বক্রতা কেন্দ্রে  থাকলে, সেই বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে??


* ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝখানে


* বক্রতা কেন্দ্র ও অসীম দূরত্বের মাঝখানে


* অসীমে


* বক্রতা কেন্দ্রে


✅উওর: বক্রতা কেন্দ্রে




23- ক্যামেরায় কোন প্রকৃতির প্রতিবিম্ব গঠিত হয়??


• সদ্ ও অবশীর্ষ


• অসদ্ ও অবশীর্ষ


• অসদ্ ও সমশীর্ষ


• সদ্ ও সমশীর্ষ


✅উওর: সদ্ ও অবশীর্ষ




24-মানুষের চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে হয়-


• বড় ও উল্টো


• ছোট ও উল্টো


• বড়ো ও সোজা


• ছোট ও সোজা


✅উওর: ছোট ও উল্টো 




25- মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে স্পষ্ট দূরত্বের নূন্যতম দূরত্ব কত??


• 25 সেমি


• 25 মিটার


•  2.5 সেমি


•  2.5 মিটার


✅উওর: 25 সেমি 


তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের ওপর মকটেস্ট দিতে হলে নিচের লিঙ্কে ক্লিক করো 👇


26- একজন সুস্থ মানুষের সুস্থ চোখের দূরবিন্দুর মান কত??


• 2.5 সেমি


• 2.5 মিটার


• 100মিটার


•  অসীম


✅উওর: অসীম




27- কোন জোড়টি, সাদা আলোর বিশুদ্ধ বর্ণালির দুটি প্রান্তিক বর্ণ??


• লাল ও বেগুনি


• লাল ও সবুজ


• বেগুনি ও কমলা


• নীল ও আকাশি


✅উওর: লাল ও বেগুনি।। 



28- প্রথম আলো গুলির মধ্যে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম??


• লাল


• কমলা


• বেগুনি


• সবুজ


✅উওর: লাল




29- নিচের আলো গুলো মধ্যে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি??


• লাল


• কমলা


• বেগুনি


• সবুজ


✅উওর: বেগুনি



30- আলোর কোন ধর্মের জন্য আকাশকে নীল দেখায়???


• আলোর বিক্ষেপণ


• আলোর প্রতিফলন


• আলোর প্রতিসরণ


•  আলোর ব্যতিচার


✅উওর: আলোর বিক্ষেপণ 



31- আলোর বর্ণ কোন জিনিসের উপর নির্ভর করে?? 

• আলোর কম্পাঙ্ক


• আলোর তরঙ্গদৈর্ঘ্য


• আলোর বেগ


• আলোর বিস্তার


✅উওর: আলোর তরঙ্গদৈর্ঘ্য 



আলো অধ্যায়ের প্রশ্ন উওর | আলো অধ্যায়ের বড় প্রশ্ন উওর | দশম শ্রেণির ভৌতবিজ্ঞান প্রশ্ন উওর | দশম শ্রেণির ভৌতবিজ্ঞান আলো অধ্যায়ের  গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর।।




1-সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব কীরুপ প্রতিবিম্ব গঠিত হয়??


 উওর=  সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসদ্ প্রকৃতির হয়। 



2- গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়??


উওর=  গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়।।



3- কোন দর্পণ কে অভিসারী দর্পণ বলা হয়??


উওর=   অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয়।



4- কোন দর্পণকে অপসারী দর্পণ বলা হয়?? 


উওর=  উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয়।।



5- মোটর গাড়ির ভিউফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়???


উওর = মোটর গাড়ির ভিউফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।।



6- গোলীয় দর্পণের ক্ষেত্রে তার বক্রতা(r)  ব্যাসার্ধ এবং ফোকাস(f)  দৈর্ঘ্যর মধ্যে সম্পর্কটি কী?


উওর= গোলীয় দর্পণের ক্ষেত্রে তার বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যর মধ্যে সম্পর্কটি হলো

- r = 2f 



7- দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন??


উওর = অবতল দর্পণ



8- রাস্তায় বৈদ্যুতিক বাতির প্রতিফলক হিসেবে কোন  ধরনের দর্পণ ব্যবহার করা হয়??


উওর=  রাস্তায় বৈদ্যুতিক বাতির প্রতিফলক হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।।



9- কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র বিস্তৃত হয়??


