ভারত ( প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ) অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর || ভারত প্রাকৃতিক অর্থনৈতিক ও পরিবেশ অধ্যায়ের 110 + গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর
ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ প্রশ্ন উওর |
আজকের এই পোস্টের মাধ্যমে আমরা দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় - ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের থেকে প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন-উত্তর শেয়ার করবো।। যেহেতু দশম শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় - ভারত প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়টি অনেক বড়ো একটি অধ্যায়, সেজন্য আমরা এই ভারত প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলাদা আলাদা পোস্টের মাধ্যমে শেয়ার করবো। এর পরবর্তী পোস্টের মাধ্যমে আমরা ভারত প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ অধ্যায়টির সমস্ত 2 নম্বরের প্রশ্ন উত্তর শেয়ার করবো।।
ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ || দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উওর || ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ প্রশ্ন উওর || দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর || দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় || ক্লাস 10 ভূগোল প্রশ্ন উত্তর || ক্লাস 10 ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর || class 10 geography chapter 5 question answer || class 10 geography chapter 5 question answer in Bengali || Class 10 Geography Chapter 5 Notes in Bengali
ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ প্রশ্ন উওর
🔶 ভারতের উত্তরতম অংশ ও দক্ষিণতম অংশের গুলির নাম কী??
✅ ভারতের উত্তরতম অংশ হল ইন্দিরা কল এবং ভারতের দক্ষিণতম অংশ হল ইন্দিরা পয়েন্ট।
🔶 ভারতের পশ্চিমতম স্থান এর নাম কী??
✅ ভারতের পশ্চিম তম স্থান হল গুহার মুটার ( গুজরাটে অবস্থিত)
🔶 ভারতের পূর্বতম স্থান এর নাম কী??
✅ ভারতের পূর্বতম স্থান হলো কিবিথু
🔶 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কোনটি?
✅ কন্যাকুমারিকা অন্তরীপ
🔶 ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত?
✅ ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো 82 ( এখানে সাড়ে 82° হবে!! কিন্তু সেটা এখানে টাইপ করা সম্ভব নয়।।। তাই তোমরা মনে রেখো, যে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হল সাড়ে 82 ডিগ্রি পূর্ব)
🔶 ক্ষেত্রফলের বিচারে ভারত পৃথিবীতে কত নম্বর স্থানে রয়েছে??
✅ ক্ষেত্রফলের বিচারে ভারতের সপ্তম স্থানে রয়েছে।
🔶 ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কী?
✅ ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম হল র্যাডক্লিফ লাইন।
🔶 ভারত ও চীনের সীমারেখার নাম কী??
✅ ভুটান থেকে অরুণাচল পর্যন্ত ভারত ও চীনের সীমারেখার নাম হল ম্যাকমোহন লাইন।
🔶 পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখার নাম কী?
✅ পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখার নাম হল ডুরান্ড লাইন।
🔶 বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি?
✅ বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা হল 29 টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল কোন সাতটি।
🔶 ক্ষেত্রফলে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি??
✅ ক্ষেত্রফলে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান
🔶 ক্ষেত্রফলের ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?
✅ ক্ষেত্রফলের ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া
🔶 ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি??
✅ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ
🔶 ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি??
✅ আন্দামান ও নিকোবর হলো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল
🔶 ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি??
✅ ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হল উত্তর প্রদেশ।
🔶 ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি??
✅ ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হল সিকিম
🔶 ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?
✅ ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল বিহার।।
🔶 ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি??
✅ ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল অরুণাচল প্রদেশ।
🔶 ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী?
✅ চান্ডিগড় হলো সেই কেন্দ্রশাসিত অঞ্চল, যা পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী।
🔶 ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী রয়েছে?
✅ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে " পক প্রণালী " রয়েছে।
🔶 পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী??
✅ পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল " ভাবুলমালা "।
🔶 পশ্চিমঘাট পর্বতের অপর নাম কী??
✅ সহয়াদ্রি।
🔶 পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী??
✅ পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল " জিন্দাগারা "
🔶 পূর্বঘাট পর্বতের অপর নাম কী??
✅ পূর্বঘাট পর্বতের অপর নাম হল মলয়াদ্রি।।
🔶 কারাকোরাম পর্বতের অপর নাম কী??
✅ কারাকোরাম পর্বতের অপর নাম হল কৃষ্ণগীরি
🔶 ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী?
✅ ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম হল গডউইন অস্টিন বা K2 ( 8611m)
🔶 হিমালয় অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী??
✅ হিমালয় অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা (8595 মিটার)।
🔶 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী??
✅ আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ।
🔶 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
✅ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল সান্দাকফু (2636 মি)
🔶 ভারতের দক্ষিণতম পর্বতের নাম কী?
✅ কার্ডামাম হলো ভারতের দক্ষিণতম পর্বত।
🔶 নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি??
✅ দোদাবেতা হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ।
🔶 ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী??
✅ ভারতের বৃহত্তম হিমবাহের নাম হল সিয়াচেন
🔶 ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি??
✅ ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হল আরাবল্লি পর্বত।
🔶 আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি??
✅ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল গুরুশিখর।
🔶 ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী??
✅ ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হল লাডাক মালভূমি।
🔶 কাশ্মীর উপত্যকার অবস্থান কোথায়??
✅ পিরপাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝে কাশ্মীর উপত্যকায় অবস্থান।
🔶 ভারতের উচ্চতম সড়ক সেতু কোনটি??
✅ ভারতের উচ্চতম সড়ক সেতু হল খারদুংলা।
🔶 হিমালয়ের নবীনতম অংশ কোনটি?
✅ শিবালিক হিমালয় হল হিমালয়ের নবীনতম অংশ।
🔶 হিমালয়ের উচ্চতম অংশ কোনটি??
✅ হিমাদ্রি হিমালয় বা গ্রেট হিমালয় হল হিমালয়ের সবচেয়ে উঁচু অংশ।।।
🔶 শিবালিক ও হিমাচল এর মাঝে যে হতাশা সৃষ্টি হয় তাকে কী বলা হয়??
✅ দুন বলা হয়।
🔶 মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ কোনটি??
✅ শিলং মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ।
🔶 পঞ্চ নদের দেশ বলা হয় কাকে??
🔶 কোন রাজ্যকে পঞ্চ নদের দেশ বলা হয়
✅ পাঞ্জাব রাজ্যকে পঞ্চ নদের দেশ বলা হয়।।
🔶 দোয়াব কাকে বলে?
✅ সিন্ধু সমভূমির মধ্যবর্তী অঞ্চলে নদীর নবীন পলিমাটি দ্বারা গঠিত সমভূমিকে দোয়াব বলা হয়।
🔶 উচ্চগঙ্গা সমভূমির নবীন পলি গঠিত অঞ্চলকে কি বলা হয়??
✅ উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি গঠিত অঞ্চল খাদার নামে পরিচিত।।
🔶 ভারতের প্রাচীন পলি গঠিত সমভূমিকে কি বলা হয়??
✅ ভাঙ্গার ( অনেক বইতে ভাগার বলা আছে )
🔶 পাঞ্জাবের নবীন পলিগঠিত সমভূমি কি নামে পরিচিত??
🔶 পাঞ্জাবে নতুন পলি গঠিত সমভূমি কে কি বলা হয়??
✅ পাঞ্জাবের নবীন পলিগঠিত সমভূমি " বেট "নামে পরিচিত।
🔶 ধায়া কাকে বলে?? ধায়া কী??
✅ সিন্ধু সমভূমির মধ্যবর্তী অঞ্চলের প্লাবনভূমি ধায়া নামে পরিচিত।।
🔶 খোশ কাকে বলে??
