আফ্রিকা কবিতার প্রশ্ন উওর | ক্লাস টেনের আফ্রিকা কবিতার প্রশ্ন উওর | দশম শ্রেণির আফ্রিকা কবিতার প্রশ্ন উওর



আফ্রিকা কবিতার প্রশ্ন উওর
আফ্রিকা কবিতার প্রশ্ন উওর 

আজকের এই পোস্টে আমরা ক্লাস টেনের " আফ্রিকা " কবিতার কিছু প্রশ্ন উওর শেয়ার করবো। আজকের এই পোস্টে দশম শ্রেণির আফ্রিকা কবিতা থেকে প্রায় সব ধরনের প্রশ্ন উওর থাকবে।
যেমন - আফ্রিকা কবিতার mcq, আফ্রিকা কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন উওর এবং সেই সঙ্গে থাকবে আফ্রিকা কবিতার বড় প্রশ্ন উত্তর। যেই সব প্রশ্ন উওর আমরা দিতে পারবো না সেগুলো সাজেশন হিসেবে দিয়ে দেওয়া হবে।।


আফ্রিকা কবিতার প্রশ্ন উওর | ক্লাস টেনের আফ্রিকা কবিতার প্রশ্ন উওর  | আফ্রিকা কবিতার বড় প্রশ্ন উওর
আফ্রিকা কবিতার mcq


1- "আফ্রিকা' কবিতার লেখক কে?

(ক) বিশ্বকবি

(খ) বিদ্রোহী কবি


(গ) কিশাের কবি

(ঘ) পদাতিক কবি

✅উওর : বিশ্বকবি


2- আফ্রিকা’ কবিতার মূলগ্রন্থের নাম কী-

(ক) গীতাঞ্জলি’

(খ) 'বলাকা'

(গ) সঞিতা’

(ঘ) সঞয়িতা

✅উওর : সঞয়িতা

3- “সেই হােক তােমার সভ্যতার শেষ পুণ্যবাণী” – সভ্যতার শেষ পুণ্যবাণী’ কী?? -[ME '18]

(ক) বিদ্বেষ ত্যাগ করাে

(খ) ক্ষমা করাে

(গ) ভালােবাসাে

(ঘ) মঙ্গল করাে

✅উওর : ক্ষমা করাে


4-- প্রদোষকাল ঝঞাবাতাসে রুদ্ধশ্বাস’- ‘প্রদোষ’ শব্দের অর্থ কী? –[ME '17]

(ক) সন্ধ্যা

(খ) ভাের

(গ) রাত্রি

(ঘ) দুপুর

✅উওর : সন্ধ্যা


5 - " স্রষ্টা যখন...... প্রতি অসন্তোষে "  -- স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিলেন??

ক• পৃথিবীর প্রতি

খ• মানুষের প্রতি

গ• নিজের প্রতি

ঘ• প্রকৃতির প্রতি

✅উওর : নিজের প্রতি


6 - আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল?

(ক) রুদ্র সমুদ্রের বাহু

(খ) ভয়ংকর সমুদ্রের বাহু

(গ) প্রলয় সমুদ্রের বাহু

(ঘ) ক্ষুব্ধ সমুদ্রের বাহু।

✅উওর : রুদ্র সমুদ্রের বাহু


7-বাঁধলে তােমাকে বনস্পতির নিবিড় --

(ক) অন্তঃপুরে

(খ) পাহারায়

(গ) বুকের ভিতরে

(ঘ) সৌন্দর্যে।

✅উওর : পাহারায়

8- আফ্রিকার অন্তঃপুরে আলাে ছিল –

(ক) প্রচুর

(খ) বেশি

(গ) কৃপণ

(ঘ) একটু কম

✅উওর : কৃপণ


9- নিভৃত অবকাশে আফ্রিকা চিনেছিল -

(ক) দুর্গমের রহস্য

(খ) জলস্থল-আকাশের দুর্বোধ সংকেত

(গ) প্রাকৃতিক রহস্য

(ঘ) রহস্য ও দুর্বোধ সংকেত

✅উওর : জলস্থল-আকাশের দুর্বোধ সংকেত


10- আফ্রিকা কীসের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল? -

(ক) অরূপের

(খ) কুরূপের

(গ) বিরূপের

(ঘ) সুরুপের

✅উওর : বিরূপের

11- আপনাকে উগ্র করে প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনিনাদে ---

(ক) যুগান্তরের

(খ) বিভীষিকার

(গ) মানবের

(ঘ) প্রলাপের

✅উওর : বিভীষিকার

12- অপরিচিত ছিল তােমার মানবরূপ' – কেন অপরিচিত ছিল?

(ক) কালাে ঘােমটার নীচে থাকার জন্য

(খ) পূর্বে পরিচিত ছিল না বলে

(গ) চিত্ত ছিল দৰ্পে, গর্বে অন্ধ

(ঘ) এদের কোনােটিই নয়

✅উওর : কালাে ঘােমটার নীচে থাকার জন্য


13 - বাষ্পকুল অরণ্যপথে’ – অরণ্যপথ বাষ্পকুল হওয়ার কারণ হল -

(ক) বর্ষার মেঘ

(খ) অত্যাচারীর ক্রন্দন

(গ) আবহাওয়ার জন্য

(ঘ) আফ্রিকার ভাষাহীন কান্না

✅উওর : আফ্রিকার ভাষাহীন কান্না


14- কবির সংগীতে বেজে উঠেছিল।” – কী বেজে উঠেছিল?

(ক) সংগীতের মূচ্ছনা

(খ) সুন্দরের আরাধনা

(গ) সুরের ঝংকার

(ঘ) রাগরাগিণী।

✅উওর : সুন্দরের আরাধনা


15- ‘আফ্রিকা’ কবিতায় পশ্চিম দিগন্ত' বলতে কী বােঝানাে হয়েছে??

(ক) আমেরিকা

(খ) এশিয়া

(গ) ইউরােপ

(ঘ) অস্ট্রেলিয়া

✅উওর : ইউরােপ

16- " এল ওড়া লোহার হাতকড়ি নিয়ে " -- ওরা কারা?

ক• ভারতীয়রা

খ• ইউরোপীয়রা

গ• আমেরিকারনরা

ঘ• মিশরীয়রা

✅উওর : ইউরোপীয়রা

17-  বীভৎস কাদার পিন্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার...... ( শূন্যস্থান পূরণ করো (

ক• অপমানিত ইতিহাসে

খ• মায়ের কোলে

গ• কৃপণ আলোর অন্তঃপুরে

ঘ• কালো ঘোমটার নিচে

✅উওর : অপমানিত ইতিহাসে

18- দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে "----  মানহারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে??

ক• বিশ্বমাতাকে

খ• ভারতবর্ষকে

গ• আফ্রিকাকে

ঘ• ছায়াবৃওকে

✅উওর : আফ্রিকাকে


19-  অরণ্যপথে ধুলি পঙ্কিল হল--

ক• রক্তে মিশে

খ• অশুতে মিশে

গ• ঘামে ভিজে

ঘ• রক্তে অশ্রুতে মিশে

✅উওর : রক্তে অশ্রুতে মিশে

20- ' শিশুরা খেলছিল.......... ' ( শূন্যস্থান )

ক• মায়ের কোলে

খ• পাড়ায় পাড়ায়

গ• বাষ্পাকুল অরণ্যপথে

ঘ• গুপ্ত গহ্বরে

✅উওর : মায়ের কোল।

আফ্রিকা কবিতার প্রশ্ন উওর | ক্লাস টেনের আফ্রিকা কবিতার প্রশ্ন উওর  | আফ্রিকা কবিতার বড় প্রশ্ন উওর | আফ্রিকা কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন উওর


1- "  এল ওরা লোহার হাতকড়ি নিয়ে।" - ওরা কারা?

উওর : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতার ওরা বলতে বোঝানো হয়েছে ঔপনিবেশিক অত্যাচারী ইউরোপীয়দের। যারা আফ্রিকার নিরহ মানুষগুলোকে বন্দি করে ক্রীতদাসে পরিণত করেছিল।

2 - আফ্রিকা কবিতাটি কার লেখা এবং এটি কবে প্রকাশিত হয়েছিল?

উওর : আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।। যেটি ১৩৪৩ বঙ্গাব্দে একটি সাময়িক পত্রিকায় প্রকাশিত হয়েছিল।


3 - " ছিনিয়ে নিয়ে গেলো তোমাকে,আফ্রিকা, - কে তাকে ছিনিয়ে নিয়ে গেল?

