একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর | রাজনৈতিক বিবর্তন : শাষনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর
একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর |
আজকের এই পোস্টে আমরা একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর তোমাদের সাথে শেয়ার করবো। আজকের এই পোস্টে একাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে আসতে পারে এমন কিছু mcq প্রশ্ন উওর সহকারে তোমাদের সাথে শেয়ার করছি। পরবর্তী পোস্টে রাজনৈতিক বিবর্তন : শাষনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা অধ্যায়ের বাকি সমস্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উওর শেয়ার করা হবে।।
একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর mcq | একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় | একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর | class 11 History question answer in Bengali | class 11 history questions and answers
1- প্রথমদিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল -
• ক্ষুদ্র
• মাঝারি
• বৃহৎ
• অতি ক্ষুদ্র
✅ উওর = ক্ষুদ্র
2- প্রাচীনকালে কোন দেশে পলিস বা নগর রাষ্ট্র গড়ে ওঠেছিল??
• গ্রিস
• পারস্য
• ভারত
• ইরান
✅ উওর - গ্রিসে
২০২২ সালের একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন দেখতে চাও? তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে সেই সমস্ত প্রশ্ন গুলো একবার দেখে নাও, যেগুলো তোমাদের সামনের পরিক্ষার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 👇👇
WB Class 11 History Suggestion 2022 || একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন ২০২২
3 - প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত -
• 4 হাজার
• 10 হাজার
• 5 হাজার
• 20 হাজার
✅ উওর : 5 হাজার
4- প্রাচীন গ্রিসে আনুমানিক কতগুলো পলিস ছিল??
• 100
• 1500
• 2500
• 3500
✅উওর : 1500
5 - এথেন্সে ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিল?
• আরকান
• ইফর
• অ্যাপোলো
• একলেজিয়া
✅ উওর : আরকান
6 - স্পার্টায় ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিল?
• আরকান
• ইফর
• অ্যাপোলো
• একলেজিয়া
✅উওর : ইফর
7- রামায়নে কয়েটি জনপদের উল্লেখ আছে??
• 27 টি
• 25 টি
• 15 টি
• 8 টি
✅উওর : 27 টি
8- মহাভারতে কয়েটি জনপদের উল্লেখ আছে??
• 25 টি
• 35 টি
• 15 টি
• 8 টি
✅উওর : 25 টি
9 - দক্ষিণ ভারতে অবস্থিত একমাএ মহাজন পদটির নাম ছিল -
• পাঞ্চাল
• বৃজি
• অস্মক
• গান্ধার
✅উওর : অস্মক
10- প্রাচীন ভারতে কয়টি মহাজন পদের অস্তিত্বের কথা জানা যায়?
• 6 টি
• 26 টি
• 16 টি
• 36 টি
✅উওর : 16 টি
11- বৃজি ও মল্ল নামের মহাজনপদ দুটু ছিল -
• রাজতান্ত্রিক
• প্রজাতান্ত্রিক
• অভিজাততান্ত্রিক
• স্বৈরাতান্ত্রিক
✅উওর : প্রজাতান্ত্রিক
12 - মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন -
• বিন্দুসার
• চন্দ্রগুপ্ত মৌর্য
• অশোক
• বৃহদ্রথ
✅ উওর : চন্দ্রগুপ্ত মৌর্য
13 - মৌর্য বংশের শেষ সম্রাট কে?
• বিন্দুসার
• চন্দ্রগুপ্ত মৌর্য
• অশোক
• বৃহদ্রথ
✅উওর : বৃহদ্রথ
14 - ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন -
• সেলুকাস
• কালিদাস
• সিসেরো
• মেগাস্থিনিস
✅উওর : মেগাস্থিনিস
15 - গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন -
• বিশাখদও
• পতঞ্জলি
• কালিদাস
• শূদ্রক
✅ উওর : কালিদাস
16 - ভারতের নেপোলিয়ন বলা হয় -
• সম্রাট অশোক - কে
• শ্রীগুপ্ত - কে
• দ্বিতীয়ত চন্দ্রগুপ্ত - কে
• সমুদ্রগুপ্ত - কে
✅উওর : সমুদ্রগুপ্ত - কে
17 - গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন -
• স্কন্দগুপ্ত
• শ্রীগুপ্ত
• দ্বিতীয়ত চন্দ্রগুপ্ত
• সমুদ্রগুপ্ত
✅উওর : শ্রীগুপ্ত
18 - ভারতের রমেশচন্দ্র মজুমদার যাকে " ভারতের রক্ষাকারী " বলে অভিহিত করেছেন! তিনি হলেন -
• স্কন্দগুপ্ত
• শ্রীগুপ্ত
• দ্বিতীয়ত চন্দ্রগুপ্ত
• সমুদ্রগুপ্ত
✅ উওর : স্কন্দগুপ্ত
19 - গুপ্ত বংশের শেষ রাজা কে?
• দ্বিতীয় জীবিত গুপ্ত
• শ্রীগুপ্ত
• দ্বিতীয়ত চন্দ্রগুপ্ত
• সমুদ্রগুপ্ত
✅ উওর : দ্বিতীয় জীবিত গুপ্ত
20 - প্রাচীন গ্রিসের নগর- রাষ্ট্র গুলির বৈশিষ্ট্য ছিল -
ক • ক্ষুদ্রায়তন
খ • স্বল্প জনসংখ্যা
গ• সুবিশাল সেনাদল
ঘ• একেশ্বরবাদ
✅ উওর : ক - ক্ষুদ্রায়তন, খ- স্বল্প জনসংখ্যা
( ক এবং খ সঠিক )
21 - গ্রিসের অন্যতম নগর - রাষ্ট্র ছিল -
ক • মাইসিনি
খ • এশিয়া মাইনর
গ • এথেন্স
ঘ • থিবস
✅ উওর : গ- এথেন্স, ঘ - থিবস
( গ এবং ঘ সঠিক)
22 - গ্রিসের নগর - রাষ্ট্র গুলির অন্যতম অংশ ছিল -
ক • অক্টোপলিস
খ • চোরা
গ • অ্যাগোরা
ঘ • নেক্রোপলিস
✅ উওর : অক্টোপলিস, চোরা ও অ্যাগোরা
( ক, খ ও গ সঠিক )
23 - পলিস গুলির শাষন কাঠামোর সঙ্গে যুক্ত ছিল -
• হেলাইয়া
• একলেজিয়া
• এপেলা
• নেক্রোপলিস
✅ উওর : হেলাইয়া
24 - পলিসের শাষনকেন্দ্রটিকে বলা হত -
• অ্যাক্রোপলিস
• চোরা
• অ্যাগোরা
• নেক্রোপলিস
✅ উওর : অ্যাক্রোপলিস
25 - পলিসের বাজার গুলিকে কী বলা হত?
• অ্যাক্রোপলিস
• চোরা
• অ্যাগোরা
• নেক্রোপলিস
✅উওর : অ্যাগোরা
26 - গ্রিক পলিসগুলিত ক্রীতদাসদের মধ্যে অন্যতম ছিল -
ক • মেটিক
খ • হেলট
গ • থিটিস
ঘ • ইফর
✅ উওর : হেলট ও থিটিস
( খ ও গ সঠিক )
27 - এথেন্সে ক্রীতদাসদের কী বলা হত?
• মেটিক
• হেলট
• থিটিস
• ইফর
✅ উওর : থিটিস
28 - স্পার্টায় ক্রীতদাসদের কী বলা হত?
• মেটিক
• হেলট
• থিটিস
• ইফর
✅ উওর : হেলট
29 : এথেন্সে বিদেশি নাগরিকদের বলা হত -
• মেটিক
• আরকান
• থিটিস
• ইফর
✅উওর : মেটিক
30 - প্রাচীন ভারতের অন্যতম মহাজনপদ ছিল -
• অস্মক
• মগধ
• মল্ল
• কাশী
✅ উওর : মগধ
31 - প্রাচীন গ্রিক নগর - রাষ্ট্র গুলিতে -
• বসবাসকারী সকলেই নাগরিকের অধিকার ভোগ করতো
• মহিলারা নাগরিক বলে গন্য হত না
• বিদেশিরা নাগরিকদের সমান অধিকার পেত
• ক্রীতদাসদের বিভিন্ন নাগরিক অধিকার ছিল
✅ উওর : মহিলারা নাগরিক বলে গন্য হত না
32 - রোমান সাম্রাজ্য ছিল -
• মধ্যেযুগের শ্রেষ্ঠ সাম্রাজ্য
• প্রাচীন বিশ্বের সর্ববৃহৎ সাম্রাজ্য
• একটি গ্রিক নগর-রাষ্ট্র
• খ্রিষ্টপূর্ব ষষ্ঠশতকে গড়ে ওঠা একটি সাম্রাজ্য
✅ উওর : প্রাচীন বিশ্বের সর্ববৃহৎ সাম্রাজ্য
33 - এথেন্সের জুরি আদালতের নাম ছিল -
• হেলাইয়া
• সমিতি
• আরকার
• ইফর
✅ উওর : হেলাইয়া
34 - পাহাড়ের শিখড়ে প্রতিষ্ঠিত পলিসের শাষনকেন্দ্রটি কী নামে পরিচিত ছিল -
• অ্যাক্রোপলিস
• চোরা
• অ্যাগোরা
• নেক্রোপলিস
✅ উওর : অ্যাক্রোপলিস
35 - মূলত _____ আক্রমণে পলিসগুলির পতন ঘটে।
• পারস্যের
• মিশরের
• ইরানের
• ম্যাসিডনের
✅ উওর : ম্যাসিডনের
36 - আর্য সমাজে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠতো -
• গোএ
• বিশ
• জনপদ
• মহাজনপদ
✅উওর : বিশ
37 - জনপদগুলির উত্থান ঘটে ___ থেকে।
• গোএ
• বিশ
• জনপদ
• মহাজনপদ
✅উওর : বিশ
38 - গোএ হল -
• কয়েকটি গ্রামের সমষ্টি
• কয়েকটি পরিবারের সমষ্টি
• কয়েকটি বিশের সমষ্টি
• কয়েকটি জনপদের সমষ্টি
✅উওর : কয়েকটি পরিবারের সমষ্টি
39 - মগধের রাজধানী ছিল -
• বারাণসী
• পাটলিপুএ
• ইন্দ্রপ্রস্থ
• চম্পা
✅ উওর : পাটলিপুএ
40 - জুলিয়াস সিজার নিহত হন ______ খ্রিস্টপূর্বে
• 44
• 88
• 22
• 66
✅ উওর : 44
41 - মেগাস্থিনিস ছিলেন -
• গ্রিক দূত
• পারসিক দূত
• চীনের দূত
• রোমান দূত
✅ উওর : গ্রিক দূত
42 - ____ যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়।
• মৌর্য
• কুষান
• গুপ্ত
• সাতবাহন
✅উওর : গুপ্ত
43 - প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল -
• 1526 খ্রিষ্টাব্দে
• 1857 খ্রিষ্টাব্দে
• 1757 খ্রিষ্টাব্দে
• 1503 খ্রিষ্টাব্দে
✅উওর : 1526 খ্রিষ্টাব্দে।
44 - মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন -
• জহিরুদ্দিন মহম্মদ বাবর
• হুমায়ূন
• আকবর
• শাহজাহান
✅ উওর : জহিরুদ্দিন মহম্মদ বাবর
45 - মোঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন -
• দ্বিতীয় বাহাদুর শাহ
• হুমায়ূন
• আকবর
• শাহজাহান
✅ উওর : দ্বিতীয় বাহাদুর শাহ
46 - মোঘল সাম্রাজ্যের পতন ঘটে -
• 1526 খ্রিষ্টাব্দে
• 1858 খ্রিষ্টাব্দে
• 1757 খ্রিষ্টাব্দে
• 1947 খ্রিষ্টাব্দে
✅উওর : 1858 খ্রিষ্টাব্দে
47 - অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল -
• 1299 খ্রিষ্টাব্দে
• 1526 খ্রিষ্টাব্দে
• 1922 খ্রিষ্টাব্দে
• 1757 খ্রিষ্টাব্দে
✅ উওর : 1299 খ্রিষ্টাব্দে
48 - অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন -
• সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট
• ওসমান
• মহম্মদ কিউপ্রিলি
• আস্মেৎ কিউপ্রিলি
✅উওর : ওসমান।
49 - খলিফা উপাধি ব্যবহার করতেন -
• মোঘল সম্রাটরা
• অটোমান সুলতানরা
• মৌর্য সম্রাটরা
• ম্যাসিডনীয় রাজারা
✅ উওর : অটোমান সুলতানরা
50 - অটোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল -
• 1299 খ্রিষ্টাব্দে
• 1526 খ্রিষ্টাব্দে
• 1922 খ্রিষ্টাব্দে
• 1757 খ্রিষ্টাব্দে
✅ উওর : 1922 খ্রিষ্টাব্দে
51 - অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান ছিলেন -
• সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট
• ওসমান
• মহম্মদ কিউপ্রিলি
• আস্মেৎ কিউপ্রিলি
✅উওর : সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট
52 - ভারতে ঘোড়ার পিঠে "ডাক " ব্যবস্থা চালু করেছিলেন -
• বাবর
• আকবর
• চন্দ্রগুপ্ত মৌর্য
• শেরশাহ
উওর : শেরশাহ।
53 - রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল -
• টাইবার নদীর তীরে
• টাইগ্রিস নদীর তীরে
• ইউফ্রেটিস নদীর তীরে
• নীলনদের তীরে
✅উওর : টাইবার নদীর তীরে।
54 - কে ম্যাসিডনীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন -
• তৃতীয় অ্যামিনটাস
• তৃতীয় আলেকজান্ডার
• দ্বিতীয় ফিলিপ
• তৃতীয় পারডিক্কাস
✅ উওর : তৃতীয় অ্যামিনটাস
55 - কোন ম্যাসিডনীয় রাজা ভারত আক্রমণ করেছিলেন?
• তৃতীয় অ্যামিনটাস
• তৃতীয় আলেকজান্ডার
• দ্বিতীয় ফিলিপ
• তৃতীয় পারডিক্কাস
✅ উওর : তৃতীয় আলেকজান্ডার।
56 - কোন মৌর্য সম্রাট কলিঙ্গ আক্রমণ করেছিলন?
• বিন্দুসার
• চন্দ্রগুপ্ত মৌর্য
• সম্রাট অশোক
• শ্রীগুপ্ত
✅ উওর : সম্রাট অশোক।
57 - নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
• ধননন্দ
• মহাপদ্ম নন্দ
• বৃহদ্রথ
• তৃতীয় আলেকজান্ডার
✅ উওর : মহাপদ্ম নন্দ
58 : নন্দ বংশের শেষ শাষক ছিলেন -
• ধননন্দ
• মহাপদ্ম নন্দ
• বৃহদ্রথ
• তৃতীয় আলেকজান্ডার
✅উওর : ধননন্দ
59 - কে জুলিয়াস সিজারকে হত্যা করেছিল?
• ব্রুটাস
• অগাস্টাস সিজার
• পারসিয়াস
• পঞ্চম ফিলিপ
✅ উওর : ব্রুটাস
60 - কত খ্রিষ্টাব্দে রোম সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল? -
• 1453 খ্রিষ্টাব্দে
• 753 খ্রিস্টপূর্বাব্দে
• 393 খ্রিস্টপূর্বাব্দে
• 537 খ্রিস্টপূর্বাব্দে
✅উওর : 753 খ্রিস্টপূর্বাব্দে
61 - কবে রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল?
• 1453 খ্রিষ্টাব্দে
• 753 খ্রিস্টপূর্বাব্দে
• 393 খ্রিস্টপূর্বাব্দে
• 537 খ্রিস্টপূর্বাব্দে
✅উওর : 1453 খ্রিস্টপূর্বাব্দে
62 - ভারতে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল?
• 324 খ্রিষ্টপূর্বাব্দে
• 323 খ্রিষ্টপূর্বাব্দে
• 260 খ্রিষ্টপূর্বাব্দে
• 273 খ্রিষ্টপূর্বাব্দে
✅উওর : 324 খ্রিষ্টপূর্বাব্দে
63 - সম্রাট অশোক কবে কলিঙ্গ আক্রমণ করেছিলেন?
• 324 খ্রিষ্টপূর্বাব্দে
• 323 খ্রিষ্টপূর্বাব্দে
• 260 -61 খ্রিষ্টপূর্বাব্দে
• 273 খ্রিষ্টপূর্বাব্দে
✅উওর : 260 -61 খ্রিষ্টপূর্বাব্দে
64 -সাঁচির স্তূপ হল -
• মৌর্য সাম্রাজ্যের সময়কালে নির্মিত
• গুপ্ত সাম্রাজ্যের সময়কালে নির্মিত
• মোঘল সাম্রাজ্যের সময়কালে নির্মিত
• ম্যাসিডনীয় সাম্রাজ্যের সময়কালে নির্মিত
✅ উওর : মৌর্য সাম্রাজ্যের সময়কালে নির্মিত।
65 - আর্যভট্ট ছিলেন
• মৌয সাম্রাজ্যের বিজ্ঞানী
• গুপ্ত যুগের বিজ্ঞানী
• নন্দ বংশীয় সময়কালের বিজ্ঞানী
• মোঘল সাম্রাজ্যের বিজ্ঞানী
✅ উওর : গুপ্ত যুগের বিজ্ঞানী
66 - হরিষেন ছিলেন ______।
• মৌয সাম্রাজ্যের বিজ্ঞানী
• গুপ্ত যুগের সভাকবি
• নন্দ বংশীয় সময়কালের সাহিত্যিক
• মোঘল সাম্রাজ্যের চিএকার
✅ উওর : গুপ্ত যুগের সভাকবি।
67 - সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট পলিস ছিল -
• থিবস
• আরগস
• এথেন্স
• অ্যাটিকা
✅ উওর : অ্যাটিকা
68- কৌটিল্য ছিলেন -
• চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী
• চন্দ্রগুপ্ত মৌর্যের রাজপুরোহিত
• চন্দ্রগুপ্ত মৌর্যের সেনাপতি
• চন্দ্রগুপ্ত মৌর্যের সভাকবি
✅উওর : চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী
--- পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
Sir happy diwali
উত্তরমুছুন