উওর= উত্তল দর্পণের।।



10-  দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়??? 

অথবা, 


সেভিং মিরর হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়??


উওর= অবতল দর্পণ



11- সোলার কুকারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?? 


উওর= সোলার কুকারে অবতল দর্পণ ব্যবহৃত হয়।।



12- প্রিজমের মোট কয়টি তল থাকে??


উওর =প্রিজমের মোট পাঁচটি তল থাকে



13- প্রিজমের মধ্যে কয়টি আয়তাকার তল ও কয়টি ত্রিভুজাকার তল থাকে?


উওর=  প্রিজম এর মধ্যে তিনটি আয়তাকার তল, এবং দুইটি ত্রিভুজাকার তল থাকে।।



14- পরম প্রতিসরণাঙ্ক কাকে বলে?? 


 উওর= শূন্য মাধ্যম সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলে।।



15-  হীরক ও কাঁচের মধ্যে কার প্রতিসরাঙ্ক ও বেশি?


উওর= হীরক  ও কাচের মধ্যে হীরকের প্রতিসরাঙ্ক বেশি।।



16*** শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত??


উওর= শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হলো - 3×10-8 m/s




17- আলোকরশ্মির এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করার সময় আলোর গতির যে অভিমুখের পরিবর্তন হয়,,সেই ঘটনাকে কী বলে??


উওর= এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করার সময় আলোকরশ্মির গতির অভিমুখে পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়



18- আলোর প্রতিসরণের কয়টি সূত্র আছে ??


উওর = আলোর প্রতিসরণের প্রধানত দুটি সূত্র আছে।।




19- আলোর প্রতিসরণের কোন সূত্রটি স্নেলের সূত্র নামে পরিচিত??


উওর= আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি স্নেলের সূত্র নামে পরিচিত।



20- আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আলোর প্রতিসরণ ঘটে কেন??


 উওর=  আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আলোর প্রতিসরণ ঘটে, এর কারণ হলো তখন আলোর বেগের পরিবর্তন হয়! এজন্য আলোর প্রতিসরণ ঘটে


21- প্রতিসরাঙ্কের একক কী?


উওর= প্রতিসরাঙ্কের কোনো একক নেই।।



22- আয়তাকার কাঁচের স্ল্যাবে, কোন আলোক রশ্মি আপতিত হলে,আপতিত রশ্মি ও নির্গম রশ্মির মধ্যে চ্যুতি কোণ কত হয়???


উওর= আয়তাকার কাঁচের স্ল্যাবে, কোন আলোক রশ্মি আপতিত হলে,আপতিত রশ্মি ও নির্গম রশ্মির মধ্যে চ্যুতি কোণ কত হয় 0°।




23- কাচের প্রতিসরাঙ্ক এর মান কোন বর্ণের আলোর জন্য সবচেয়ে কম হয়??


উওর= কাচের প্রতিসরাঙ্ক এর মান লাল বর্ণের আলোর জন্য সবচেয়ে কম হয়।।



24-  দুটি মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে, কোনো আলোকরশ্মির চ্যুতি কত??


উওর=দুটি মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে, কোনো আলোকরশ্মির চ্যুতি 0 হয়।।



  25- কোন ধরনের আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়??


উওর= লম্ব আপাতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়।।



26- সরল ক্যামেরাতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়??


উওর=  সরল ক্যামেরার উত্তল লেন্স ব্যবহার করা হয়।।



27- ক্যামেরার কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়??


উওর= ক্যামেরার ফ্লিম - এ, বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়।।



28-  ক্যামেরায় কিসের সাহায্যে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়??


উওর= ক্যামেরায় ডায়াফ্রামের সাহায্যে আলোর প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়



29- ক্যামেরা কিসের সাহায্যে আলোকসম্পাতকাল নিয়ন্ত্রণ করা হয়??


উওর=  ক্যামেরা শাটার- এর সাহায্যে আলোকসম্পাত কাল নিয়ন্ত্রণ করা হয়



30- লেন্সের ক্ষমতার একক কী?


উওর= লেন্সের ক্ষমতার একক হল ডায়প্টার



31- একটি লেন্সের ফোকাস কয়টি??


উওর= একটি লেন্সের ফোকাস দুইটি।। 

মুখ্য ফোকাস এবং গৌণ প্রকাশ



32- মানুষের চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়??


উওর= মানুষের চোখের রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়।।



33- বিবর্ধক কাচ হিসেবে কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয়??


উওর= বিবর্ধক কাচ হিসাবে উত্তল লেন্স নেওয়া হয়



34- কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়???


উওর= উওল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়।।


35- কোন ধরনের লেন্সকে অপসারী লেন্স বলা হয়??


উওর=  অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়।



36- সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ কে অভিসারী আলোকরশ্মিগুচ্ছে পরিণত করতে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়??


উওর=  উত্তল লেন্স ব্যবহার করা হয়।।



37- একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হল।। ওই বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে??


 উওর= ওই বস্তুটির প্রতিবিম্ব অসীমে গঠিত হবে।।




38- বস্তুর কোন অবস্থানে উত্তল লেন্স বস্তুর অসদ প্রতিবিম্ব উৎপন্ন করে??


উওর= যদি বস্তুটিকে উত্তল লেন্সের আলোককেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখা যায়, তাহলে উত্তল লেন্স  বস্তুটির অসদ্ প্রতিবিম্ব উৎপন্ন করবে।।


39-  স্বাভাবিক চোখের দূরবিন্দু কোথায় অবস্থিত??


উওর=  স্বাভাবিক চোখের দূরবিন্দু অসীমে অবস্থিত


40- স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্ব কত??


উওর= স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্ব হলো প্রায় 25 সেমি।



41- কোন ধরনের লেন্স এর সাহায্যে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা হয়???


উওর = উত্তল লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি( হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়া) প্রতিকার করা হয়।। 


42- কোন ধরনের লেন্স এর সাহায্যে নিকট দৃষ্টি( মায়োপিয়া)  প্রতিকার করা হয়??


উওর=  অবতল লেন্সের সাহায্যে নিকটদৃষ্টি বা মায়োপিয়া রোগ প্রতিকার করা হয়।।



43 -কোন ধরনের লেন্স বস্তুর প্রতিবিম্ব, সর্বদা অসদ্ প্রকৃতির গঠন করে??


উওর= অবতল লেন্স বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসদ্ প্রকৃতির গঠন করে।। 



44 - আলোর বিচ্ছুরণ কাকে বলে??


উওর= সাদা আলো প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যম এর মধ্য দিয়ে গেলে, সেই সাদা আলো সাতটি আলাদা আলাদা রঙে ভেঙ্গে যায়।। এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে।



45- আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।।


উওর= আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হল রংধনু



46 -সাদা আলোয় উপস্থিত কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে??


উওর= সাদা আলোয় উপস্থিত লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি।।



47-  সাদা আলোয় উপস্থিত কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?? 

উওর = সাদা আলোয় উপস্থিত বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম।।।



48 -বিপদ সংকেত হিসেবে কোন আলো ব্যবহার করা হয়??


উওর= বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয়।।



49- সাদা আলোর বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী কী?


উওর= সাদা আলোর বর্ণালীর, প্রান্তিক বর্ণ দুটি হল বেগুনী ও লাল।।



50 -প্রাথমিক বর্ণ কী কী??


উওর= প্রাথমিক বর্ণ গুলি হল লাল, নীল, সবুজ।


51- শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন??


উওর=  শূন্য মাধ্যমে সকল আলোর গতিবেগ সমান বলে আলোর বিচ্ছুরণ হয় না।।


52- আলোর বিক্ষেপের তীব্রতা ও তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করেছিলেন, কোন বিজ্ঞানী??


উওর=  আলোর বিক্ষেপের তীব্রতা ও তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করেছিলেন বিজ্ঞানী র‍্যালে।।



53- আকাশকে নীল দেখানোর কারণ কী??


উওর=  আলোর বিক্ষেপণ এর জন্য আকাশকে নীল দেখায়।



54- চাঁদের আকাশ দিনের বেলায় কোন রঙের দেখায়?