উওর :  রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় যখন স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে ছিলেন, তখন স্রষ্টা প্রাকৃতিক পটভূমি বদলানোর সময় সমুদ্র পৃথিবীর পূর্ব ভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল।

4 - " হায় ছায়াবৃত্ত " -আফ্রিকাকে ছায়াবৃত্ত বলার কারণ কী??

উওর : মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আফ্রিকা ছিল সেই সময়ের মানুষের জ্ঞানের আলো থেকে অনেকটাই দূরে। সেই সঙ্গে আফ্রিকা ছিল বনজঙ্গলে ঢাকা অতি দুর্গম, আদিম জঙ্গলাকীর্ণ প্রকৃতি যেখানে আধুনিক সমাজের আলো ঠিক ভাবে পৌঁছায় না। এজন্য আফ্রিকাকে ছায়াবৃত্ত বলা হয়েছে।

5 - " বিদ্রুপ করে ছিল ভীষণকে " - কিভাবে " বিদ্রুপ " করেছিল?

উওর :   রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় আফ্রিকা প্রতিকূলতার বেশ ধারণ করে প্রকৃতির ভয়ঙ্কর রূপ কে বিদ্রুপ করেছিল।


6 - আফ্রিকা কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উওর : পএকূট

আফ্রিকা কবিতার প্রশ্ন উওর | ক্লাস টেনের আফ্রিকা কবিতার প্রশ্ন উওর  | আফ্রিকা কবিতার বড় প্রশ্ন উওর | আফ্রিকা কবিতার রচনাধর্মী প্রশ্ন উওর


7-  " ছিনিয়ে নিয়ে গেলো তোমাকে।" -  তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? কে তাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল?? (1 + 2)

উওর : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় এখানে "তোমাকে " বলতে আফ্রিকা মহাদেশকে বোঝানো হয়েছে।

• আফ্রিকা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর আদিম পৃথিবীর " প্লেট টেকটোনিক তত্ত্ব " এর প্রতি ইঙ্গিত করে তিনি একথা বলেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতায় এই প্লেট টেকটোনিক তত্ত্বকে কবিতার ভঙ্গিতে দিয়ে তিনি বলেছেন যে রুদ্র সমুদ্র মূল ভূখন্ড থেকে আফ্রিকা মহাদেশকে ছিনিয়ে নিয়ে বনজংগলের নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তরালে নিক্ষেপ করেছে।


8 - " হায় ছায়াবৃত্ত " -  এখানে ছায়াবৃত্ত কে? তাকে ছায়াবৃত্ত বলার কারণ কী? (1+2)

উওর : রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আফ্রিকা কবিতায় ছায়াবৃত্ত হল আফ্রিকা মহাদেশ।

• ছায়াবৃত্ত বলতে আমরা বুঝি আলো - অন্ধকারের মাঝামাঝি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকাকে ইরানি ছায়া বৃত্ত বলেছেন যে আফ্রিকা মহাদেশ হলো এমন একটি মহাদেশ এটি বর্তমান সমাজের আধুনিক সভ্যতা ও জ্ঞানের আলো থেকে বহু দূরে রয়েছে। দুর্গম অন্যেরা আফ্রিকা মহাদেশের জ্ঞানের আলো পৌঁছাতে পারেনি।  প্রাকৃতিক বনজঙ্গল এবং দুর্গমতার কারণে উনিশ শতকের আগে পর্যন্ত আফ্রিকা ছিল একটি অপরিচিত অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এজন্য আফ্রিকাকে কবি ছায়াবৃত্ত বলে সম্বোধন করেছেন।

10- " চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।" - কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো।

উওর :  মূল ভূখন্ড থেকে অনেকটা দূরে আফ্রিকা মহাদেশ ছিল একটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। যেখানে বর্তমান সমাজের আধুনিক জ্ঞানের আলো পৌঁছাতে পারেনি। কিন্তু উনিশ শতকের পরে আফ্রিকা মহাদেশে, সভ্য বর্বর ইউরোপীয়রা তাদের ক্রীতদাস ধরে আনতে আফ্রিকায় পাড়ি দেয়। এবং এরপর আফ্রিকার সহজ-সরল ও নিরীহ মানুষগুলোর উপর চলতে থাকে আধুনিক বর্বর ইউরোপীয়দের বিভিন্ন অত্যাচার। তাদের অত্যাচারে আফ্রিকার নিরীহ মানুষগুলোর চোখের জল পথের ধুলো কাদায় পরিণত হয়। আফ্রিকা নিরীহ মানুষগুলোর চোখের জলে, রক্ত ও ঘামে ভিজে থাকা পথ ধরে উপেক্ষা ভরে হেটে যায় সভ্য দেশের বর্বর শাসকের দল।  আফ্রিকার ইতিহাসে চিরস্থায়ীভাবে আঁকা হয়ে যায় অপমানের চিহ্ন।


11 - " দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। "- কাকে দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবি বলার কারণ কী??

উওর : রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আফ্রিকা কবিতার  এই উদ্ধৃতাংশের কবি যুগান্তের কবি কে মানহারা মানবীর সামনে গিয়ে দাঁড়াতে বলেছেন। এখানে মানহারা মানবীর বলতে কবি আফ্রিকা মহাদেশকে বুঝিয়েছেন।

• কোভিদ আফ্রিকাকে মানহারা মানবীর বলার কারণ হলো সাম্রাজ্যবাদী শক্তির হাতে আফ্রিকার প্রাকৃতিক সম্পদ এবং আফ্রিকার নিরীহ ও অসহায় মানুষগুলো বারবার বিভিন্ন ভাবে অত্যাচারিত ও শোষিত হয়েছে। তাদের অত্যাচারে আফ্রিকার নিরীহ মানুষগুলো বারবার চোখের জল ফেলেছে।   আফ্রিকার মানুষ গুলোর চোখের জল, তাদের রক্ত ও তাদের শরীরের ঘামে আফ্রিকার পথ কর্দমাক্ত ও পিচ্ছিল ভূমিতে পরিণত হয়েছিল। সেই সঙ্গে আফ্রিকার আত্ম সম্মান ও মর্যাদা আধুনিক বর্বর  ইউরোপীয়দের শাষকদের পায়ের তলায় ধুলিসাৎ হয়েছে। এবং এভাবেই আফ্রিকা বার বার অপমানিত হয়েছে।।


- পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।


আফ্রিকা কবিতার বড় প্রশ্ন উওর | মাধ্যমিক বাংলা সাজেশন

•  'কৃপণ আলাের অন্তঃপুরে’ এবং অপমানিত ইতিহাসে’ আফ্রিকার যে চিত্র কবি অঙ্কন করেছেন তা স্পষ্ট করাে।

•  “হায় ছায়াবৃতা” – '
ছায়াবৃতা’ বলার কারণ কী? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখাে। [ME '17]

• ‘এল ওরা লােহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওদের নগ্নরূপের পরিচয় দাও। লােহার হাতকড়ি নিয়ে আসার তাৎপর্য কী?

• গর্বে যারা অন্ধ তােমার সূর্যহারা অরণ্যের চেয়ে’ – ‘তােমার’ বলতে কবি এখানে কাকে বুঝিয়েছেন? আলােচ্য অংশটির মধ্যে দিয়ে।
কবির অভিপ্রেত বক্তব্যটি বুঝিয়ে লেখাে।
নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষ। কারা, কীভাবে ‘আপন নির্লজ্জ অমানুষ’-র প্রকাশ ঘটিয়েছিল? তাদের সম্বন্ধে কবির কী

• 'সমুদ্রপারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়’ – কবিতায় কাদের পাড়ার কথা বলা হয়েছে? কোন মুহূর্তের কথা বলা হয়েছে? তাদের
পাড়ায় পাড়ায় কী ঘটছে?

• ‘এসাে যুগান্তের কবি’ – যুগান্তের কবি’ বলতে কী বােঝানাে হয়েছে? এ আহ্বানের তাৎপর্য কোথায় ?

• “দাড়াও ওই মানহারা মানবীর দ্বারে; বলাে ক্ষমা করাে।” – “মানহারা মানবী' কথাটি বলার কারণ কী? কেন তার কাছে ক্ষমা চাওয়ার
কথা বলা হয়েছে ?

• সেই হােক তােমার সভ্যতার শেষ পুণ্যবাণী’ – কোন্ প্রসঙ্গে এই উক্তি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করাে।

•  ‘এল মানুষ ধরার দল’ – ‘মানুষ ধরার দল’ বলতে কবি কাদের বুঝিয়েছেন? কবিতা অনুসরণে তাদের পরিচয় দাও।

• ‘আফ্রিকা' কবিতাটি রূপক কবিতা হিসেবে কতটা সার্থক? - তা আলােচনা করাে।

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন