Wb Class 10 History Model Activity Task January 2022 |  দশম শ্রেণির ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দশম শ্রেণির ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণির বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক

এর আগের পোষ্টের মাধ্যমে আমরা দশম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং ক্লাস 10 বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ সমাধান তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। এই পোষ্টের মাধ্যমেও আমরা ক্লাস টেনের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা ক্লাস টেনের জানুয়ারি মাসে দেওয়া " দশম শ্রেণির ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক " এর সম্পূর্ণ সমাধান তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমরা ক্লাস টেনের ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্নের উওর খুব সুন্দর করে তোমাদের জন্য তৈরী করার চেষ্টা করেছি। যারা এখনো পর্যন্ত তোমরা তোমাদের ক্লাস টেনের ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উওর করতে পারোনি,তারা আজকের এই পোস্ট থেকে তোমাদের দশম শ্রেণির নতুম বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক করে নিতে পারো।

Table Of Contents

• wb class 10 model activity task
• wb class 10 new model activity task
• wb class 10 model activity task History
• wb class 10 new model activity task History
• wb class 10 history model activity task solutions
• wb class 10 history model activity task question answer
• wb class 10 model activity task question answer
• wb class 10 model activity task question answer history
• wb class 10 history model activity task solution
• ক্লাস 10 ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
• ক্লাস 10 ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
• ক্লাস 10 নতুন ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান
• ক্লাস 10 মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান
• ক্লাস 10 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস
• ক্লাস 10 ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান
• দশম শ্রেণির ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
• দশম শ্রেণির ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান
• দশম শ্রেণির ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উওর


Wb Class 10 History Model Activity Task |
দশম শ্রেণির ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক


1-শূন্যস্থান পূরণ করো।


ক -  সোমপ্রকাশ ছিল একটি _____পত্রিকা।
উওর : সাপ্তাহিক

খ - বেঙ্গল গেজেট নামের সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন ______l

উওর : জেমস আগাস্টাস হিকি

গ - মোহনবাগান আই.এফ.এ শিল্ড জিতেছিল _____ খ্রিষ্টাব্দে।

উওর : 1911

ঘ - জীবনের ঝরাপাতা হলো ______।

উওর: একটি আত্মজীবনীমূলক গ্রন্থ।

2 - ঠিক ভুল নির্ণয় করো।

ক -  ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাস চর্চার বিষয়।

উওর : ভুল

খ - সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে।

উওর : ঠিক

গ - সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র মহাফেজ খানায় সংরক্ষিত থাকে

উওর : ঠিক

ঘ - সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো ও বিভিন্ন শ্রেণীর পারস্পরিক সম্পর্কের উপর জোর দেয়।

উওর : ঠিক।

3- স্তম্ভ মেলাও

উওর:
• সোমপ্রকাশ -----------> দ্বারকানাথ বিদ্যাভূষণ
• বঙ্গদর্শন ----------------> বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
• সত্তর বছর --------------> বিপিনচন্দ্র পাল
• জীবনস্মৃতি -------------->  রবীন্দ্রনাথ ঠাকুর

4 - দুটি বা তিনটি বাক্যে উত্তর।

4.1 - সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী?

উওর :

• * * সংবাদ পএ -
• অন্যদিকে দৈনিক খবর নিয়ে প্রকাশিত পত্রিকা সংবাদপত্র নামে পরিচিত।।
• সংবাদপত্র সাময়িক পত্র থেকে একটু সস্তা হয়।
• যেমন সোমপ্রকাশ ছিল বাংলার একটি জনপ্রিয় সংবাদপত্র

•  * * সাময়িক পএ -
• যেসব পত্রপত্রিকা সময়ের  নির্দিষ্ট ব্যবধানে-  হয়তো- 15 দিন অন্তর, বা এক সপ্তাহ অথবা এক মাস কিংবা তিন মাস অন্তর প্রকাশিত হয় তাদের সাময়িক পত্র বলে।।

• সাময়িক পত্র গুলির দাম সংবাদপত্রের থেকে একটু বেশি হয়।।
যেমন - দিকদর্শন হলো একটি সাময়িক পত্র।।

4.2 - স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী?

উওর :
• স্থানীয় ইতিহাস চর্চার মাধ্যমে স্থানীয় রাজনীতি, সংস্কৃতি,লোকসমাজ, অর্থনীতি শিল্পকলা প্রভৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বা ধারণা পাওয়া যায়।
• স্থানীয় ইতিহাস চর্চা থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য বা উপাদান জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে।

4.3 - ইন্দিরা কে লেখা চিঠি উদ্দেশ্য কী ছিল নেহেরুর?

উওর : পিতা জহরলাল নেহেরুর, তার কন্যা ইন্দিরাকে চিঠির মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক শিক্ষাদান ই ছিল তার মূল উদ্দেশ্য।

4.4 - ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়?

উওর :  ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী বা বিশেষ মুহূর্তগুলো সংরক্ষণ করে রাখা হয়। এসমস্ত সংরক্ষণ করে রাখা ফটোগ্রাফ ইতিহাসের বিভিন্ন ঘটনার বিবরণ দিয়ে থাকে।  এজন্য ফটোগ্রাফ  ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে।।



Post a Comment

নবীনতর পূর্বতন