ইলবার্ট বিল কী?, ইলবার্ট বিল কাকে বলে? ইলবার্ট বিল আন্দোলন এবং ইলবার্ট বিল এর গুরুত্ব।

0

 ইলবার্ট বিল কী?, ইলবার্ট বিল কাকে বলে?  ইলবার্ট বিল আন্দোলন এবং ইলবার্ট বিল এর গুরুত্ব। 

ইলবার্ট কী / ইলবার্ট বিল বলতে কী বোঝায়? / ইলবার্ট বিল কাকে বলে ?

ইলবার্ট কী / ইলবার্ট বিল বলতে কী বোঝায়?


history question answer | history questions | history question and answer | Madhyamik 2022 | History Question answer 


ভূমিকা : লর্ড রিপন এর শাসনকাল এর আগে ভারতের আইনি ব্যবস্থায় আদালতে ভারতীয় বিচারপতিদের কোনো ইউরোপীয় অপরাধীর, অপরাধ অনুযায়ী তাকে শাস্তি প্রদান বা তার বিচার করার অধিকার ছিল না। আইনি ব্যবস্থায় এরকম বৈষম্য দূর করার জন্য লর্ড রিপন তার আইন সদস্য ইলবার্টকে একটি আইনি বিল তৈরি করতে বলেন যা " ইলবার্ট বিল "নামে পরিচিত।। 

ইলবার্ট বিল কী / ইলবার্ট বিল বলতে কী বোঝায়? / ইলবার্ট বিল কাকে বলে ? 

• ভারতের বড়লাট লর্ড রিপন এর শাসনকাল এর পূর্বে 1873 খ্রিস্টাব্দের ফৌজদারি আইন দ্বারা ভারতীয় বিচারব্যবস্থায় একটা অদ্ভুত আইনি ব্যবস্থা প্রচলিত ছিল। 1873 খ্রিষ্টাব্দ এই ফৌজদারি আইন দ্বারা কোনো ভারতীয় বিচারপতি আদালতে কোনো  ইউরোপীয় অপরাধীর অপরাধ অনুযায়ী, সেই অপরাধের আইন অনুসারে সেই অপরাধীর কোনো প্রকার বিচার বা শাস্তি প্রদান করতে পারতেন না। কিন্তু অন্যদিকে সকল ইউরোপীয় বিচারপতীরাই ভারতীয় অপরাধীদের অপরাধ অনুযায়ী নির্দিষ্ট আইন অনুযায়ী অপরাধীদের বিচার করতে পারতেন। আইনি ব্যবস্থা এরকম বৈষম্য দূর করার জন্য ভারতের ভাইসরয় লর্ড রিপন তার আইন সদস্য সি.পি. ইলবার্ট কে একটি আইনি বিল বা খড়সা তৈরি করতে বলেন। সি.পি ইলবার্টের তৈরি এই আইনি বিল বা খড়সাই ইলবার্ট বিল নামে পরিচিত। 


• ইলবার্ট বিল পাস হয়েছিল 1883-84 খ্রিস্টাব্দে। 


• ইলবার্ট বিল এর মাধ্যমে ভারতীয় বিচারপতিদের সেই আইনি অধিকার দেওয়া হয় যার মাধ্যমে ভারতীয় বিচারপতিরা আদালতে সকল ইউরোপীয় অপরাধীদের তার অপরাধ অনুযায়ী শাস্তি বিধান করতে পারবে বা বিচার করতে পারবে। 



ইলবার্ট বিল বিতর্ক : 

