চার্বাক দর্শন অধ্যায়ের প্রশ্ন উত্তর 2024 || একাদশ শ্রেণীর ভারতীয় দর্শনের প্রশ্ন উওর 2024

1


চার্বাক দর্শন অধ্যায়ের প্রশ্ন উত্তর 2024 || একাদশ শ্রেণীর ভারতীয় দর্শনের প্রশ্ন উওর 2024


আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ভারতীয় দর্শনের দ্বিতীয় অধ্যায় চার্বাক দর্শনের (WB Class 11 Philosophy chapter 2 questions and answers in bengali) এর গুরুত্বপূর্ণ 30 টি MCQ, SAQ প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। একাদশ শ্রেণির দর্শন- চার্বাক দর্শন অধ্যায় থেকে যেসব প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সেই সমস্ত ছোট প্রশ্নের উত্তর এই ব্লগ পোস্টেই দেওয়া হলো।।

চার্বাক দর্শন অধ্যায়ের প্রশ্ন উত্তর 2024 || একাদশ শ্রেণীর ভারতীয় দর্শনের প্রশ্ন উওর 2024

1- কোন দর্শন সম্প্রদায় জন্মান্তর বিশ্বাস করেনা?

উওর : চার্বাক দর্শন সম্প্রদায় জন্মান্তরে বিশ্বাস করে না।

2 - কোন দর্শন সম্প্রদায়ের জড়বাদী নামে পরিচিত?

উওর : চার্বাক দর্শন সম্প্রদায় জড়বাদী নামে পরিচিত।

3 - চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে? 

উওর : চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন লোক গুরু বৃহস্পতি।

4- চার্বাক দর্শন সম্প্রদায় আস্তিক না নাস্তিক? 

উওর : চার্বাক দর্শন সম্প্রদায় হলো  নাস্তিক। 

5 - চার্বাক মতে প্রমাণ কয়টি? 

উওর : চার্বাক মতে প্রমাণ একটি।

6- কোন দর্শন সম্প্রদায়ের মধ্যে শব্দ  প্রমাণ নয়?

উওর : চার্বাক মতে শব্দ প্রমাণ নয়। 

7- চার্বাক মতে আত্মা কি?

উওর : চার্বাক মতে চৈতন্য বিশিষ্ট দেহ -ই হলো আত্মা।

8- চার্বাক দর্শন অপর কী দর্শন নামে পরিচিত?

উওর : চার্বাক দর্শন অপর লোকায়ত দর্শন নামে পরিচিত।

9 - চার্বাকদের আত্মা সম্পর্কিত মতবাদ কি নামে পরিচিত? 

উওর : চার্বাকদের আত্মা সম্পর্কিত মতবাদ দেহাত্মবাদ অথবা ভূতচৈতন্যবাদ নামে পরিচিত।

10- চার্বাকদের মতে বেদের রচয়িতা কারা?

উওর : চার্বাকদের মতে বেদের রচয়িতা হলো ভন্ড পুরোহিতরা।

11- চার্বাকদের মতে একমাত্র প্রমাণ কি? 

উওর : চার্বাকদের মতে একমাত্র প্রমাণ হলো প্রত্যক্ষ।

12- কোন দর্শন সম্প্রদায় কামকে পরম পুরুষার্থ বলেছেন?

উওর : চার্বাক দর্শন সম্প্রদায়।

13 - ভারতীয় দর্শন মতে পুরুষার্থ কয়টি? 

উওর : ভারতীয় দর্শন মতে পুরুষার্থ হলো চারটি।

14-'ঋণ করে ঘি খাও' এটি কাঁদের অভিমত?

উওর : এটি হলো চার্বাক দার্শনিকদের অভিমত। 

15-  চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন?

উওর : চার্বাক মতে শব্দ অনুমাননির্ভর বলে শব্দ প্রমাণ নয়। 

16- চৈতন্য বিশিষ্ট দেহকে চার্বাকরা কি নামে অভিহিত করেন?

উওর : চৈতন্য বিশিষ্ট দেহকে চার্বাকরা আত্মা নামে অভিহিত করেন।

17- চার্বাক মতে,দেহের বিনাস হলে কার বিনাশ হয়? 

উওর :  চার্বাক মতে দেহের বিনাস হলে চৈতন্য বা আত্মার বিনাশ হয়। 

18- চার্বাক নীতিতত্ত্ব কি নামে পরিচিত?

উওর : চার্বাক নীতিতত্ত্ব আত্মসুখবাদ নামে পরিচিত।

19- চার্বাক মতে মুখ্য পুরুষার্থ কোনটি?

উওর : চার্বাক মতে কাম হলো মুখ্য পুরুষার্থ।

20 - চার্বাক মতে গৌণ পুরুষার্থ কোনটি?

উওর : চার্বাক মতে গৌণ পুরুষার্থ হলো অর্থ।

21-  চার্বাক সম্প্রদায় কোন কোন ভূত পদার্থ মেনেছেন? 

উওর : চার্বাক দার্শন সম্প্রদায় - ক্ষিতি ( পৃথিবী ), অপ (জল), তেজ ( আগুন ) ও মরুৎ ( বায়ু ) এই চারটি ভূত পদার্থ মেনেছেন।

22- চার্বাকরা কোন ভূতটি অস্বীকার করেন? 

উওর : চার্বাকরা ব্যোম অথবা আকাশকে অস্বীকার করেন। কারণ হলো আকাশ প্রত্যক্ষের বিষয় নয়।

23 - চার্বাক মতে স্বভাব বাদের অর্থ কি? 

উওর : চার্বাকদের মতে এ জগত এবং জগতের যাবতীয় বস্তুর ব্যাখার জন্য কোনো অতিন্দ্রীয় সত্তা বা ঈশ্বরের প্রয়োজন নেই। কারণ তাদের মতে, পদার্থের স্বভাব থেকেই এ জগত এবং জগতের সবকিছুর ব্যাখ্যা করা সম্ভব। চার্বাকদের এই মতবাদ ই স্বভাববাদ নামে পরিচিত।

24- চার্বাক স্বভাববাদ যদৃচ্ছাবাদ বলা হয় কেন? 

উওর : কারণ চার্বাকদের স্বভাববাদ মতে ক্ষিতি,অপ,তেজ ও মরুৎ এই চারটি মহাভূত নিজেদের স্বভাবগত আকস্মিকভাবে বা যদৃচ্ছভাবে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে এই জড় জগৎ সৃষ্টি করেছে। এই কারণে চার্বাক স্বভাববাদ যদৃচ্ছাবাদ বলা হয়।

25-  চার্বাকরা কেন ঈশ্বর স্বীকার করেন না? 

উওর : চার্বাক দার্শনিক সম্প্রদায় তার অস্তিত্ব ই স্বীকার করেন,যা প্রত্যক্ষ করা যায়। ঈশ্বর প্রত্যক্ষের বিষয় নয় বলে চার্বাকরা ঈশ্বর স্বীকার করেন না। 

26-  চার্বাক মতে মানব জীবনের চরম লক্ষ্য কি? 

উওর : চার্বাক মতে মানব জীবনে চরম লক্ষ্য হলো ইন্দ্রিয় সুখ লাভ করা বা সুখভোগ করা। 

27- সুখলাভকে জীবনের মূল লক্ষ্য বলেছেন কোন দার্শনিক সম্প্রদায়?

উওর : চার্বাক।

28- কামকে পরম পুরুষার্থ বলেছেন কোন্ দার্শনিক সম্প্রদায় ?

উওর : চার্বাকরা কামকে পরম পুরুষার্থ বলেছেন।

29- চার্বাক মতে, শব্দ প্রমাণ নয় কেন?

উওর : চার্বাক মতে, শব্দ যেহেতু অনুমাননির্ভর তাই , শব্দ প্রমাণ নয়।।

30--‘ভূতচতুষ্টয়বাদ’ মেনেছেন কোন্ দার্শনিক সম্প্রদায় ?

উওর : চার্বাক দার্শনিক সম্প্রদায় ভূতচতুষ্টদয়বাদ মেনে নিয়েছেন।


Tags : 

একাদশ শ্রেণির চার্বাক দর্শন প্রশ্ন উওর 2024 | একাদশ শ্রেণি চার্বাক দর্শন MCQ প্রশ্ন উওর 2024 | চার্বাক দর্শন SAQ প্রশ্ন উওর 2024 | একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায় দ্রব্য প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর | একাদশ শ্রেণির দশর্ন ছোট প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণীর দর্শন দ্বিতীয় অধ্যায় saq | wb class 11 philosophy questions answers 2024 | class 11 philosophy mcq 2024


একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top