আমাদের দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম অধ্যায়ে-জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রাণী হরমোন (animal hormone) সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের এই পোস্টে প্রাণী হরমোন (animal hormones) সম্পর্কিত 30টি প্রশ্ন উওর দেওয়া হবে। মাধ্যমিক পরিক্ষায় প্রাণী হরমোন সম্পর্কিত (animal hormones related) যেসব প্রশ্ন আসে, সেই সব প্রশ্ন এখানে রয়েছে।। তাই আজকের এই মাধ্যমিক (প্রাণী হরমোন সম্পর্কিত 30টি প্রশ্ন উওর-Animal Hormones Related Questions Answers 2024) ভালো করে পড়ে রাখো।
মাধ্যমিক প্রাণী হরমোন সম্পর্কিত 30টি প্রশ্ন উওর || Animal Hormone Related Questions Answers 2024
1) কোন গ্রন্থি প্রানী হরমোনের উৎস?
উ).অন্তঃক্ষরা গ্রন্থি হল প্রানী হরমোনের উৎস।।
2) প্রানীদেহে কিসের মাধ্যমে রাসায়নিক সমন্বয় ঘটে?
উ) প্রানীদেহে হরমোনের মাধ্যমে রাসায়নিক সমন্বয় ঘটে।।
3) মানব দেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়?
উ) পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়।
4) কাকে সুপ্রিম কমান্ডার বলা হয়?
উ) হাইপোথ্যালামাসকে।।
5) কোন গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হয়??
উ).পিটুইটারি গ্রন্থি থেকে।।
6).ACTH- এর পুরো নাম কী?
উ) অ্যাড্রেনো কর্টিকো ট্রপিক হরমোন।।
7) কোন হরমোনের অধিক ক্ষরনে কুসিং বর্ণিত রোগ হয় ?
উ) ACTH হরমোনের অধিক ক্ষরনে কুসিং বর্ণিত রোগ দেখা যায়।।
8) GH বা, গ্রোথ হরমোনের অপর নাম কী?
উ) STH ( সোমাটোট্রফিক হরমোন )।
9) GH এর অধিক ক্ষরন, এবং কম ক্ষরনে কোন কোন রোগ দেখা যেতে পারে।।
উ - গ্রোথ হরমোনের অধিক ক্ষরনে অ্যাক্রোমেগালি বা,অতিকায়ত্ব রোগ হতে পারে।। এবং কম ক্ষরনে বামনত্ব রোগ হতে পারে।।
10).কোন হরমোন ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সহায়তা করে?
উ).FSH বা, ফলিকল স্টিমুলেটিং হরমোন, স্ত্রীদেহে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সহায়তা করে।।
11) কোন হরমোন মাতৃদেহে স্তনদুগ্ধ ক্ষরণে সহায়তা করে।
উ).LTH ( লিউটোট্রফিক হরমোন )।
12) ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারণ কী?
উ - ADH, ( অ্যান্টিডাইইউরেটিক হরমোন) - হরমোনের কম ক্ষরনের জন্য ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়।।
13) থাইরক্সিন হরমোনের মুল উপাদান কী?
উ) আয়োডিন হল থাইরক্সিন হরমোনের মুল উপাদান
14).কোন হরমোনের কম ক্ষরনের ফলে ছোটদের ক্রেটিনিজম এবং, বয়স্কদের মিক্সিডিমা রোগ হয়?
উ) থাইরক্সিন হরমোনের কম ক্ষরনের ফলে ছোটদের ক্রেটিনিজম এবং, বয়স্কদের মিক্সিডিমা রোগ হয়।।
15).কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ইনসুলিন ক্ষরিত হয়?
উ).অগ্ন্যাশয়ের বিটা কোশ থেকে ইনসুলিন ক্ষরিত হয়।।
16) কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়?
উ) থাইরক্সিন হরমোন কে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়।।
17) কোন হরমোনটি অ্যান্টিকিটোজেনিক?
উ) ইনসুলিন হল অ্যান্টিকিটোজেনিক হরমোন।।
18).কোন হরমোন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্যে করে?
উ).প্রোজেস্টেরন হরমোন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্যে করে।।
19) অ্যাড্রেনাল গ্রন্থির অপর নাম কী?
উ).অ্যাড্রেনাল গ্রন্থির অপর নাম সুপ্রারেনাল গ্রন্থি।।
20) কোন হরমোন আমাদের দেহের রক্তশর্করা নিয়ন্ত্রণ করে?
উ) ইনসুলিন হরমোন রক্তশর্করা নিয়ন্ত্রণ করে।
21).কোন হরমোনটি দেহের সব জায়গায় পাওয়া যায়.? বা সারা দেহে পাওয়া যায় এমন একটি হরমোনের নাম লেখো।
** আরও দেখো : মাধ্যমিক জীবন বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক মকটেস্ট
উ) প্রোস্টাগ্ল্যান্ডিন হলো এমন এক হরমোন যা সাড়া দেশে পাওয়া যায়।।
22) টেস্টোস্টেরন হরমোনের উৎস কী?
উ) টেস্টোস্টেরন হরমোনের উৎস হল শুক্রাশয়ের লেডিগের আন্তর কোশ।।
23) কোন হরমোন প্রভাবে পুরুষদের দাড়ি গোফ হয়?
উ) টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে।।
24) স্ত্রীদেহে গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ কারী হরমোনটির নাম কী?
উ - ইস্ট্রোজেন।।
25) কোন হরমোনকে আপৎকালীন হরমোন, বা জরুরিকালীন হরমোন বলা হয়?
উ) অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন, বা জরুরিকালীন হরমোন বলা হয়।।
26) ট্রপিক হরমোন কাকে বলে?
উ) যেসব হরমোন কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অপর কোনো অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন ক্ষরন নিয়ন্ত্রণ করে, তাদের ট্রপিক হরমোন বলে।।
আরও পড়ে দেখো👉 ; উদ্ভিদ হরমোন সম্পর্কিত ৩০টি প্রশ্ন উওর
27) কোন হরমোনটি BMR ( বেসাল মেটাবলিক রেট) নিয়ন্ত্রণে সাহায্য করে?
উ) থাইরক্সিন হরমোন।।
28) যে প্রক্রিয়ায়, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষিত হয়, সেই প্রক্রিয়াকে কী বলা হয়?
উ).যে প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষিত হয়, সেই প্রক্রিয়াকে গ্লাইকোজেনেসিস বলা হয়।।
** এটাও দেখো : মানব চক্ষু সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর
29).কোন হরমোনের প্রভাবে ডায়াবেটিস মেলিটাস রোগটি হয়ে থাকে?
উ) ইনসুলিন হরমোনের কম ক্ষরনে ডায়াবেটিস মেলিটাস রোগটি হয়ে থাকে।।
30) ADH এর কাজ কী?
উ).ADH এর কাজ হল, দেহে জলের সংরক্ষন ও দেহের রক্তচাপ নিয়ন্ত্রণ করা।।
** আরও দেখুন : মাধ্যমিক বাংলা অধ্যায়ভিত্তিক মকটেস্ট
Tags ; মাধ্যমিক হরমোন সম্পর্কিত প্রশ্ন উওর | মাধ্যমিক প্রাণী হরমোন সম্পর্কিত প্রশ্ন উওর | hormones related questions and answers in bengali | hormones questions and answers bangla | জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় প্রশ্ন উওর 2025 | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর 2025
একটি মন্তব্য পোস্ট করুন