35+ মানব মস্তিষ্ক ও মানব চক্ষু সম্পর্কিত প্রশ্ন উওর || জীবজগতে নিয়ন্ত্রণ সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উওর 2025

0


35+ মানব মস্তিষ্ক ও মানব চক্ষু সম্পর্কিত প্রশ্ন উওর || জীবজগতে নিয়ন্ত্রণ সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উওর


এই ব্লগ পোস্টে দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ সমন্বয় অধ্যায়ের মানব মস্তিষ্ক ও মানব চক্ষু সম্পর্কিত 35 টি ছোটো প্রশ্ন উওর শেয়ার করা হবে। human brain and human eye related bangla questions and answers- যারা পেতে চাইছো, তাদের জন্য আজকের এই ব্লগ পোস্ট।।

35+ মানব মস্তিষ্ক ও মানব চক্ষু সম্পর্কিত প্রশ্ন উওর || জীবজগতে নিয়ন্ত্রণ সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উওর 2024

1) মস্তিষ্কের গহ্বর কে  কি বলা হয়?

উ- মস্তিষ্কের গহ্বর কে নিলয় ভেন্ট্রিকল বলা হয়।।

2) মস্তিষ্কের কোন অংশ দেহের চাপ চাপ এবং স্পর্শ প্রভৃতির প্রেরক স্থান?

উ- থ্যালামাস।

3) গুরু মস্তিষ্কের ব্রোকা অঞ্চলেরকাজ কি??

উ- গুরু মস্তিষ্কের ব্রোকা অঞ্চলের কাজ  হল কথা বলতে সাহায্য করা।।

4) মস্তিষ্কের কোন অংশ আমাদের শ্রবণ ও দর্শন নিয়ন্ত্রণ করে?

উ-  মধ্য মস্তিষ্ক আমাদের শ্রবণ ও দর্শন নিয়ন্ত্রণ করে  থাকে।।

5) মস্তিষ্কের কোন অংশ আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ?

উ-লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য করে।।

6) মস্তিষ্কের হাইপোথ্যালামাস এর কাজ গুলি কি কি?

উ-  প্রথমত হাইপোথ্যালামাসের কাজ হলো আমাদের দেহে জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করা।

দ্বিতীয়তঃ আমাদের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করা।

তৃতীয়তঃ আমাদের দেহে  ক্ষুধা, তৃষ্ণা, উত্তেজনা উদ্বেগ প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করা।

7) মস্তিষ্কের কোন অংশ রিলেস স্টেশন হিসেবে কাজ করে।

উ- থ্যালামাস মস্তিষ্কের রিলেস স্টেশন হিসেবে কাজ করে।

8) মস্তিষ্কের কোন অংশ আমাদের শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে??

উ- পনস্ বা যোজক মস্তিষ্ক আমাদের দেহের শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে।।

9) পনস্ , বা যোজক মস্তিষ্কের অপর নাম কি ?

উ-  পনস্ , বা যোজক মস্তিষ্কের অপর নাম সেতু  মস্তিষ্ক।।

10) সুষুম্না স্নায়ুর সংখ্যা কত?

উ- সুষুম্না স্নায়ুর সংখ্যা হল ৩১ জোড়া।।

11) সুষুম্না কান্ডের গহ্বর কে কী  বলা হয়?

উ- সুষুম্না কান্ডের গহ্বরকে কেন্দ্রীয় নালী বা  নিউরোসিল বলা হয় ।।

11) কিসের মাধ্যমে আমাদের দেহের প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয়?

উ- আমাদের দেহের প্রতিবর্ত ক্রিয়া প্রধানত আমাদের দেহের সুষুম্না কান্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।।

13) প্রতিবর্ত ক্রিয়া কথাটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেছিলেন?

উ-  বিজ্ঞানী শেরিংটোন সর্বপ্রথম প্রতিবর্তক্রিয়া কথাটি ব্যবহার করেছিলেন।।

14) কোন বিজ্ঞানী  প্রতিবর্ত ক্রিয়ার শ্রেণীবিন্যাস করেছিলেন?

উ- রুশ বিজ্ঞানী আইভ্যান প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়ার শ্রেণীবিন্যাস করেছিলেন।

15) প্রতিবর্ত ক্রিয়া কত প্রকারের এবং কী কী?

উ-  রুশ বিজ্ঞানী আইভান প্যাভলভ এর মতে প্রতিবর্ত ক্রিয়া দু'ধরনের হতে পারে ! -

▪ প্রথম হল- জন্মগত প্রতিবর্ত ক্রিয়া বা সহজাত প্রতিবর্ত ক্রিয়া ।।

▪ এবং দ্বিতীয়- অর্জিত প্রতিবর্ত ক্রিয়া বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া ।।

16) আমাদের চোখের সবচেয়ে বাইরের অংশটিকে কী বলা হয়??

উ - মানব চক্ষুর সবচেয়ে বাইরের অংশটিকে স্ক্লেরা বলা হয়।।

17) চোখের কোন অংশগুলি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে?

উ-  চোখের যে অংশগুলি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, তা হল- কর্নিয়া, অ্যাকুয়াস হিউমর ও ভিট্রিয়স হিউমর।।

18) অন্ধবিন্দু কী?

উ - চোখের, রেটিনার যে অংশে অপটিপ স্নায়ু মিলিত হয়েছে, সেই অংশে কোনো আলোক সুবেদী কোশ না থাকায় সেখানে কোনো বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়না। সেই অংশটিকেই অন্ধ বিন্দু বলা হয়।।

19) আমাদের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়??

উ- আমাদের চোখের রেটিনায় সবকিছুর প্রতিবিম্ব গঠিত হয়।।

20) রেটিনার কোন কোশ কম আলোতেও আলোকসুবেদী??

উ-রেটিনার রড কোশ  কম আলোতেও আলোকসুবেদী।।

21),রড কোশে কোন রঞ্জক থাকে?

উ - রেডোপ্ সিন রঞ্জক।।

22) চোখের কোন অংশ, চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে??

উ-অ্যাকুয়াস হিউমর চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে।।

23) লেন্স এর কাজ কী???

উ- লেন্সের কাজ হলো, আলোর প্রতিসরন ঘটিয়ে, রেটিনার ওপর প্রতিবিম্ব গঠনে সাহায্য করা বা রেটিনার ওপর ফোকাস সৃষ্টি করা।।

24) মায়োপিয়ার বা, নিকটদৃষ্টি রোগের ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়??

উ- মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হয়।।

25) হাইপারনেট্রোপিয়া, বা  দুরদৃষ্টি রোগের ক্ষেত্রে, কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে??

উ-হাইপারনেট্রোপিয়া, বা  দুরদৃষ্টি রোগের ক্ষেত্রে, উওল লেন্স ব্যবহার করা হয়ে থাকে।।

26) নিশাচর প্রানীরা অন্ধকারেও ভালো দেখতে পায় কেন??

উ- নিশাচর প্রানীদের চোখে রড কোশ বেশী থাকায় তারা অন্ধকারেও ভালো করে দেখতে পায়।।

27) অশ্রুতে উপস্থিত একটু জীবাণুনাশক উৎসেচকের নাম লেখো।

উ- অশ্রুতে উপস্থিত একটু জীবাণুনাশক উৎসেচক হল লাইসোজাইম।।

28) প্রধানত দ্বিনেএ দৃষ্টি কাদের মধ্যে দেখা যায়??

উ - প্রধানত বেশিরভাগ শিকারী প্রানীদের মধ্যেই দ্বিনেএ দৃষ্টি কাদের মধ্যে দেখা যায়।।

29) একনেএ দৃষ্টি কী??

উ-যখন একই সময়ে দুটি চোখ দিয়ে আলাদা আলাদা বস্তুর প্রতিবিম্ব দেখা, তখন সেই প্রকার দৃষ্টিকে একনেএ  দৃষ্টি বলা হয়। 

যেমন - গরু, ছাগল.

30) দ্বিনেএ দৃষ্টি কী??

উ- যখন একই সময়ে দুটি চোখ দিয়ে, একটি মাএ বস্তুর প্রতিবিম্ব দেখা, তখন সেই প্রকার দৃষ্টিকে দ্বিনেএ দৃষ্টি বলা হয়। 

যেমন - বাঘ, মানুষ।।

31) প্রেসবায়োপিয়া রোগের ক্ষেত্রে কোনো ধরনের লেন্স ব্যবহার করা হয়??

উ- প্রেসবায়োপিয়া রোগের ক্ষেত্রে বাইফোকাল বা প্রোগ্রেসিভ লেন্স ব্যবহার করা হয়।।

32) চোখের স্বাভাবিক দৃষ্টি কত? 

উ- একজন স্বাভাবিক মানুষের চোখের স্বাভাবিক দৃষ্টি ধরা হয় ২৫ সেমি। 

33) মায়োপিয়া ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?.

উওর : মায়োপিয়া রোগ দূর করতে অবতল লেন্স ব্যবহার করা হয়।

34) হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?

উওর ; হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি দূর করতে উত্তল লেন্স ব্যবহার করা হয়।।

35) উপযোজন কী বা কাকে বলে? 

উওর ; স্থান পরিবর্তন না করে ওকে অক্ষিগোলকের পেশি ও লেন্সের সাহায্যে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকেবস্পষ্টভাবে দেখা যায়, সেই দেখার ক্ষমতাকে উপযোজন বা অ্যাকোমোডেশন বলে।।


Taga ; মস্তিষ্ক সম্পর্কিত প্রশ্ন উওর | human brain questions and answers in bengali | human eye questions and answers class 10 in bengali | চোখ সম্পর্কিত প্রশ্ন উওর class 10 | চোখ সংক্রান্ত প্রশ্ন উওর | ক্লাস 10 চোখ সম্পর্কিত তথ্য 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top