ডাকাতের মা গল্পের অনলাইন মকটেস্ট || Dakater Maa Golper Online Mocktest 2024
ডাকাতের মা গল্পের MCQ Question Answer
আজকের এই ব্লগের মাধ্যমে আমরা একাদশ শ্রেণির জন্য একটি বাংলা ফ্রী অনলাইন মকটেস্টের আয়োজন করেছি। আজকের এই অনলাইন মকটেস্টে ক্লাস 11 বাংলা বইয়ের পাঠ্য গল্প ডাকাতের মা এর সমস্ত গুরুত্বপূর্ণ MCQ Questions Answers রয়েছে। এই মকটেস্টের শেষে এখান থেকেই তোমরা সব প্রশ্নের উওর পেয়ে যাবে। এই মকটেস্টে একাদশ শ্রেণির বাংলা ডাকাতের মা গল্প থেকে 20 টি MCQ Questions Answers রয়েছে।
আজকের বিষয় :
• একাদশ শ্রেণির বাংলা অনলাইন মকটেস্ট • wb class 11 bangla free online mock test • মোট প্রশ্ন - 20 • প্রশ্নমান - 1 • মোট সময় - 300 Second সময় • অধ্যায় - ডাকাতের মা গল্পের MCQ
Quiz Application
you'll have 15 second to answer each question.
Start The Quiz
Quiz Result
HTML Quiz Generator
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Start Again
Go To Home
Quiz Answers
দোকানদার নগদ কত দামে সৌখীর মায়ের কাছে থেকে সেই ঘটিটি কিনেছিল? - ১৪ আনায় দারোগাবাবুর সঙ্গে যাওয়ার সময় সৌখী খাটিয়ার উপর রেখে গিয়েছিল? - কোমর থেকে বের করা বটুয়া সৌখীর ছেলের বয়স কত? - ৪-৫ বছর ডাকাতের মায়ের ছেলের নাম কি - সৌখী " পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়" - এখানে কার কথা বলা হয়েছে? - সৌখীর মায়ের জেলের ঠিকাদারদের কাছ থেকে সৌখী রোজগার করে এনেছিল - - ৯০ টাকা সৌখীর মা কার বাড়ি থেকে চুরি করেছিল?, - পেশকার সাহেবের বাড়ি থেকে এর আগেরবার সৌখী জেল থেকে কী এনেছিল? - একটি কম্বল ডাকাতের মা গল্প অনুসারে সৌখী মোট জেলে যায় - - ৪ বার " ওদের শরীরে দরকার দুধের " - এখানে ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? - সৌখীর বউ ও তাঁর ছেলে " হিসাব করতে গিয়ে বাধা পড়ে " - কিসের হিসাব? - কম্বলের বয়সের হিসাব সৌখীর মা কোন ঘড়িতে দুটো বাজতে শুনেছিলে? - কাছারির কোনো জবাব বেরোলো না _____মুখ দিয়ে।। - বুড়ির সৌখীর মা পেশকার সাহেবের বাড়ি থেকে যা চুরি করেছিল,তা হল,- - একটি ঘটি খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন- - লোটা হলো বাড়ির লক্ষ্মী " বাজে বকবক করো না " - বক্তা কে? - পেশকার সাহেব জেলে থাকাকালীন সৌখীর ডিউটি কোথায় ছিল? - গুদামে পেশকার সাহেব থানায় দারোগাকে ডেকে আনার জন্য পাঠিয়েছিল - - একজন ছোকড়াকে " এই বুড়ি! আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? বল। জবাব দে। " - বক্তা কে? - দারোগা " ছেলের নামে কলঙ্ক এনেছে সে " যার কথা বলা হয়েছে, সে হলো - - সৌখীর মা
Tags : এ কাদশ শ্রেণির অনলাইন মকটেস্ট | একাদশ শ্রেণির বাংলা অনলাইন মকটেস্ট | ক্লাস 11 বাংলা অনলাইন মকটেস্ট | ডাকাতের মা গল্পের মকটেস্ট 2024 | WB Class 11 Bengali Online Mocktest | WB Class 11 Bangla Mocktest 2024
একটি মন্তব্য পোস্ট করুন