অসুখী একজন কবিতার প্রশ্ন উওর | মাধ্যমিক " অসুখী একজন "- কবিতার প্রশ্ন উওর | মাধ্যমিক বাংলা প্রশ্ন উওর

1

 অসুখী একজন কবিতার প্রশ্ন উওর | মাধ্যমিক " অসুখী একজন "- কবিতার প্রশ্ন উওর | মাধ্যমিক বাংলা প্রশ্ন উওর 


অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর

আজকে আমরা শেয়ার করতে চলেছি ক্লাস টেনের অসুখী একজন কবিতার প্রশ্ন উওর এর প্রথম অংশ। আজকে আমরা দশম শ্রেণির অসুখী একজন কবিতার সমস্ত ছোট গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো mcq আকারে পোস্ট করবো। পরবর্তী পোস্টে আমরা দশম শ্রেণির অসুখী একজন কবিতার প্রশ্ন উওর এর দ্বিতীয় ভাগ পোস্ট করবো।।


অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর |অসুখী একজন কবিতার mcq


1 - অসুখী একজন কবিতাটির লেখক কে?? 

ক• নেফাতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো

খ• উইলিয়াম শেক্সপিয়র 

গ• রবীন্দ্রনাথ ঠাকুর 

ঘ• মাইকেল মধুসুদন দও

✅উওর : নেফাতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো



2 - কে " অসুখী একজন কবিতাটি " বাংলায় অনুবাদ করেছেন?? 

ক• নবারুণ ভট্টাচার্য্য 

খ• কালিদাস

গ•অর্ঘকুসুম দওগুপ্ত

ঘ• রবীন্দ্রনাথ ঠাকুর

✅উওর : নবারুণ ভট্টাচার্য্য 




3 - অসুখী একজন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?,

ক• The Extravargaria

খ• The Captain's  Verse

গ• The Yellow Heart 

ঘ• St Another Day

✅উওর : The Extravargaria




4 - অসুখী একজন কবিতাটি নবারুণ ভট্টাচার্য্যের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 

ক• বিদেশি ফুলে রক্তের ছিটে

খ• পৃথিবীর শেষ কমিউনিস্ট 

গ• ফ্যাটাডুর কুম্ভীপাক

ঘ• এই মৃত্যু  উপত্যকা আমার দেশ নয়

✅উওর : বিদেশি ফুলে রক্তের ছিটে



5 - পাবলা নেরুদা ছিলেন একজন ----

ক• চিলিয়ান কবি ও রাজনীতিবিদ 

খ• জার্মান কবি 

গ• রাশিয়ান কবি ও সাহিত্যিক

ঘ• ভারতীয় কবি ও সাহিত্যিক

✅উওর : চিলিয়ান কবি ও রাজনীতিবিদ 



6 - সে জানত না! -- সে কী জানত না?? 

ক• কথক আর কখনও ফিরে আসবেন না 

খ• কথক ফিরে আসবে

গ• কথক কবে আসবেন 

ঘ• কথক শীঘ্রই ফিরে আসবেন

✅উওর : কথক আর কখনও ফিরে আসবেন না 




7 -  " আমি তাকে ছেড়ে দিলাম। " - এখানে তাকে কোথায় ছেড়ে দেওয়া হয়েছে?? 

ক• দড়জায় 

খ• বারান্দায় 

গ• রাস্তায়

ঘ• যুদ্ধ ভুমিতে

✅উওর : দড়জায়



8 - সে জানত না! - এখানে সে কে?? 


ক• কবিতার কথক 

খ• কবির ভালোবাসার মানুষ ( কবির প্রেমিকা )

গ• গির্জার সেই নান

ঘ• সেই কুকুরটি

✅উওর : কবির ভালোবাসার মানুষ।




9- তারপর যুদ্ধ এল _______। 

ক• রক্তের বৃষ্টির মতো 

খ• রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো 

গ• ঝড়ের মতো 

ঘ• পাহাড়ের আগুনের মতো

✅উওর : রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো।



10 - তারা আর স্বপ্ন দেখতে পারলো না " - কারা স্বপ্ন দেখতে পারলো না?? 

ক• শান্ত-হলুদ দেবতারা

খ• শয়তানরা

গ• মানুষেরা

ঘ• সৈনিকরা 

✅উওর : শান্ত-হলুদ দেবতারা। 




11-  সব _____ হয়ে গেল, জ্বলে গেল আগুনে '

ক• বিচূর্ণ

খ• চূর্ণ

গ• শেষ 

ঘ• চুরমার 

✅উওর : চূর্ণ। 



12 - যুদ্ধের আগুনে কী জ্বলে চূর্ণ হয়ে গেল?? 

ক• প্রাচীন জলতরঙ্গ

খ• প্রাচীন মন্দির 

গ• প্রাচীন মূর্তি

ঘ• প্রাচীন ঘরবাড়ি 


✅উওর : প্রাচীন জলতরঙ্গ




13 - " দোমড়ানী লোহা, মৃত _______ মূর্তির বীভৎস মাথা। 

ক• পাথরের 

খ• সোনার

গ• রুপোর

ঘ• মাটির

✅উওর : পাথরের।




14 - হেঁটে গেল ______। 

ক• গির্জার এক নান

খ• কুকুর 

গ• কথক 

ঘ• কথকের প্রেমিকা

✅উওর : গির্জার এক নান 



15 - শান্ত- হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবে ছিলেন? 

ক• হাজার বছর 

খ• একশো বছর 

গ• পাঁচশো বছর 

ঘ• অনন্তকাল

✅উওর : হাজার বছর 




16 - অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি হল -- 

ক• গোলাপি

খ• হলুদ 

গ• নীল

ঘ• সবুজ 

✅উওর : গোলাপি।



17 - " বৃষ্টিতে ধুয়ে দিল _____পায়ের দাগ। "  -

ক• গির্জার সেই নানের

খ• আমার

গ• কুকুরটির

ঘ• কবির প্রেমিকার

✅উওর : আমার। 




18 -  কবিতায় " আমি " চরিত্রটি কোথায় ঘুমিয়েছিলেন? 

ক• ঝুলন্ত বিছানায় 

খ• গাছের ছায়ায় 

গ• ঘরের ভেতরে 

ঘ• বাড়ির পথে

✅উওর : ঝুলন্ত বিছানায় 




19 - কবিতায় শহর ধ্বংসের সাথে সাথে রক্তের দাগের রং কী হয়েছিল?? 

ক• লাল 

খ• গোলাপি

গ• কালো 

ঘ• নীল

✅উওর : কালো। 




20 - ______আর ______  খুন হলো। 

ক• শিশু, বাড়িরা

খ• কবি ও তার প্রিয় মানুষেরা

গ• কবি, সৈনিকরা 

ঘ• শিশু, দেবতারা 

✅উওর : শিশু, বাড়িরা।



21 - অসুখী একজন কবিতায় সেই মেয়েটি কার অপেক্ষায় দাড়িয়ে ছিলেন? 

ক• কবির 

খ• কবির বাকি পরিবারের 

গ• গির্জার সেই নান- এর 

ঘ• কারোর জন্যই নয়

✅উওর : কবির



22- অসুখী একজন কবিতায় রাস্তায় কী জন্মানোর কথা বলা হয়েছে? 

ক • তরুলতা

খ • বৃক্ষ

গ • ফল গাছ

ঘ • ঘাস 

✅উওর : ঘাস



24 - শান্ত- হলুদ দেবতারা ডুবে ছিলেন -- 

ক• ধ্যানে

খ• জলে 

গ• স্বপ্নে

ঘ• সমুদ্রে

✅উওর: ধ্যানে



25 -  " সেই মেয়েটির _____ হলো না "। এখানে কী না হওয়ার কথা বলা হয়েছে?? 

ক• মৃত্যু 

খ• অপেক্ষা শেষ 

গ• কবির সঙ্গে দেখা 

ঘ• বিয়ে 

✅উওর: মৃত্যু।


- অসুখী একজন কবিতার প্রশ্ন উওর - এর দ্বিতীয় পার্ট দেখতে নিচের লিঙ্ক ক্লিক করুন।

অসুখী একজন কবিতার প্রশ্ন উওর | অসুখী একজন কবিতার বড়ো প্রশ্ন উওর | মাধ্যমিক বাংলা প্রশ্ন উওর।





একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top