মাধ্যমিক: দশম শ্রেণির ভৌতবিজ্ঞানের আলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর।। Wb Class 10 Physical Science Question and Answer ||
wb madhyamik physical science suggestion
আলো অধ্যায়ের প্রশ্ন উত্তর দশম শ্রেণী |
Topics of Today's Post -
• মাধ্যমিক ভৌতবিজ্ঞান আলো
• দশম শ্রেণির ভৌতবিজ্ঞান আলো
• দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর 2022
• ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর
• আলো অধ্যায়ের প্রশ্ন উত্তর
• wb class 10 physical science
• wb class 10 physical science question answer in bengali
• class 10 physical science question answer
• class 10 physical science short question answer
আলো অধ্যায়ের প্রশ্ন উওর | আলো অধ্যায়ের বড় প্রশ্ন উওর | দশম শ্রেণির ভৌতবিজ্ঞান প্রশ্ন উওর | দশম শ্রেণির ভৌতবিজ্ঞান আলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর।।
1- সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত??
• অসীম
• যেকোনো দৈর্ঘ্যের হতে পারে
• শূন্য
• কোনোটিই নয়
✅উওর : অসীম
2- কোন প্রকার দর্পণে, গঠিত প্রতিবিম্ব সর্বদা অসদ্ প্রকৃতির হয়??
• অবতল দর্পণ
• উত্তল দর্পণ
• সমতল দর্পণ
• কোনোটিই নয়
উওর: সমতল দর্পণে।।
3- মোটর গাড়ির ভিউফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়-
• উত্তল দর্পণ
• অবতল দর্পণ
• সমতল দর্পণ
• কোনোটিই নয়
✅উওর: উত্তল দর্পণ
4- দাড়ি কামাবার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়??
• উত্তল দর্পণ
• অবতল দর্পণ
• সমতল দর্পণ
• কোনোটিই নয়
✅উওর : অবতল দর্পণ
5-অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোন বস্তু থাকলে তার কীরুপ প্রতিবিম্ব গঠিত হবে??
• সদ্ ও বিবর্ধিত
• অসদ্ ও খর্বকায়
• অসদ্ ও বিবর্ধিত
• সদ্ ও খর্বকায়
✅উওর: সদ্ ও বিবর্ধিত
6- অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী কোন রশ্মি, অবতল দর্পণের প্রতিফলনের পর সেই রশ্মিটি কোন পথ দিয়ে ফিরে যাবে??
• একই পথে ফিরে যাবে
• প্রধান অক্ষের সমান্তরাল ভাবে ফিরে যাবে
• মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাবে
• মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে
✅উওর: একই পথে ফিরে যাবে।।
7-দাঁতের ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করে??
• উত্তল দর্পণ
• অবতল দর্পণ
• সমতল দর্পণ
• কোনোটিই নয়
✅উওর: অবতল দর্পণ
8- কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসদ্ হয়??
• উত্তল দর্পণ
• অবতল দর্পণ
• সমতল দর্পণ
• কোনোটিই নয়
✅উওর: উত্তল দর্পণ
9- কোন দর্পণ বস্তু অপেক্ষা বৃহত্তর প্রতিবিম্ব গঠন করতে পারে??
• অবতল দর্পণ
• উত্তল দর্পণ
• সমতল দর্পণ
• কোনোটিই নয়
✅উওর: অবতল দর্পণ
11-গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ - r, এবং ফোকাস দৈর্ঘ্য f -এর মধ্যে সম্পর্ক কী??
• r= 2f
• f=2r
• f=r
• r= 3f
✅উওর: r= 2f
12-কোন আপাতন কোনের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়??
• 90°
• 60°
• 30°
• 0°
✅উওর: 0°
13- কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোন কত হবে??
• 0°
• 60°
• 90°
• 45°
✅ উওর: 0°
14- মাধ্যম পরিবর্তন করলে আলোর দিক পরিবর্তন হয়।। এই ঘটনা কে কি বলা হয়??
• আলোর প্রতিসরণ
• আলোর প্রতিফলন
• আলোর বিচ্ছুরণ
• কোনোটিই নয়
✅উওর: আলোর প্রতিসরণ
15- আলোর প্রতিসরণ এ কোন জিনিসটি অপরিবর্তিত থাকে??
• আলোর গতিবেগ
• আলোর তরঙ্গদৈর্ঘ্য
• আলোর কম্পাঙ্ক
• আলোর বিস্তার
✅উওর: আলোর কম্পাঙ্ক
16- আলোক কেন্দ্র দিয়ে যাওয়া আলোকরশ্মির বিচ্যুতি হলো-
• 45 ডিগ্রি
• 60 ডিগ্রি
• 30 ডিগ্রি
• 0 ডিগ্রি
✅উওর: 0 ডিগ্রি
17- প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক, সেটি হল -
• লাল
• হলুদ
• বেগুনি
• সবুজ
✅উওর: বেগুনি
18- নিচের বর্ণ গুলির মধ্যে কোন বর্ণটির তরঙ্গদৈর্ঘ্য সবচাইতে বেশি??
• লাল
• হলুদ
• বেগুনি
• সবুজ
✅উওর: লাল
19- নিচের বর্ণ গুলির মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম???
• সবুজ
• হলুদ
• বেগুনি
• লাল
✅উওর: বেগুনি
20- লাল নীল সবুজ ও হলুদ আলো গুলির মধ্যে কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে কম???
• সবুজ
• নীল
• হলুদ
• লাল
✅উওর: লাল
21- একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে।। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে??
• সদ্ ও অবশীর্ষ
• অসদ্ ও অবশীর্ষ
• অসদ্ ও সমশীর্ষ
• সদ্ ও সমশীর্ষ
✅উওর: অসদ্ ও সমশীর্ষ
22- কোন অবতল দর্পণের ক্ষেত্রে কোনো বস্তু, বক্রতা কেন্দ্রে থাকলে, সেই বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে??
* ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝখানে
* বক্রতা কেন্দ্র ও অসীম দূরত্বের মাঝখানে
* অসীমে
* বক্রতা কেন্দ্রে
✅উওর: বক্রতা কেন্দ্রে
23- ক্যামেরায় কোন প্রকৃতির প্রতিবিম্ব গঠিত হয়??
• সদ্ ও অবশীর্ষ
• অসদ্ ও অবশীর্ষ
• অসদ্ ও সমশীর্ষ
• সদ্ ও সমশীর্ষ
✅উওর: সদ্ ও অবশীর্ষ
24-মানুষের চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে হয়-
• বড় ও উল্টো
• ছোট ও উল্টো
• বড়ো ও সোজা
• ছোট ও সোজা
✅উওর: ছোট ও উল্টো
25- মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে স্পষ্ট দূরত্বের নূন্যতম দূরত্ব কত??
• 25 সেমি
• 25 মিটার
• 2.5 সেমি
• 2.5 মিটার
✅উওর: 25 সেমি
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের ওপর মকটেস্ট দিতে হলে নিচের লিঙ্কে ক্লিক করো 👇
26- একজন সুস্থ মানুষের সুস্থ চোখের দূরবিন্দুর মান কত??
• 2.5 সেমি
• 2.5 মিটার
• 100মিটার
• অসীম
✅উওর: অসীম
27- কোন জোড়টি, সাদা আলোর বিশুদ্ধ বর্ণালির দুটি প্রান্তিক বর্ণ??
• লাল ও বেগুনি
• লাল ও সবুজ
• বেগুনি ও কমলা
• নীল ও আকাশি
✅উওর: লাল ও বেগুনি।।
28- প্রথম আলো গুলির মধ্যে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম??
• লাল
• কমলা
• বেগুনি
• সবুজ
✅উওর: লাল
29- নিচের আলো গুলো মধ্যে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি??
• লাল
• কমলা
• বেগুনি
• সবুজ
✅উওর: বেগুনি
30- আলোর কোন ধর্মের জন্য আকাশকে নীল দেখায়???
• আলোর বিক্ষেপণ
• আলোর প্রতিফলন
• আলোর প্রতিসরণ
• আলোর ব্যতিচার
✅উওর: আলোর বিক্ষেপণ
31- আলোর বর্ণ কোন জিনিসের উপর নির্ভর করে??
• আলোর কম্পাঙ্ক
• আলোর তরঙ্গদৈর্ঘ্য
• আলোর বেগ
• আলোর বিস্তার
✅উওর: আলোর তরঙ্গদৈর্ঘ্য
আলো অধ্যায়ের প্রশ্ন উওর | আলো অধ্যায়ের বড় প্রশ্ন উওর | দশম শ্রেণির ভৌতবিজ্ঞান প্রশ্ন উওর | দশম শ্রেণির ভৌতবিজ্ঞান আলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর।।
1-সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব কীরুপ প্রতিবিম্ব গঠিত হয়??
উওর= সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসদ্ প্রকৃতির হয়।
2- গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়??
উওর= গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়।।
3- কোন দর্পণ কে অভিসারী দর্পণ বলা হয়??
উওর= অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয়।
4- কোন দর্পণকে অপসারী দর্পণ বলা হয়??
উওর= উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয়।।
5- মোটর গাড়ির ভিউফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়???
উওর = মোটর গাড়ির ভিউফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।।
6- গোলীয় দর্পণের ক্ষেত্রে তার বক্রতা(r) ব্যাসার্ধ এবং ফোকাস(f) দৈর্ঘ্যর মধ্যে সম্পর্কটি কী?
উওর= গোলীয় দর্পণের ক্ষেত্রে তার বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যর মধ্যে সম্পর্কটি হলো
- r = 2f
7- দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন??
উওর = অবতল দর্পণ
8- রাস্তায় বৈদ্যুতিক বাতির প্রতিফলক হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়??
উওর= রাস্তায় বৈদ্যুতিক বাতির প্রতিফলক হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।।
9- কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র বিস্তৃত হয়??
উওর= উত্তল দর্পণের।।
10- দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়???
অথবা,
সেভিং মিরর হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়??
উওর= অবতল দর্পণ
11- সোলার কুকারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়??
উওর= সোলার কুকারে অবতল দর্পণ ব্যবহৃত হয়।।
12- প্রিজমের মোট কয়টি তল থাকে??
উওর =প্রিজমের মোট পাঁচটি তল থাকে
13- প্রিজমের মধ্যে কয়টি আয়তাকার তল ও কয়টি ত্রিভুজাকার তল থাকে?
উওর= প্রিজম এর মধ্যে তিনটি আয়তাকার তল, এবং দুইটি ত্রিভুজাকার তল থাকে।।
14- পরম প্রতিসরণাঙ্ক কাকে বলে??
উওর= শূন্য মাধ্যম সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলে।।
15- হীরক ও কাঁচের মধ্যে কার প্রতিসরাঙ্ক ও বেশি?
উওর= হীরক ও কাচের মধ্যে হীরকের প্রতিসরাঙ্ক বেশি।।
16*** শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত??
উওর= শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হলো - 3×10-8 m/s
17- আলোকরশ্মির এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করার সময় আলোর গতির যে অভিমুখের পরিবর্তন হয়,,সেই ঘটনাকে কী বলে??
উওর= এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করার সময় আলোকরশ্মির গতির অভিমুখে পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়
18- আলোর প্রতিসরণের কয়টি সূত্র আছে ??
উওর = আলোর প্রতিসরণের প্রধানত দুটি সূত্র আছে।।
19- আলোর প্রতিসরণের কোন সূত্রটি স্নেলের সূত্র নামে পরিচিত??
উওর= আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি স্নেলের সূত্র নামে পরিচিত।
20- আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আলোর প্রতিসরণ ঘটে কেন??
উওর= আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আলোর প্রতিসরণ ঘটে, এর কারণ হলো তখন আলোর বেগের পরিবর্তন হয়! এজন্য আলোর প্রতিসরণ ঘটে
21- প্রতিসরাঙ্কের একক কী?
উওর= প্রতিসরাঙ্কের কোনো একক নেই।।
22- আয়তাকার কাঁচের স্ল্যাবে, কোন আলোক রশ্মি আপতিত হলে,আপতিত রশ্মি ও নির্গম রশ্মির মধ্যে চ্যুতি কোণ কত হয়???
উওর= আয়তাকার কাঁচের স্ল্যাবে, কোন আলোক রশ্মি আপতিত হলে,আপতিত রশ্মি ও নির্গম রশ্মির মধ্যে চ্যুতি কোণ কত হয় 0°।
23- কাচের প্রতিসরাঙ্ক এর মান কোন বর্ণের আলোর জন্য সবচেয়ে কম হয়??
উওর= কাচের প্রতিসরাঙ্ক এর মান লাল বর্ণের আলোর জন্য সবচেয়ে কম হয়।।
24- দুটি মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে, কোনো আলোকরশ্মির চ্যুতি কত??
উওর=দুটি মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে, কোনো আলোকরশ্মির চ্যুতি 0 হয়।।
25- কোন ধরনের আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়??
উওর= লম্ব আপাতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়।।
26- সরল ক্যামেরাতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়??
উওর= সরল ক্যামেরার উত্তল লেন্স ব্যবহার করা হয়।।
27- ক্যামেরার কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়??
উওর= ক্যামেরার ফ্লিম - এ, বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়।।
28- ক্যামেরায় কিসের সাহায্যে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়??
উওর= ক্যামেরায় ডায়াফ্রামের সাহায্যে আলোর প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়
29- ক্যামেরা কিসের সাহায্যে আলোকসম্পাতকাল নিয়ন্ত্রণ করা হয়??
উওর= ক্যামেরা শাটার- এর সাহায্যে আলোকসম্পাত কাল নিয়ন্ত্রণ করা হয়
30- লেন্সের ক্ষমতার একক কী?
উওর= লেন্সের ক্ষমতার একক হল ডায়প্টার
31- একটি লেন্সের ফোকাস কয়টি??
উওর= একটি লেন্সের ফোকাস দুইটি।।
মুখ্য ফোকাস এবং গৌণ প্রকাশ
32- মানুষের চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়??
উওর= মানুষের চোখের রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়।।
33- বিবর্ধক কাচ হিসেবে কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয়??
উওর= বিবর্ধক কাচ হিসাবে উত্তল লেন্স নেওয়া হয়
34- কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়???
উওর= উওল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়।।
35- কোন ধরনের লেন্সকে অপসারী লেন্স বলা হয়??
উওর= অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়।
36- সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ কে অভিসারী আলোকরশ্মিগুচ্ছে পরিণত করতে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়??
উওর= উত্তল লেন্স ব্যবহার করা হয়।।
37- একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হল।। ওই বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে??
উওর= ওই বস্তুটির প্রতিবিম্ব অসীমে গঠিত হবে।।
38- বস্তুর কোন অবস্থানে উত্তল লেন্স বস্তুর অসদ প্রতিবিম্ব উৎপন্ন করে??
উওর= যদি বস্তুটিকে উত্তল লেন্সের আলোককেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখা যায়, তাহলে উত্তল লেন্স বস্তুটির অসদ্ প্রতিবিম্ব উৎপন্ন করবে।।
39- স্বাভাবিক চোখের দূরবিন্দু কোথায় অবস্থিত??
উওর= স্বাভাবিক চোখের দূরবিন্দু অসীমে অবস্থিত
40- স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্ব কত??
উওর= স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্ব হলো প্রায় 25 সেমি।
41- কোন ধরনের লেন্স এর সাহায্যে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা হয়???
উওর = উত্তল লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি( হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়া) প্রতিকার করা হয়।।
42- কোন ধরনের লেন্স এর সাহায্যে নিকট দৃষ্টি( মায়োপিয়া) প্রতিকার করা হয়??
উওর= অবতল লেন্সের সাহায্যে নিকটদৃষ্টি বা মায়োপিয়া রোগ প্রতিকার করা হয়।।
43 -কোন ধরনের লেন্স বস্তুর প্রতিবিম্ব, সর্বদা অসদ্ প্রকৃতির গঠন করে??
উওর= অবতল লেন্স বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসদ্ প্রকৃতির গঠন করে।।
44 - আলোর বিচ্ছুরণ কাকে বলে??
উওর= সাদা আলো প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যম এর মধ্য দিয়ে গেলে, সেই সাদা আলো সাতটি আলাদা আলাদা রঙে ভেঙ্গে যায়।। এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে।
45- আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।।
উওর= আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হল রংধনু
46 -সাদা আলোয় উপস্থিত কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে??
উওর= সাদা আলোয় উপস্থিত লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি।।
47- সাদা আলোয় উপস্থিত কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম??
উওর = সাদা আলোয় উপস্থিত বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম।।।
48 -বিপদ সংকেত হিসেবে কোন আলো ব্যবহার করা হয়??
উওর= বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয়।।
49- সাদা আলোর বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী কী?
উওর= সাদা আলোর বর্ণালীর, প্রান্তিক বর্ণ দুটি হল বেগুনী ও লাল।।
50 -প্রাথমিক বর্ণ কী কী??
উওর= প্রাথমিক বর্ণ গুলি হল লাল, নীল, সবুজ।
51- শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন??
উওর= শূন্য মাধ্যমে সকল আলোর গতিবেগ সমান বলে আলোর বিচ্ছুরণ হয় না।।
52- আলোর বিক্ষেপের তীব্রতা ও তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করেছিলেন, কোন বিজ্ঞানী??
উওর= আলোর বিক্ষেপের তীব্রতা ও তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করেছিলেন বিজ্ঞানী র্যালে।।
53- আকাশকে নীল দেখানোর কারণ কী??
উওর= আলোর বিক্ষেপণ এর জন্য আকাশকে নীল দেখায়।
54- চাঁদের আকাশ দিনের বেলায় কোন রঙের দেখায়?
উওর= চাঁদের আকাশ দিনের বেলায় কালো রঙের দেখায়।
• মাধ্যমিক ভৌতবিজ্ঞান আলো
• দশম শ্রেণির ভৌতবিজ্ঞান আলো
• দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর 2022
• ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর
• আলো অধ্যায়ের প্রশ্ন উত্তর
• wb class 10 physical science
• wb class 10 physical science question answer in bengali
• class 10 physical science question answer
• class 10 physical science short question answer
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶
দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর
- wb class 10 physical science question answer in bengali
🔷দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোগকারী রেখাটি হল________।
✅ দর্পণের প্রধান অক্ষ।।
🔷সমান্তরাল কাচ ফলকের ফোকাস দৈর্ঘ্য______।
✅ অসীম।।
🔷 বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য________ পায়।
✅ বৃদ্ধি।।
🔷- উত্তল দর্পণে বস্তুর যেখানে রাখা হোক না কেন গঠিত প্রতিবিম্ব বস্তু অপেক্ষা _______হয়
✅ ছোটো
🔷অবতল দর্পণ হলো একটি _________দর্পণ
✅ অভিসারী
🔷________দর্পণ সেভিং মিরর হিসেবে ব্যবহৃত হয়।
✅ অবতল।
🔷গাড়ির হেডলাইটে________ দর্পণ ব্যবহৃত হয়।
✅ অবতল
🔷দর্পণের খুব কাছে আঙ্গুর রাখলে যদি গঠিত প্রতিবিম্বটি বড় হয়,তবে দর্পণ টি হলো ____ দর্পণ
✅ অবতল।।
🔷 শূন্য মাধ্যম সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমের _____প্রতিসরাঙ্ক বলে।
✅ পরম।
🔷____________ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়।।
✅ লম্ব আপাতনের।।
🔷প্রতিসরণে ________বর্ণের আলোকরশ্মির চুতি সবচেয়ে বেশি।।
✅ বেগুনি।।
🔷 আলোর প্রতিসরণে__________বর্ণের আলোকরশ্মি চ্যুতি সবচেয়ে কম।।
✅ লাল।।
🔷 প্রতিসরণের জন্য চ্যুতির পরিমাণ সর্বোচ্চ হয়,যখন আপতন কোণের মান _______ হয়।।
✅ 90°।।
🔷 প্রতিসরাঙ্কের কোনো _________নেই।
✅একক।
🔷জলের মধ্যে বায়ুর বুদবুদ______লেন্সের মতো কাজ করে।।
✅ অবতল।।
🔷_________লেন্সকে বিবর্ধক লেন্স হিসেবে ব্যবহার করা হয়।।
✅ উওল।।
🔷_________লেন্সে বস্তু অপেক্ষা তার প্রতিবিম্ব সর্বদাই ছোট হয়।।
✅ অবতল।।
🔷_________ মধ্য দিয়ে আলো চোখে প্রবেশ করে।
✅ কর্নিয়া।।
🔷________ চোখে আলো প্রবেশ এর মাত্রা নিয়ন্ত্রণ করে।
✅ আইরিশ।
🔷 তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক ____ যায়।
✅ বেড়ে।।
🔷 সূর্যের আলোয় লাল ও নীল কাচের প্লেটকে একসঙ্গে রাখলে _____ দেখায়।।
✅ কালো।।
🔷শূন্যস্থানে ও ও অন্য একটি মাধ্যমে আলোর বেগ যথাক্রমে c ও v হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে________
✅ c/v।।
🔷 প্রয়োজনমতো চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে, চোখের সামনে বিভিন্ন দূরত্বে থাকা বস্তুকে রেটিনায় ফোকাসিতে করার ক্ষমতাকে
বলে_______।
✅ চোখের উপযোজন।।
🔷আলোর প্রতিসরণের সময়______অপরিবর্তিত থাকে।
✅ কম্পাঙ্ক।।
🔷______ জন্য দিনের বেলায় আকাশকে নীল দেখায়।
✅ আলোর বিক্ষেপণের।
🔷আলো হলো_________ তরঙ্গ।
✅ তড়িৎচুম্বকীয়।।
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫
দশম শ্রেণীর মাধ্যমিকের ভৌত বিজ্ঞান বইয়ের আলো অধ্যায়টিকে খুব সহজ ভাবে বোঝার জন্য- Som's Classroom এর ভিডিও গুলো দেখুন। 👇👇
খুব ভাল লাগল স্যার
উত্তরমুছুনSir 3 number ar question gulo din
উত্তরমুছুন3/3 no question gulo dile khub valo hoto
উত্তরমুছুনSir 3 number er question gulo dile khub valo hoto..plz sir ektu ogulo deoar chesta korben
উত্তরমুছুন