•  লর্ড রিপন এর শাসনকালে এই ইলবার্ট বিল পাস হওয়ার পর ভারতে বসবাসকারী ইউরোপীয়রা এর তীব্র নিন্দা ও সমালোচনা করতে শুরু করে। লর্ড রিপন ইলবার্ট বিল এর মাধ্যমে ভারতীয় বিচারব্যবস্থা বৈষম্য দূর করতে চেয়েছিলেন। এবং যা হয়তো একদিকে হয়েছিল। কিন্তু এটি ভারতীয়দের বিচারপতিদের কাছে সম্মানের বিষয় হলেও, ভারতে বসবাসকারী ইউরোপীয়দের কাছে এটা একটা অপমানের বিষয় ছিল। আদালতে ভারতীয় বিচারপতিদের কাছে বিচারপ্রার্থী হওয়ার ব্যপারটা ইউরোপীয়দের কাছে জাত্যাভিমানে আঘাত লাগার বিষয় ছিল। এজন্য ভারতে বসবাসকারী ইউরোপীয়রা শুরু থেকেই ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। 

নিচে দেওয়া লিঙ্ক গুলোর ওপর ক্লিক করে বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন উওর এবং সাজেশন গুলো দেখে নিতে পারেন। 👇


1- ইতিহাসের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর 


2- ইতিহাসের ধারণা অধ্যায়ের সমস্ত 2 নম্বরের প্রশ্ন ও উওর 


3-  সংস্কার :  বৈশিষ্ট্য ও পর্যালোচনা মাধ্যমিক ইতিহাস সাজেশন সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 


3.I - সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর | সংস্কার ব‍ৈশিষ্ট‍্য ও পর্যালোচনা অধ্যায়ের ২ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উওর 


4- প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশিন 


5-প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর | ২ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উওর 


6- সংঘবদ্ধতার গোড়ার কথা প্রশ্ন উওর ও সাজেশন 


7-  সংঘবদ্ধতার গোড়ার কথা - মাধ্যমিক গুরুত্বপূর্ণ সাজেশন || 2 Mark এর সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উওর সহকারে।।


8- বিকল্প চিন্তা ও উদ্যোগ ( উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথমভাগ পযর্ন্ত  ) - বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের প্রশ্ন উওর + মাধ্যমিক সাজেশন।।


9-  বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের সমস্ত 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর 



ইলবার্ট বিল আন্দোলন : 

1883- 84 খ্রিস্টাব্দে লর্ড রিপন এর শাসনকালে ইলবার্ট বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতে বসবাসকারী ইউরোপীয়দের মধ্যে এই ইলবার্ট বিলের তীব্র সমালোচনা ও বিরোধীরা হতে দেখা যায়। শেষমেষ ভারতে বসবাসকারী ইউরোপীয়রা লর্ড রিপন এর শাসনকালে ইলবার্ট বিল এর বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে। তাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করা। যাতে সরকার এই চাপে পরে ইলবার্ট বিল প্রত্যাহার করে নেয় বা ইলবার্ট বিল সংশোধন করে।। 


ইলবার্ট বিল এর সমর্থনে ভারত সভার আন্দোলন: 

- ইলবার্ট বিলের বিরুদ্ধে যখন ভারতে বসবাসকারী ইউরোপীয়রা ইলবার্ট বিল এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে, ঠিক সেইসময় ইলবার্ট বিল এর সমর্থনে 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত " ভারতসভা " ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন শুরু করে। সুরেন্দ্রনাথ সেনগুপ্ত এবং তার ভারতসভা বিভিন্নভাবে ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন করলেও,  শেষ পর্যন্ত সরকার ইউরোপীয়দের চাপে পড়ে ইলবার্ট বিল এর কিছুমাত্র সংশোধন করে। এবং এই আইন সংশোধনের মাধ্যমে এই ইলবার্ট বিল বিতর্কের সমাপ্তি ঘটে।


গুরুত্ব  : অনেকে মনে করেন যে ইলবার্ট বিল আইনি ব্যবস্থায় তার খুব বডো প্রভাব না ফেলতে পারলেও,  ভারতীয়দের মনে এই চিন্তা ভাবনার বীজ বপন করতে পেরেছিল যে, সঙ্ঘবদ্ধ আন্দোলন না করলে কোনো কিছু আদায় করা যায় না। তাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেশজুড়ে রাজনৈতিক সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন।। 


- পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top