Class 10 History Model Activity | class 10 history model activity task part 7

0

Class 10 History Model Activity | class 10 history model activity task part 7

class 10 hi story model activity task part 7
class 10 hi story model activity task part 7

কিছুদিন আগেই আমরা ক্লাস টেনের ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি এবং জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তার উওর সহ শেয়ার করেছি। আজকের এই পোস্টে আমরা ক্লাস টেনের ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উওর শেয়ার করবো।
আজকের এই পোস্টে -  class 10 history model activity task part 7
এর উওর করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে আমরা ক্লাস টেনের বাকি মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলোও করে দেবো।।


১. ক স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :

১.১ ক্যালকাটা স্কুল বুক সােসাইটি  (ক) ১৭৮৪ খ্রি:
১.২ কলকাতা বিশ্ববিদ্যালয           (খ) ১৮১৭ খ্রি:
১.৩ এশিয়াটিক সােসাইটি              (গ) ১৯১৭ খ্রি:
১.৪ বসু বিজ্ঞান মন্দির                   (ঘ) ১৮৫৭ খ্রি:

উওর :

১.১ ক্যালকাটা স্কুল বুক সােসাইটি--->(খ) ১৭১৭ খ্রি:
১.২ কলকাতা বিশ্ববিদ্যালয়----------> (ঘ) ১৮৫৭ খ্রি:
১.৩ এশিয়াটিক সােসাইটি-------------> (ক) ১৭৮৪ খ্রি:
১.৪ বসু বিজ্ঞান মন্দির ----------------> (গ) ১৯১৭খ্রি:


2- সঠিক তথ্য দিয়ে নীচের ছকটি পূরণ করাে :

প্রতিষ্ঠান             প্রতিষ্ঠাতা      প্রতিষ্ঠার উদ্দেশ্য

বেঙ্গল টেকনিকাল ইন্সটিটিউট
বসু বিজ্ঞান মন্দির
ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স
জাতীয় শিক্ষা পরিষদ

উওর :
▶• প্রতিষ্ঠান :বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট।
▶•প্রতিষ্ঠাতা : তারকনাথ পালিত।
▶• প্রতিষ্ঠার উদ্দেশ্য : বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ ঘটানো।

▶• প্রতিষ্ঠান : বসু বিজ্ঞান মন্দির
▶• প্রতিষ্ঠাতা : জগদীশচন্দ্র বসু
▶• প্রতিষ্ঠার উদ্দেশ্য : স্বাধীনভাবে বিজ্ঞান চর্চা ও বিজ্ঞানের প্রসার ঘটানো।

▶• প্রতিষ্ঠান : ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স।
▶• প্রতিষ্ঠাতা : ডক্টর মহেন্দ্রলাল সরকার
▶• প্রতিষ্ঠার উদ্দেশ্য : বিজ্ঞানচর্চা ও কারিগরী শিক্ষার প্রসার ঘটানো।

▶• প্রতিষ্ঠান : জাতীয় শিক্ষা পরিষদ।
▶• প্রতিষ্ঠাতা : সত্যেন্দ্রনাথ ঠাকুর
▶• প্রতিষ্ঠার উদ্দেশ্য : জাতীয় শিক্ষা আদর্শ অনুসারে সাহিত্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষা প্রদান।

3 - দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

3.1-  উপেন্দ্রকিশাের রায়চৌধুরী কেন স্মরণীয়?

উওর : উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্বরণীয় হওয়ার কারণ হলো -
প্রথমত - তিনি ছিলেন বিখ্যাত শিশুসাহিত্যিক এবং চিত্রকর।।

দ্বিতীয়ত : যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে প্রকাশিত উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর প্রথম বই - "ছেলেদের রামায়ণ" - এর প্রকাশনা তার পছন্দ না হওয়ায়, তিনি নিজ উদ্যোগেই 1885 খ্রিষ্টাব্দে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন।। যা পরবর্তীকালে ইউ এন রায় এন্ড সন্স নামে পরিচিত হয়।।

তৃতীয়ত :   উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তার এই ছাপাখানা থেকেই প্রথম ছোটদের জন্য রঙিন ছবি এবং মজার মজার নতুন রঙিন বই প্রকাশ করতে শুরু করেন।।

চতুর্থত : উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তার ছাপাখানা থেকেই - "সন্দেশ " -নামক একটি পত্রিকা প্রকাশ করতে শুরু করেন, যার জন্য তিনি খুব অল্পদিনের মধ্যে ছোট বড়ো সবার মধ্যেই খুব জনপ্রিয় হয়ে ওঠেন।। 

3.2 -  কাকে বাংলা মুদ্রণশিল্পের জনক বলা হয় এবং কেন?

উওর : চার্লস উইলকিন্স কে বাংলার ছাপাখানার জনক বলা হয়।। কারণ -ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা - চার্লস উইলকিন্স 1778 খ্রিস্টাব্দে হুগলির চুঁচুড়ায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন।। এবং এখানেই তিনি পঞ্চানন কর্মকার এর সহযোগিতায় বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন এবং অক্ষর ঢালাই এর কাজ শুরু করেন।। চার্লস উইলকিন্সের, পঞ্চানন কর্মকারের সাহায্য - তৈরি করা বাংলা মুদ্রাক্ষরের সাহায্যে ব্রাসি হ্যালহেডের - - "এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি প্রকাশ করেন।। এবং এভাবে চার্লস উইলকিন্স এর হাত ধরেই বাংলা ভাষায় বই ছাপা শুরু হয়।। এবং এজন্যই তিনি বিখ্যাত।।

4. সাত-আটটি বাক্যে উত্তর দাও :

4.1- ছাপাবই-এর সাথে শিক্ষাবিস্তারের সম্পর্ক আলোচনা করো।

উওর: 

 ▶ভুমিকা : ছাপাখানার প্রসারের ফলে খুব সহজেই নানা ধরনের বইপএ মূদ্রিত হতে শুরু করে। আঠারো শতকের শেষ দিক থেকে উনিশ শতকে শিক্ষা বিস্তারের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ছিল। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করলে আমরা এই সম্পর্কটা বুঝতে পারি। যেমন -

▶ সহজভাবে শিক্ষা লাভ :  ছাপা বইয়ের আগে শিক্ষাদান ব্যবস্থা ছিল হাতে লেখা পুথিঁ এর মাধ্যমে যা। এই হাতে লেখা পুথিঁ ছিল খুব দামী, তাই সকলের পক্ষে সেই হাতে লেখা পুঁথি কিনে তার থেকে শিক্ষা লাভ করা সম্ভব ছিল না।। কিন্তু ছাপাখানায় সহজ এ অল্পসময়ে ছাপা বই খুব সস্তায় মানুষের হাতে আসতে শুরু করে। যার ফলে সকলের কাছে সেই বইগুলি কিনে তার থেকে শিক্ষা লাভ করা  সহজ হয়ে ওঠে।।

শিক্ষার প্রসার : ছাপাখানা চালু হওয়ার পর বাংলা ভাষায় প্রচুর বই পত্র যেমন - বর্ণপরিচয়, শিশুশিক্ষা, বেঙ্গলি স্পেলিং বুক, গণিতাঙ্ক, প্রভৃতি নিজের মাতৃভাষায় ছাপানো বইগুলি শিক্ষার্থীদের কাছে এলে,তারা নিজের মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ পায়। এবং এভাবে দ্রুত শিক্ষার প্রসার ঘটতে শুরু করে।

শিশু শিক্ষার প্রসার : বিভিন্ন ছাপাখানার ছাপাবই শিশু শিক্ষার অগ্রগতিতে সাহায্য করেছিল। বিভিন্ন পন্ডিত যেমন - ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রাধাকান্ত দেব, মদনমোহন তর্কালঙ্কার প্রমুমের লেখা বই গুলি শিশুদের শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল।

সরকারি ও বেসরকারি শিক্ষা উদ্যোগ :  ছাপাখানায় ফলে দেশীয় ভাষায় শিক্ষাদানে  সরকারি ও বেসরকারী  উৎসাহদান বৃদ্ধি পায়। এই প্রসঙ্গে ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন এবং ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে বাংলায় স্কুল পাঠ্য পুস্তক রচনা ও পরিবেশনার কথা বলা যায়।

▶উপসংহার : পরিশেষে বলা যায় যে - বাংলার ছাপাখানার বিকাশের সবচেয়ে বড়ো সুফল বাংলার শিক্ষার প্রসারের ক্ষেত্রেও হয়েছিল। ছাপাখানার মাধ্যমে ছাপানো বউগুলির মাধ্যমে গণিত, ইতিহাস-ভূগোল জ্যোতির্বিদ্যা,পদার্থবিদ্যা,অভিধান,ব্যাকরণ প্রভৃতি বিষয়ে বিভিন্ন পাঠ্যপুস্তক রচনা করা হয়। যা শিক্ষক ও ছাত্র সমাজের কাছে প্রাচ্য ও পাশ্চাত্যের জ্ঞানজগতের দরজা উন্মুক্ত করে।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

নিচে দেওয়া লিঙ্ক গুলোর ওপর ক্লিক করে বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন উওর এবং সাজেশন গুলো দেখে নিতে পারেন। 👇


1- ইতিহাসের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর 


2- ইতিহাসের ধারণা অধ্যায়ের সমস্ত 2 নম্বরের প্রশ্ন ও উওর 


3-  সংস্কার :  বৈশিষ্ট্য ও পর্যালোচনা মাধ্যমিক ইতিহাস সাজেশন সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 


3.I - সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর | সংস্কার ব‍ৈশিষ্ট‍্য ও পর্যালোচনা অধ্যায়ের ২ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উওর 


4- প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশিন 


5-প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর | ২ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উওর 


6- সংঘবদ্ধতার গোড়ার কথা প্রশ্ন উওর ও সাজেশন 


7-  সংঘবদ্ধতার গোড়ার কথা - মাধ্যমিক গুরুত্বপূর্ণ সাজেশন || 2 Mark এর সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উওর সহকারে।।


8- বিকল্প চিন্তা ও উদ্যোগ ( উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথমভাগ পযর্ন্ত  ) - বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের প্রশ্ন উওর + মাধ্যমিক সাজেশন।।


9-  বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের সমস্ত 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর 




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top