Class 10 Bangla Model Activity Task Part 7 | class 10 bangla model activity 

Class 10 Bangla Model Activity Task Part 7


আজকে এই পোস্টে আমরা ক্লাস টেনের October মাসে তোমাদের স্কুল থেকে যে Class 10 Bangla Model activity Task করতে দেওয়া হয়েছে, - সেই বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের উওর আজকের এই পোস্টে করে দেওয়া হবে। 

আজকের এই পোস্টে Class Bangla Model Activity Task Part 7 এর উওর দেওয়া হবে। এর আগের কিছু পোস্টে অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটির উওর করে দেওয়া হয়েছে। চাইলে তোমরা সেগুলো দেখতে পারো।। 


Class 10 Bangla Model Activity Task Part 7 | class 10 bangla model activity 


1- নীচের প্রশ্নগুলির উওর দাও। 


1.1 - " হরিদার জীবনের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র আছে " -হরিদার জীবনের বৈচিত্র্যে নাটকীয় বলা হয়েছে কেন ? 


উওর :  সুবোধ ঘোষের রচিত বহুরূপী গল্পের প্রধান চরিত্র হলেন আমাদের হরিদা। হরিদা পেশায় একজন বহুরূপী।  হরিদার জীবনটা বিভিন্ন বহুরূপী সাজের অদ্ভুত খেলা দেখিয়েই চলে যায়। হরিদার বহুরূপী এই পেশায় তিনি সপ্তাহে খুব বেশি হলে একদিন বাইরে বের হতেন।  এবং তার এই বহুরূপী সাজে কেউ তাকে চিনে ফেলে বা কেউ তার বহুরূপী সাজ দেখে খুশি হয়ে তাকে সামান্য কিছু বকশিশ দিতেন।  এতে হরিদার উপার্জন হত খুব খুবই সামান্য।  কিন্তু তবুও হরিদার এই অভাবের জীবনে বহুরূপীর পেশাই একটি  নাটকীয় বৈচিত্রের সৃষ্টি করে।


1.2 -  'কি হেতু মাত:, গতি তব আজি / এ ভবনে? – বক্তা কাকে 'মাত:' সম্বােধন করেছেন? তার আগমনের কারণ কী? ১+২=৩


উত্তর :

 মাইকেল মধুসূদন দত্ত রচিত " অভিষেক " কবিতার এই উদ্ধৃতাংশটিতে বক্তা বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ ধাত্রীমা প্রভাষার ছদ্মবেশধারী দেবী লক্ষ্মীকে 'মাতঃ' বলে সম্বােধন করেছন। 


দেবীর আগমনের কারণ : দেবী লক্ষ্মী পূজার ছদ্মবেশে ইন্দ্রজিতের প্রমোদ উদ্যানে হাজির হলে, ইন্দ্রজিত তার কাছে কনক লঙ্কার কুসল জিগ্গেস করেন। তখন দেবী লক্ষী ইন্দ্রজিতকে - রামের বিরুদ্ধের যুদ্ধে প্রিয়ভাই বীরবাহুর মৃত্যু হওয়ার সংবাদ জানান। এছাড়াও দেবী এও জানান যে - তার পিতা দশানন রামের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এবং এই সংবাদ জানাতেই দেবী ইন্দ্রজিতের কাছে এসেছিলেন।


1.3- বিধি বাম মম প্রতি।" - বক্তা কে? তার এমন বলার কারণ কী?? 


উওর : মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতার এই উদ্ধৃতাংশে বক্তা হলেন লঙ্কাধিপতি দশানন রাবন। 

রাবনের এমন মন্তব্যের কারণ হলো - রামের সাথে যুদ্ধ বেধে যাওয়ার পর রাবণ বুঝতে পারেন যে এখন বিধাতা তার বিরুদ্ধে দাড়িয়ে আছে। বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়ে ক্ষুব্ধ ইন্দ্রজিৎ লঙ্কায় উপস্থিত হয়ে রাবনের কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন।। এরুও পরিস্থিতিতে রাবণ একবার পুএের মৃত্যু শোক কাটিয়ে ওঠার আগেই তিনি তার আরও এক প্রিয় পুএ, লঙ্কার রক্ষকুলশেখ ইন্দ্রজিতকে কখনোই যুদ্ধে পাঠাতে চাইতেন না।। কিন্তু আজ রাবণের ভাগ্য এতটাই খারাপ যে শেষ পর্যন্ত থাকে তার প্রিয় পুত্র ইন্দ্রজিতকেও যুদ্ধে পাঠাতে হচ্ছে-।। রাবন বুঝতে পারেন এরকম কাজ তখনই হতে পারে যখন বিধাতা বিপরীতে থাকেন। । দশানন রাবণের সাথে এরকম হওয়ার জন্যই তিনি এরকম কথা বলেছেন।


1.4 " ওরে ওই স্তব্ধ চরাচর! 'চরাচর শব্দের অর্থ কী? সেখানে স্তব্ধতা বিরাজমান কেন? ১+২=৩


উত্তর : কাজী নজরুল ইসলামের রচিত 

" প্রলয়ােল্লাস' কবিতা থেকে গৃহীত এই উদ্ধৃতাংশে 

'চরাচর' শব্দের অর্থ হল বিশ্ব বা পৃথিবী বা দুনিয়া, জগত বা সংসার। 


চরাচর স্তব্ধতার কারণ: কবি প্রলয় বা ধ্বংসকে ফুটিয়ে তুলতে কখনও শিব, আবার কখনও সর্বনাশী জ্বালামুখী স্বরূপ চণ্ডীমূর্তির রুদ্রতাণ্ডবের উপমা টেনে এনেছেন। বিনাশের অট্টহাসির গভীর ব্যঞ্জনা যেন সমগ্র জগতে সৃষ্টি করেছে এক রুদ্ধশ্বাস পরিবেশ। প্রলয়ের ভয়াবহ বিস্ফোরণের অজানা আশঙ্কায় এ পৃথিবী নিষ্কম্প-

নিস্তব্ধ। প্রশ্নোদ্ধৃত অংশে কবির এ ভাবনাই প্রকাশ

পেয়েছে।


1.5 - ‘দেখি তােমার ট্যাকে এবং পকেটে কী আছে?" - উদ্দিষ্ট ব্যক্তির ট্যাক এবং পকেট থেকে কী কী

পাওয়া গিয়েছিল?


উওর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী পাঠ্যাংশ থেকে গৃহীত হয়েছে। 

 আলোচ্য অংশে দেখা যায়, গিরীশ মহাপাত্রের ছদ্মবেশী সব্যসাচী মল্লিকের পটেক থেকে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা, একটা কাঠের ফুটরুল, একটি লোহার কম্পাস, একটি গাজার কলিকা, কয়েকটি বিড়ি ও একটি দেশলাই ও পাওয়া গিয়েছিল।। 


2. নিম্নরেখ পদগুলির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো।                       ১x৫=৫


2.1 -তােরা সব জয়ধ্বনি কর।


উত্তর: ব্যাসবাক্য - জয়সূচক ধ্বনি

( মধ্যপদলােপী কর্মধারয় সমাস ')


 2.2-  দেবতা বাঁধা যজ্ঞ-যুপে পাষাণ-স্থূপে!


উত্তর : ব্যাসবাক্য- যজ্ঞের নিমিত্ত যুপ

    (নিমিত্ত তৎপুরুষ সমাস)


2.3-  আমি এখন তবে চললুম কাকাবাবু


উত্তর: ব্যাসবাক্য- যিনি কাকা তিনি বাবু

      (সাধারণ কর্মধারয় সমাস)


2.4-হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা।


উত্তর- ব্যাসবাক্য – হিন্দু ও মুসলমান (দ্বন্দ্ব সমাস)


2.5- তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি।


উত্তর- ব্যাসবাক্য –  রাক্ষস দের অধিপতি (সম্বন্ধ তৎপুরুষ সমাস)


- পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।।

   

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন