আজকের ব্লগ পোস্টের মাধ্যমে আমরা মাধ্যমিক 2023 এর ছাত্র ছাত্রীদের জন্য মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024 ( Madhyamik Physical Science Suggestion 2024 ) হিসেবে প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। 2024 সালের মাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন 2024 মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আমাদের Whatsapp Group-Join করতে👉 এখান ক্লিক করো
Table Of Contents
পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের সাজেশন
1. কোল বেড থেকে কোন জ্বালানী গ্যাস উত্তোলন করা হয়?
2. বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম কি যা বাড়লে Global Warming ঘটে।
3. একটি শক্তির নাম লেখ,যা স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য ব্যবহার করা যেতে পারে।।
4. বায়োগ্যাসের ব্যবহার উল্লেখ করো।
5. বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব আলোচনা করো।
6. মিথানোজেনিক ব্যাকটেরিয়া কাকে বলে?
7. কোন জ্বালানির তাপনমূল্য সবচেয়ে বেশি?
8. তাপনমূল্য কাকে বলে / তাপনমূল্যের CGS OR S.I একক কী
9. স্প্রে বোতল থাকা কোন গ্যাস ওজোনস্তর ধ্বংস করে?
10. ওজোনস্তর ধ্বংসে কোন গ্যাসের ভূমিকা সবচেয়ে বেশি।
প্রশ্ন নম্বর 2
1. বায়ুমণ্ডলের যে কোনো স্তরে চাপ লিখুন।
2. গ্লোবাল ওয়ার্মিং কি?
3.গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কয়েকটি গ্যাসের নাম লেখো
4. গ্লোবাল ওয়ার্মিং এর সম্ভাব্য প্রভাব কি কি?
5. গ্রীনহাউস প্রভাব এবং গ্লোবাল ওয়ার্মিং কমানোর উপায় লেখ।
6. জীবাশ্ম জ্বালানি কি? উদাহরণ দাও. বা, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজন কী?
7. কয়লা খনিতে মিথেন গ্যাস কি?
9. বায়োগ্যাস ও জৈব জ্বালানির দুটি প্রধান ব্যবহার লেখ।
10. বায়োমাস থেকে প্রাপ্ত শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখ।
11. ওজোন স্তর কিভাবে তৈরি হয়?
12. ওজোন ক্ষয়ের ক্ষতিকর প্রভাব লেখ।
13. বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মন্ডল বলা হয় এবং কেন? অথবা, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমন্ডল বলা হয় এবং কেন?
15. গ্যাসহোল কী? এর ব্যবহার লিখ।
16. বৈপরীত্য উষ্ণতা কী?
17. ওজোন গহ্বর কী?
18. ওজোন স্তর ধ্বংসে CFC, NO এর ভূমিকা লেখ।
19. স্থিতিশীল উন্নয়নের প্রধান লক্ষ্য গুলি কি কি?
20. ফায়ার আইস কি?এটি কোথায় দেখতে পাওয়া যায়?
🔥যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আমরা নিয়ে এসেছি খুবই *স্বল্পমূল্যে* ডিজিটাল PDF নোটস। পরিক্ষায় ভালো রেজাল্ট করার ক্ষেত্রে তোমাকে বিশেষ ভাবে সাহায্য করবে আমাদের এই পিডিএফ নোটস। তাই পরিক্ষায় ভালো ফল করতে আজই সংগ্রহ করো আমাদের পিডিএফ নোটস। আমাদের নোটস কিনতে 8388986727 এই নম্বরে কল অথবা whatsapp করুন।*
🔥 *যারা আগে বুকিং করবে তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়।*🔥
গ্যাসের আচরণ অধ্যায়ের সাজেশন
1. গ্যাসের চাপ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
2. বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলি কী কী?
3. চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি কী কী?
4. আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে?
5. কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?
6. চাপের এসআই একক বা সিজিএস একক লেখ।
7. চার্লসের সূত্র অনুসারে কোন উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়?
8. কেলভিন স্কেলে প্রমাণ উষ্ণতার মান কত?
9. কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কত? অথবা, কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত?
10. কোন রাশিটি বয়েল ও চার্লসের উভয় সূত্রেই ধ্রুবক?
11. PV = W/MRT সমীকরনে M এর একক কী?
12. 30 ডিগ্রী সেলসিয়াস এবং 300 কেলভিন এর মধ্যে কোনটি তাপমাত্রা বেশি?
13. সেলসিয়াস স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত?
14. এস.আই তে সার্বজনীন গ্যাস ধ্রুবক এর মান কত?
15. বয়েলের সূত্রের লেখচিত্র কিরূপ অথবা, চার্লসের সূত্রের লেখচিত্র কিরূপ?
16. উচ্চতার কোন স্কেলে তাপমাত্রা কখনো ঋণাত্মক হয় না?
17. আদর্শ গ্যাসের সমীকরণটি লেখ
18. প্রমাণ চাপের মান কত?
19. সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 10° হলে, কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য কত হবে?
20. এসটিপি তে যে কোনো 1 মোল গ্যাসের আয়তন কত?
গ্যাসের আচরণ অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্নের সাজেশন
1. বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন এবং চাপ বৃদ্ধি পায়। এখানে কি বয়েলের সূত্র লঙ্ঘন করা হয়েছে?
2. চার্লসের সূত্রটি ব্যাখ্যা করো এবং এই সূত্রের সাহায্যে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো।
3. চার্লসের সূত্রের একটি বিকল্প রূপ প্রতিষ্ঠা করো এবং বিবৃত করোর
4. বয়েল এবং চার্লসের দুটি সূত্রের সমন্বয় স্থাপন করো
5. বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রগুলিকে একত্রিত করে আদর্শ গ্যাস সমীকরণ স্থাপন করো
6. গে-লুকাস গ্যাস-ভলিউম সূত্রটি বর্ণনা করুন এবং এটি অ্যাভোগাড্রোর সূত্র দিয়ে প্রতিষ্ঠা করো।
7. গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য গুলি আলোচনা করো।
8. আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ গুলি আলোচনা করো।
9. গ্যাস ব্যাপন বলতে কি বুঝ? গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব উল্লেখ কর।
10. গ্যাসের অণুর গড় বেগ বলতে কী বোঝ? গ্যাসের অণুর বেগ ও চাপের উপর তাপমাত্রার প্রভাব উল্লেখ কর।
রাসায়নিক গণনা অধ্যায় থেকে কোনপ্রকার সাজেশন হয় না।
?
🔥যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আমরা নিয়ে এসেছি খুবই *স্বল্পমূল্যে* ডিজিটাল PDF নোটস। পরিক্ষায় ভালো রেজাল্ট করার ক্ষেত্রে তোমাকে বিশেষ ভাবে সাহায্য করবে আমাদের এই পিডিএফ নোটস। তাই পরিক্ষায় ভালো ফল করতে আজই সংগ্রহ করো আমাদের পিডিএফ নোটস। আমাদের নোটস কিনতে 8388986727 এই নম্বরে কল অথবা whatsapp করুন।*
🔥 *যারা আগে বুকিং করবে তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়।*🔥
আলো অধ্যায়ের সাজেশন 2024
1. ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?
2. গোলাকার আয়নার মেরু বলতে কী বোঝায়?
3. মৌলিক বর্ণ কোনগুলি।
4. সমতল দপর্নের ফোকাস দৈর্ঘ্য কত?
5. কেন আলো শূন্য মাধ্যমে বিক্ষিপ্ত হয় না?
6. সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত?
7. গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় অথবা মোটর গাড়ির ভিউফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
8. বিবর্ধক কাচ হিসেবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?
9. মায়োপিয়া দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?
10. হাইপারমেট্রোপিয়া দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?
11. রংধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী?
12. আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
13. বিপদ সংকেত হিসেবে কোন আলো ব্যবহার করা হয়?
14. কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি অথবা কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
15. সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছকে অভিসারী আলোকরশ্মিগুচ্ছতে পরিণত করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়
আলো অধ্যায়ের দু'নম্বর প্রশ্নের সাজেশন
1.আলোর প্রতিসরণ এবং বিচ্ছুরণের মধ্যে দুটি পার্থক্য লিখ।
2. একটি মাধ্যমের প্রতিসারঙ্ক কাকে বলে?
3. উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি নিরাময় করা হয়?
4. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ও কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
5. আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে একটি মাধ্যমের প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও।
6. লেন্সের প্রধান ফোকাসের সংজ্ঞা দাও।
7. স্নেলেএর সূত্রের সাহায্যে বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো
8. সূর্যের আলোতে লাল ফুলকে লাল দেখালেও সবুজ আলোতে লাল ফুল কালো দেখায় কেন?
9. একটি লেন্সের আলো কেন্দ্র কাকে বলে?
10. গাড়ির হেডলাইটে কী ধরনের দপর্ন ব্যবহার করা হয় এবং কেন?
11 দিনের বেলাতে আকাশ নীল দেখায় কেন?
12. আলোর প্রতিসরণের দুটি সূত্র লেখ।
13. গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে কোন দপর্ন ব্যবহার করা হয় এবং কেন?
14. লেন্সের রৈখিক বিবর্ধন বলতে কী বোঝায়?
15. বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1.5বলতে কী বোঝায়?
16. শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে?
17. একটি লেন্স উত্তল ও অবতল কিভাবে চিনব?
18. X- রশ্মির দুটি ব্যবহার অথবা X- রশ্মির দুটি ধর্মের উল্লেখ করো
প্রশ্ন নম্বর 3
1. আলোর প্রতিসরণের জন্য দুটি সূত্র বলুন। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লিখ।
2. অবতল বক্রতার ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ধারণ করুন।
3. কিভাবে উত্তল লেন্সের সাহায্যে একটি উত্তল এবং বিবর্ধিত চিত্র তৈরি করা যায়? কোন ধরনের লেন্স দীর্ঘ দৃষ্টি নিরাময় করতে পারে?
4. স্নেলের সূত্রটি লেখ এবং গাণিতিক ভাবে প্রকাশ করো।
5. কোনো মাধ্যমে আলোর বেগ 2×10⁸ m/s হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?
6. বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আপতন কোণ 45° হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো।
7. একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়। দেখাও যে চ্যুতি কোণের মান S= i1 + i2 - A
8. অবতল দর্পন কীভাবে কোনো বিস্তৃত বস্তুর অসদ,বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।
9. দন্ত চিকিৎসকরা কী ধরণের দর্পণ ব্যবহার করেন? কাচ ফলকের প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন?
10. একটি উত্তল লেন্স থেকে ২০ সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক ১.৫ হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত?
11. একটি বস্তুর দৈর্ঘ্য ৫ সেমি। এটিকে উত্তল লেন্সের সামনে ২ সেমি দূরত্বে রেখে ১০ সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল? রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব কত?
12. উত্তল দর্পন কোনো বস্তুর প্রতিবিম্ব কীভাবে গঠন করে চিত্রের সাহায্যে দেখাও এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো।
চলো তড়িৎ অধ্যায়ের সাজেশন
চলতড়িৎ অধ্যায়ের থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর এবং saq প্রশ্নোত্তর তোমাদের পরীক্ষায় আসতে পারে,সেসব আগেই আমরা আমাদের ওয়েবসাইটে দিয়েছি।. তাই এখান আর নতুন করে আমরা কোনো সাজেশন পোস্ট করছি না।
1. ওমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও
2. কোষের 2 বিন্দুর বিভব প্রভেদ 1.5 ভোল্ট বলতে কী বোঝায়?
3. তড়িচ্চালক বল ও বিভব-প্রভেদ এর মধ্যে পার্থক্য লেখ
4. একটি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা 0.2A। ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 30 সেকেন্ডে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে?
5. রোধাঙ্ক এর সংজ্ঞা দাও
6. একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 10V। পরিবাহীতে 20mA তড়িৎ প্রবাহ হলে পরিবাহীর রোধ কত হবে?
7. দুটি পরিবাহীর রোধের অনুপাত 3 : 2। রোধ দুটির দুই প্রান্তের বিভব পার্থক্যের অনুপাত 1 : 2 হলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত?
8. কোন তড়িৎকোষেদ নষ্ট ভোল্ট বলতে কী বোঝায়?
9. লেঞ্জের সূত্রটি লেখ
10. ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি লেখো।
11. তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র গুলি লেখ।
চলতড়িৎ অধ্যায়ের থেকে 3 নম্বরের সাজেশন
1. একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্যবিশিষ্ট তার আছে। একটির ব্যাসার্ধ আর একটি ব্যাসার্ধের দ্বিগুণ। এদের রোধের অনুপাত কত?
2. 6 ওহম রোধের ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। অন্তিম রোধ কত হবে?
3. একটি বৈদ্যুতিক বাতিকে 200V মেইনসের সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 100V মেইনসের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে?
4. তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্র গুলি লেখ।
5. দুটি ১০ ওহম রোধককে শ্রেণি সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি ২০ ওহম রোধকের সাথে সমান্তরাল সমবায়ে যোগ করা হল। অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো
6. তাপবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল সংক্ষেপে আলোচনা করো।
7. 220V-60W ও 110V-60W দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো।
8. জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো।
9. দুটি আধানের অনুপাত 2:3 এবং তাদের মধ্যকার দূরত্ব 5cm। তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণের বলের মান 96dym হলে আধান দুটির নাম নির্ণয় করো।
10. ওহম রোধবিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল। তুল্যরোধ কত হবে নির্ণয় কর।
11. দুটি পরিবাহীর প্রান্তীয় বিভবপ্রভেদ সমান পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহমাত্রার অনুপাত 5:4 হলে পরিবাহী দুটির রোধের অনুপাত কত?
পরমাণুর নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তা
1. স্বাভাবিক উষ্ণতা কাকে বলে? কয়েকটি বৈশিষ্ট্য লেখ।
2. আলফা,বিটা ও গামা রশ্মির মধ্যে পার্থক্য লেখ।
3. নিউক্লিয় সংযোজন কাকে বলে? একটি উদাহরণ দাও।
4. নিউক্লিয় সংযোজন এর পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন?ব্যাখ্যা করো।
5. নিউক্লিয় বিভাজন কাকে বলে? একটি উদাহরণ দাও
পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা
1. মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখ. অথবা আধুনিক পর্যায় সূত্রটি লেখ।
2. সন্ধিগত মৌল বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও। হ্যালোজেন মৌল বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও
3. কোনো মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝায়?,Li, Rb,K ও Na কে আয়োনাইজেশন শক্তি উর্ধ্বক্রমে সাজাও।
4. মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝায়? উপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়?
5. পর্যায়বৃত্ততা বা পর্যায়বৃত্তিক ধর্ম বলতে কী বোঝ? উদাহরণ দাও। এই ধর্ম উৎপত্তির কারণ কী?
6. মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী? পর্যায়সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী?
7. ভোবেরাইনারের ত্রয়ী সূত্রটি লেখো। Cl, Br, I, F কে তাদের জারণক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও।
আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায়ের সাজেশন
1. লুইস এর ধারণ অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো।
2. সোডিয়াম ক্লোরাইড এর বন্ধন Na-Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন?
3. কঠিন সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবহন করতে পারে কেন?
4. চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে। কেন?
5. তড়িৎযোজী ও সমযোজী যৌগের দুটি ধর্মের তুলনা করো।
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সাজেশন
1. তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝায়? উদাহরণসহ ব্যাখ্যা করো
2. তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশন এর জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয়,তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি কি থাকে?এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহৃত হয়?
3. ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দন্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়?
4. তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কী শক্তিতে রূপান্তরিত হয় অ্যানোড ম্যাড কী?
5. প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণের নীতি লেখো এবং ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখো।
6. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কাকে বলে? তড়িৎ লেপন এর উদ্দেশ্য কি? লোহার উপর রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী নেওয়া হয়?
7. কপারের তড়িৎ বিশোধন এর ক্ষেত্রে প্রদত্ত বিষয়গুলো উল্লেখ করো।
• তড়িৎ বিশ্লেষ্য
• ক্যাথোড ও অ্যানোড এর প্রকৃতি
• ক্যাথোড ও অ্যানোডে বিক্রিয়া।
পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন অধ্যায়ের সাজেশন 2024
এই অধ্যায় থেকে আসতে পারে এমন কিছু দুই মার্কের প্রশ্ন-
1) জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো। [ME-'18]
2) লাইকার অ্যামোনিয়া কী?
3) উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কী ঘটবে? সেই রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ দাও (মাধ্যমিক-00) ইউরিয়ার একটি ব্যবহার উল্লেখ করো। [ME 00]
5) H2S-এর শিল্প প্রস্তুতিতে কেন কিপস্ যন্ত্র ব্যবহার করা হয়?
6) লেড নাইট্রেটের স্বচ্ছ জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হল, কী ঘটে সমীকরণসহ লেখো। [ME- 08]
7) হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না কেন? [ME- 15,
8) H2S এর স্পর্শে রৌপমুদ্রা কালো হয়ে যায় কেন?
9) কীভাবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সংগ্রহ করা হয়? [ME 12,15]
10) ধুময়মান নাইট্রিক অ্যাসিড কী? [ME- 12, 15)
11). অম্লরাজ কী? এর একটি ব্যবহার লেখো। [ME-2014]
12) স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন SO3,-কে সরাসরি জলে দ্রবীভূত করা হয় না কেন? [ME-10]
13) ধুমায়মান সালফিউরিক অ্যাসিড
এই অধ্যায় থেকে আসতে পারে এমন কিছু তিন মার্কের প্রশ্ন-
1) কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো [ME-17]। গ্যাসটি প্রস্তুতিরণ।, প্রারম্ভিক রাসায়নিকসমূহ (ii) বিক্রিয়ার শর্ত, (iii) সমিত রাসায়নিক সমীকরণ, এবং (iv) গ্যাসের সংগ্রহ সম্পর্কে লেখো
2) নাইট্রোলিম কী? এটি কীভাবে তৈরি করা হয়। নাইট্রোলিমের ব্যবহার লেখো।
3) অনুঘটক সহযোগে অ্যামোনিয়ার জারণ প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়াগুলির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। [ME-'7,9,14]
4) স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্তসহ সমীকরণগুলি লেখো। অথবা, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 -এর প্রস্তুতির শর্তসহ বিক্রিয়ার সমিত সমীকরণ দাও। উৎপন্ন SO3, থেকে কীভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়? [ME-8,11,13,15, এবং 2017]
ধাতুবিদ্যা অধ্যায়ের সাজেশন 2024
1) কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো। [ME - 18]
2) প্রদত্ত ধাতুগুলির একটি করে আকরিকের উদাহরণ দাও (i) জিংক (ii) আয়রন (iii) অ্যালুমিনিয়াম (iv) কপার
3) খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো।
4) থার্মিট পদ্ধতির নীতি ও ব্যবহার লেখো।
5) থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশনের রাসায়নিক সমীকরণটি লেখো।
6) থামিট মিশ্রণ কী? এটিকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কী ঘটে সমীকরণসহ লেখো।
7) গ্যালভানাইজেশন কাকে বলে?
8) লোহার জিনিসের ওপর দস্তার প্রলেপ দেবার উদ্দেশ্য কী? [ME-2002]
9) CuSO4 এর জলীয় দ্রবণে জিংকের একটি টুকরো যোগ করলে কী হবে? [ME-'17]
10) লোহার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা উচিত নয় কেন? ব্যাখ্যা করো। [ME-'11]
জৈব রসায়ন অধ্যায় থেকে সাজেশন হয়না।
Tags :;
Sir eiii physical science er suggestion holo ki 2024 mardhamik a asbe akdom sure upni ...upnar suggestion amadr ki huppokar korbe ..
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন