যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের এই অনলাইন মকটেস্ট। আজকের এই অনলাইন মক টেস্টে মাধ্যমিকের বিভিন্ন বিষয়, যেমন ইতিহাস,ভূগোল,জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং বাংলা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন উত্তর রয়েছে। যারা মক টেস্ট দিতে আগ্রহী,তারা নিচের স্টার অপশনে ক্লিক করো।।
মাধ্যমিক
মকটেস্ট ২০২৪
প্রশ্ন সংখ্যা
২০
বিষয়
একাধিক
সময়
৩০০ সেকেন্ড
পর্ব
প্রথম
Quiz Application
you'll have 15 second to answer each question.
Start The Quiz
Quiz Result
HTML Quiz Generator
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Start Again
Go To Home
Quiz Answers
কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়? - দ্বন্দ্ব সমাস "নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে।"- এটি কি ধরনের বাচ্য? - ভাববাচ্য "গরুটি আকাশ দিয়ে উড়ে চলে"-এখানে বাক্য নির্মাণের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? - যোগ্যতা সমাস শব্দটির অর্থ কি? - সংক্ষেপ করা কোন প্রকার বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে? - সরল বাক্যে চলমান বালিয়াড়ি গুলিকে থর মরুভূমিতে কি বলা হয়? - ধ্রিয়ান কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? - রেগুর গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি যন্ত্র হলো- - স্ক্রাবার ভারতে কোন সময়ে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়? - শীতকাল ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? - NH-7 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? - 34% বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? - CH4 STP-তে 22.4L H2- তে অনুর সংখ্যা কত? - 6.022×10²³ গাড়ির হেডলাইনে কোন দর্পণ ব্যবহৃত হয়? - অবতল রোধের একক কী? - ওহম শক্তি সংরক্ষণ সূত্র হিসেবে কোন সূত্রটি বিবেচিত হয়? - লেঞ্জের সূত্র লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? - কাজী নজরুল ইসলাম ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? - বল্লভ ভাই প্যাটেলকে কোন ঘটনার জন্য গান্ধীজী অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? - চৌরিচৌরার ঘটনার জন্য কে বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত? - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
আমাদের ওয়েবসাইটে এইরকম অনলাইন মকটেস্ট আরও আসতে থাকবে। তাই প্রতিদিন মকটেস্ট চাইলে আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকো।।
Tags : মাধ্যমিক ইতিহাস অনলাইন মকটেস্ট | মাধ্যমিক বাংলা মকটেস্ট | মাধ্যমিক ভূগোল মক টেস্ট | মাধ্যমিক জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান অনলাইন মকটেস্ট
একটি মন্তব্য পোস্ট করুন