উওর= চাঁদের আকাশ দিনের বেলায় কালো রঙের দেখায়।



মাধ্যমিক ভৌতবিজ্ঞান আলো

• দশম শ্রেণির ভৌতবিজ্ঞান আলো

• দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর 2022

• ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

• আলো অধ্যায়ের প্রশ্ন উত্তর

• wb class 10 physical science

• wb class 10 physical science question answer in bengali

• class 10 physical science question answer

•  class 10 physical science short question answer


🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶


      দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর
wb class 10 physical science question answer in bengali



🔷দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোগকারী রেখাটি হল________।

✅ দর্পণের প্রধান অক্ষ।।


🔷সমান্তরাল কাচ ফলকের ফোকাস দৈর্ঘ্য______।

✅ অসীম।।


🔷 বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য________ পায়।

✅ বৃদ্ধি।।


🔷- উত্তল দর্পণে বস্তুর যেখানে রাখা হোক না কেন গঠিত প্রতিবিম্ব বস্তু অপেক্ষা _______হয়

✅ ছোটো

🔷অবতল দর্পণ হলো একটি _________দর্পণ

✅ অভিসারী


🔷________দর্পণ সেভিং মিরর হিসেবে ব্যবহৃত হয়।

✅ অবতল।


🔷গাড়ির হেডলাইটে________ দর্পণ ব্যবহৃত হয়।

✅ অবতল


🔷দর্পণের খুব কাছে আঙ্গুর রাখলে যদি গঠিত প্রতিবিম্বটি বড় হয়,তবে দর্পণ টি হলো ____ দর্পণ

✅ অবতল।।


🔷 শূন্য মাধ্যম সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমের _____প্রতিসরাঙ্ক বলে।

✅ পরম।


🔷____________ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়।।

✅ লম্ব আপাতনের।।


🔷প্রতিসরণে ________বর্ণের আলোকরশ্মির চুতি সবচেয়ে বেশি।।

✅ বেগুনি।।


🔷 আলোর প্রতিসরণে__________বর্ণের আলোকরশ্মি চ্যুতি সবচেয়ে কম।।

✅ লাল।।



🔷 প্রতিসরণের জন্য চ্যুতির পরিমাণ সর্বোচ্চ হয়,যখন আপতন কোণের মান _______ হয়।।

✅ 90°।।



🔷 প্রতিসরাঙ্কের কোনো _________নেই।

✅একক।


🔷জলের মধ্যে বায়ুর বুদবুদ______লেন্সের মতো কাজ করে।।

✅ অবতল।।


🔷_________লেন্সকে বিবর্ধক লেন্স হিসেবে ব্যবহার করা হয়।।

✅ উওল।।



🔷_________লেন্সে বস্তু অপেক্ষা তার প্রতিবিম্ব সর্বদাই ছোট হয়।।

✅ অবতল।।




🔷_________ মধ্য দিয়ে আলো চোখে প্রবেশ করে।

✅ কর্নিয়া।।



🔷________ চোখে আলো প্রবেশ এর মাত্রা নিয়ন্ত্রণ করে।

✅ আইরিশ।



🔷 তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক ____ যায়।

✅ বেড়ে।।


🔷 সূর্যের আলোয় লাল ও নীল কাচের প্লেটকে একসঙ্গে রাখলে _____  দেখায়।।
✅ কালো।।



🔷শূন্যস্থানে ও ও অন্য একটি মাধ্যমে আলোর বেগ যথাক্রমে c ও v হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে________ 

✅ c/v।।


🔷 প্রয়োজনমতো চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে, চোখের সামনে বিভিন্ন দূরত্বে থাকা বস্তুকে রেটিনায় ফোকাসিতে করার ক্ষমতাকে
বলে_______।

✅  চোখের উপযোজন।।


🔷আলোর প্রতিসরণের সময়______অপরিবর্তিত থাকে।

✅ কম্পাঙ্ক।।


🔷______ জন্য দিনের বেলায় আকাশকে নীল দেখায়।

✅ আলোর বিক্ষেপণের।


🔷আলো হলো_________ তরঙ্গ।

✅ তড়িৎচুম্বকীয়।।


⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫


  দশম শ্রেণীর মাধ্যমিকের ভৌত বিজ্ঞান বইয়ের আলো অধ্যায়টিকে খুব সহজ ভাবে বোঝার জন্য- Som's Classroom এর ভিডিও গুলো দেখুন। 👇👇




 



একটি মন্তব্য পোস্ট করুন

4মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top