সামন্ততন্ত্র বলতে কি বোঝো? সামন্তপ্রভু কাদের বলা হত? || Class 11 History question answer

0

সামন্ততন্ত্র বলতে কি বোঝো? সামন্তপ্রভু কাদের বলা হত?

সামন্ততন্ত্র বলতে কি বোঝো? সামন্তপ্রভু কাদের বলা হত?

উওর : ইংরেজি ফিউডালিজম কথাটির বাংলা প্রতিশব্দ হলো সামন্ততন্ত্র বা সামন্তপ্রথা। ফিউডালিজম কথাটি এসেছে ল্যাটিন শব্দ ফিওডালিস এবং ফরাসি শব্দ ফিওডালিতে থেকে। কিন্তু এরকম শব্দের মাধ্যমে আমরা কখনই সামন্ততন্ত্র বা সামন্তপ্রথা কী তা বুঝতে পারবে না। তাই খুব সাধারণ ভবে আমরা সামন্ততন্ত্র  বা সামন্ত প্রথা সম্পর্কে জানার চেষ্টা করবো। খুব সাধারণভাবে সামন্ততন্ত্র সামন্ত প্রথা বলতে এমন একটি শাসনব্যবস্থাকে বোঝায়, যেই শাসন ব্যবস্থা কোনো একটি কেন্দ্রীয় সরকারের অধীনে থেকে একজন শাসক আঞ্চলিকভাবে কোনো অঞ্চলের শাসন ব্যবস্থাকে পরিচালনা করে। এবং যেই ব্যক্তি শাসনকার্য পরিচালনা করে তাকে বলা হয় সামন্তপ্রভু। সুতরাং, কেন্দ্রীয় সরকারের অধীনে থেকে স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে যখন একজন সামন্তপ্রভু কোনো অঞ্চলে শাসনকার্য পরিচালনা করে, তখন তাকে বলা হয় সামন্ততন্ত্র বা সামন্ত প্রথা।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top