✅ সিন্ধু সমভূমির উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশকে খোশ বলা হয়।।
🔶 এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি??
✅ এশিয়ার বৃহত্তম লেগুন এর নাম হলো চিলকা।।
🔶 কুমায়ুন হিমালয় হিমাবাহ দ্বারা সৃষ্ট হ্রদ গুলিকে কি বলা হয়??
✅ কুমায়ুন হিমালয় হিমালয় দ্বারা সৃষ্ট হ্রদ গুলিকে " তাল " বলা হয়।
🔶 কাকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়??
✅ তামিলনাডুর উপকূল বা করমন্ডল কে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়।।
🔶 কাকে ভারতের শস্য ভান্ডার বলা হয়??
✅ উত্তর ভারতের সমভূমি কে ভারতের শস্য ভান্ডার বলা হয়।।
🔶 ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখ।
✅ " লুনি " হলো ভারতের একটি অন্তর্বাহিনী নদী
🔶 রাজস্থানে লবণাক্ত হ্রদ গুলিকে কি বলা হয়??
✅ রাজস্থানের লবণাক্ত হ্রদগুলিকে স্থানীয় ভাষায় ধান্দ বলা হয়।।
🔶 ধ্রিয়ান কী??
✅ থর মরুভূমির চলমান বালিয়াড়ি গুলিকে " ধ্রিয়ান " বলা হয়।।
🔶 মরুস্থলি কথার অর্থ কি??
✅ মরুস্থলি কথার অর্থ হল মৃতের দেশ।
🔶 " কচ্ছ " শব্দের অর্থ কি?
✅ " কচ্ছ " শব্দের অর্থ হলো জলময় দেশ।
🔶 ভারতের দীর্ঘতম কয়াল কোনটি??
🔶 ভারতের দীর্ঘতম কয়ালের নাম কি??
✅ মালাবার উপকূলের " ভেম্বানাদ হলো " দীর্ঘতম কয়াল।
🔶 রোহি কি?
✅ রাজস্থানের কৃষিযোগ্য প্লাবনভূমি " রোহি" পরিচিত।
🔶 ভারতের খনিজ ভান্ডার বলা হয় কাকে??
✅ ছোটনাগপুর মালভূমি কে ভারতের খনিজ ভান্ডার বলা হয়।
• ভারতের জল সম্পদ
🔶 উৎপত্তিস্থলে গঙ্গা নদীর নাম কী?
✅ উৎপত্তি স্থলে গঙ্গা নদীর নাম হল ভাগীরথী।
🔶 কোন দুই নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত?
🔶 কোন দুটি নদীর মিলনের ফলে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে??
✅ ভাগীরথী ও অলকানন্দার মিলনের ফলে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে।
🔶 গঙ্গার প্রধান উপনদী কোনটি?
✅ যমুনা
🔶 গঙ্গার প্রধান শাখা নদী কোনটি?
✅ ভাগিরথী - হুগলি
🔶 ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
✅ যোগ বা গেরসোপ্পা।
🔶 ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত?
✅ সাংপো নামে পরিচিত
🔶 ব্রহ্মপুত্র নদের উৎস স্থল কোথায়?
✅ তিব্বতের মানস সরোবর নিকট চেমায়ুং দুং নামক হিমবাহ থেকে।
🔶 ব্রহ্মপুত্র নদ ভারতে কি নামে প্রবেশ করেছে?
✅ প্রথম অংশে সিয়ং ও পরের অংশে ডিহং নামে প্রবেশ করেছে।
🔶 কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়?
✅ গোদাবরী বা কাবেরী।
🔶 শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?
✅ কাবেরী নদী তে
🔶 কোন মরুভূমিতে লুনি নদী প্রবাহিত হয় ?
✅ ভারতের থর মরুভূমিতে
🔶 হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত??
✅ হিরাকুদ বাঁধটি মহানদী নদীর উপর অবস্থিত।
🔶 কোন নদীর মোহনায় কোন বদ্বীপ নেই??
✅ নর্মদা নদীতে ( বেশিরভাগ পশ্চিম বাহিনী নদী গুলিতে কোন বদ্বীপ নেই )
🔶 বিশ্বের উচ্চতম লবণাক্ত জলের হ্রদের নাম কি?
✅ প্যাংগং হ্রদ।
🔶 ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি?
✅ উলার হ্রদ।
🔶 স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি?
✅ দামোদর ভ্যালি কর্পোরেশন
🔶 ভাকরা- নাঙ্গাল কোন নদীর উপর নির্মিত পরিকল্পনা?
✅ শতদ্রু নদীর উপর নির্মিত পরিকল্পনা
🔶 নর্মদা নদীতে অবস্থিত একটি জলপ্রপাত এর নাম লেখ।
✅ ধুয়াধার জলপ্রপাত
🔶 মালাবার উপকূলের হ্রদগুলিকে কি বলা হয়?
✅ কয়াল বলা হয়
🔶 ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি?
✅ ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ হল সম্বর হ্রদ
🔶 ভারতের বৃহত্তম সেচ খাল কোনটি?
✅ ভারতের বৃহত্তম সেচ খাল হল ইন্দিরা গান্ধী সেচ খাল।
🔶 ভারতের উচ্চতম নদী বাঁধ কোনটি?
✅ ভারতের উচ্চতম নদী বাঁধ হলো তেহরি বাঁধ।
🔶 ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি??
✅ ভাকরা- নাঙ্গাল
🔶 কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়??
✅ দামোদর নদী কে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়
🔶 কোন নদীর নদী পরিকল্পনা অনুসারে দামোদর নদী পরিকল্পনা করা হয়েছে?
✅ টেনেসি নদীর বহুমুখী পরিকল্পনা অনুসারে দামোদর নদীর বহুমুখী পরিকল্পনা করা হয়েছে।
ভারতের জলবায়ু
🔶 মৌসুমী শব্দের অর্থ কি?
✅ মৌসুমী শব্দের অর্থ হলো ঋতু
🔶 কালবৈশাখী ঝড় অসমে কি নামে পরিচিত?
✅ কালবৈশাখী ঝড় অসমে বরদৈছিলা নামে পরিচিত
🔶 ভারতের কোথায় আম্রবৃষ্টি দেখা যায়??
✅ দক্ষিণ ভারতে আম্রবৃষ্টি দেখা যায়
🔶 ভারতের শুষ্কতম স্থান কোনটি?
✅ রাজস্থানের বালান হলো ভারতের শুষ্কতম স্থান
ভারতের মৃত্তিকা
🔶 ভারতের সবচেয়ে বেশি অঞ্চলজুড়ে কোন মৃত্তিকা অবস্থান করে??
✅ পলি মৃত্তিকা
🔶ভারতের কোন প্রকার মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ??
✅ কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে একদম আদর্শ।।
🔶 কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি?
✅ কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা
🔶 কোন মৃত্তিকার জল ধারণ ক্ষমতা সবচাইতে বেশি??
✅ কৃষ্ণ মৃত্তিকার জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি
🔶 ভারতের কোথায় মরু গবেষণা কেন্দ্র রয়েছে?
✅ রাজস্থানের যোধপুর এ
ভারতের স্বাভাবিক উদ্ভিদ
🔶 কোন প্রকার উদ্ভিদ ভারতে সব চাইতে বেশি দেখা যায়?
✅ আদ্র ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ
🔶ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম লেখো
✅ অরুণাচল প্রদেশ বা মনিপুর ( যেকোনো একটি)
🔶 ভারতের কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়।
✅ গুজরাটের গির অরণ্য সিংহ দেখতে পাওয়া যায়
🔶 পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?
✅ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম হল সুন্দরবন
🔶 ভারতের সর্বাপেক্ষা অরণ্যাবৃত অঞ্চল কোনটি?
✅ উপদ্বীপীয় মালভূমি অঞ্চল
🔶 ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি অরণ্য আচ্ছাদন রয়েছে?
✅ মধ্যপ্রদেশ
🔶 ভারতের কত শতাংশ অংশ জুড়ে অরণ্য রয়েছে?
✅ 21% অঞ্চল জুড়ে
🔶 ভারতের প্রধান অরণ্য গবেষণা গারটি কোথায় রয়েছে??
✅ উত্তরাখণ্ডে দেরাদুন এ
🔶 কোন দিনটিকে বিশ্ব অরণ্য দিবস হিসেবে পালন করা হয়?
✅ 21 শে মার্চ
🔶 কোন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়?
✅ 5 ই জুন
🔶 অরণ্য সপ্তাহ পালিত হয় কবে??
✅ 14 থেকে 21 জুন পর্যন্ত
ভারতের কৃষি
🔶 ভারতের ধানের ভান্ডার বলা হয় কাকে?
✅ পশ্চিমবঙ্গে বর্তমান কে
🔶 কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয়?
✅ ধানকে
🔶 ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম?
✅ কর্ণাটক
🔶 হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
✅ পাঞ্জাব
🔶 ভারতের কোথায় ধান গবেষণাগারটি রয়েছে?
✅ উড়িষ্যার কটক এ
🔶 ভারতের জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম?
✅ মহারাষ্ট্র
🔶 হেক্টর প্রতি চা উৎপাদনে কোন রাজ্য প্রথম??
✅ কর্ণাটক
🔶 ভারতের চা গবেষণাগার টি কোথায় অবস্থিত?
✅ অসমের জোড়হাট এ
🔶 ভারতের পাট গবেষণাগার টি কোথায় অবস্থিত?
✅ ব্যারাকপুরে
🔶 ভারতের কেন্দ্রীয় কৃষি বিদ্যালয় টি কোথায় অবস্থিত??
✅ মনিপুরের ইম্ফলে
🔶 কাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়?
✅ এম এস স্বামীনাথন কে
🔶 কোন ফসলকে সোনালী তন্তু বলে?
✅ পাট কে সোনালী তন্তু বলে।
ভারতের শিল্প
🔶 কাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়??
✅ আমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়।
🔶 কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়?
✅ কোয়েম্বাটুর কে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়।
🔶 ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কারখানা কোনটি?
✅ টাটা আয়রন এন্ড স্টীল কোম্পানি
🔶 ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত কারখানা কোনটি?
✅ ইন্ডিয়ান আয়রন এন্ড স্টীল কোম্পানি
🔶 ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি?
✅ ভিলাই স্টিল প্লান্ট
🔶 ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কেন্দ্র কোনটি?
✅ দুর্গাপুর হলো ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কেন্দ্র
🔶 কাকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়?
✅ কানপুর কে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়
🔶 কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়।
✅ পেট্রোকেমিক্যাল শিল্প কে আধুনিক শিল্প দানব বলা হয়
🔶 ভারতের বৃহত্তম পেট্রো কেমিক্যাল প্রকল্প কোনটি?
✅ জামনগর
🔶 পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল কী কী?
✅ পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল হলো খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস বা পেট্রোলিয়াম।
🔶 ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোথায় অবস্থিত?
✅ সালেমে অবস্থিত।
🔶 ভারতের প্রথম পেট্রোরসায়ন কেন্দ্র কোনটি?
🔶 ভারতের প্রাচীনতম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র কোনটি?
✅ ট্রমবে হলো ভারতের প্রাচীনতম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র।
🔶 কোন শিল্পকে সকল শিল্পের মেরুদন্ড বলা হয়?
✅ লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদন্ড বলা হয়।
🔶 কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়?
✅ চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়।
🔶 কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়?
✅ বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়।
🔶 কোন শহরকে ভারতের Tech City বলা হয়?
✅ পুনেকে ভারতের টেক সিটি বলা হয়
🔶 ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি?
✅ মারুতি উদ্যোগ লিমিটেড।
ভারতের জনসংখ্যা
🔶 ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি?
✅ কেরালায়
🔶 ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম নারী-পুরুষ অনুপাত দেখা যায়।
✅ কেরালায়
🔶 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত?
✅ 382 জন
🔶 কত বছর অন্তর অন্তর আদমশুমারি করা হয়?
✅ 10 বছর অন্তর অন্তর
🔶 ভারতের বৃহত্তম মহানগর কোনটি?
✅ মুম্বাই
🔶 মহানগরের ন্যূনতম লোক সংখ্যা কত?,
✅ 10 লক্ষের বেশি
ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা
🔶 সোনালী চতুর্ভুজ এর প্রধান চারটি শহর কোনগুলি??
✅ দিল্লি,কলকাতা,চেন্নাই ও মুম্বাই
🔶 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি?
✅ ন্যাশনাল হাইওয়ে 7 বা ন্যাশনাল হাইওয়ে 44।
🔶 ভারতের পূর্ব রেলের সদর দপ্তর কোথায়??
✅ কলকাতায়
🔶 ভারতের সর্ববৃহৎ বন্দর কোনটি??
✅ মুম্বাই বন্দর
🔶 ভারতের কোথায় প্রথম মেট্রোরেল চালু হয়েছিল?
✅ ভারতের কলকাতায় সর্বপ্রথম মেট্রোরেল চালু হয়েছিল
🔶 কাকে উন্নয়নের জীবনরেখা বলা হয়??
✅ জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়
🔶 ভারতের রেলপথের সূচনা হয়েছিল কবে??
✅ 1853 খ্রিস্টাব্দে
🔶 ভারতের জীবন রেখা বলা হয় কাকে??
✅ রেলপথ কে ভারতের জীবন রেখা বলা হয়
🔶 কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়
✅ মুম্বাই বন্দর কে ভারতের প্রবেশদ্বার বলা হয়
🔶 সোনালী চতুর্ভুজ এর মোট দৈর্ঘ্য কত??
✅ 5846 কিলোমিটার
🔶 ভারতে কত খ্রিস্টাব্দে বিমান চলাচল শুরু হয়েছিল??
✅ 1911 খ্রিস্টাব্দে ভারতে বিমান চলাচল শুরু হয়েছিল
🔶 ভারতের গভীরতম পোতাশ্রয় যুক্ত বন্দর কোনটি??
✅ উড়িষ্যার পারাদ্বীপ
🔶 ভারতের ব্যস্ততম সড়ক পথ কোনটি??
✅ ন্যাশনাল হাইওয়ে 2 বা NH2 হলো ভারতের ব্যস্ততম সড়ক পথ
🔶 হীরক চতুর্ভুজ কোন পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত??
✅ রেলপথ পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত
🔶 ভারতের একটি শুল্ক মুক্ত বন্দরের নাম লেখো।।
✅ গুজরাটের কান্ডালা হলো ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর।
🔶 ভারতের ব্যস্ততম ও বৃহত্তম বিমানবন্দর কোনটি?
✅ ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
🔶 কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়?
✅ কোচিন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়
🔶 ভারতের একটি পুনঃরপ্তানি বন্দরের নাম লেখো।
✅ কলকাতা বন্দর হলো ভারতের একটি পুনঃরপ্তানি বন্দর।
🔶 ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত?
✅ ভারতের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম খড়গপুরে অবস্থিত
🔶 ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়?
✅ জয়পুর কে ভারতের গোলাপি শহর বলা হয়।
🔶🔷🔶🔷🔶🔷🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর দেখতে নিচের লিঙ্কের ওপর ক্লিক করুন।
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