Top 100 + Current Affairs Of January 2021 In Bengali || Bengali Current affairs || জানুয়ারি মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || জানুয়ারি 2021 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স



january 2021 current affairs in bengal
january 2021 current affairs in bengal

এর আগের কিছু পোস্টে আমরা মে 2021 কারেন্ট অ্যাফেয়ার্স  + এপ্রিল 2021 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স  +  মার্চ 2021 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স + ফেব্রুয়ারি 2021 কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করেছিলাম। আজকের এই পোস্টে আমরা শেয়ার করতে চলেছি জানুয়ারি 2021 কারেন্ট অ্যাফেয়ার্স ( January current affairs 2021 ) আজকের এই পোস্টে জানুয়ারি 2021 (January current affairs 2021 bengali ) কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে।।।

এর আগের 2021 current affairs এর পোস্ট গুলি দেখতে নিচের পোস্টটির শেষের দিকের link এ ক্লিক করুন।

আজকের এই পোস্টের যতগুলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )দেওয়া হল সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs ) বিশেষভাবে গুরুত্বপূর্ণ।। নিচের দেওয়া বিভিন্ন লিংকে ক্লিক করে 2021 সালের মে মাসের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ( May 2021 Current Affairs ) + এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( April 2021 current affairs )  + ফেব্রুয়ারি 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স ( February 2021 current affairs ) + মার্চ 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স ( March 2021 current affairs ) দেখতে নিচের  লিংকে ক্লিক করুন।।  এবং এরকম ভাবেই বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs )   পড়তে আমাদের ওয়েবসাইটে ফলো করতে থাকুন।।





Current Affairs Of January 2021 || Current Affairs In Bangla || all current affairs of January 2021 in Bengali || Monthly current affairs in Bengali || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স  || জানুয়ারি 2021 এর বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || 2021 জানুয়ারি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ pdf || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ || ফেব্রুয়ারি 2021 কারেন্ট অ্যাফেয়ার্স || january 2021 current affairs pdf in bengali || january 2021 current affairs in bengali || current affairs of january 2021 || current affairs of january 2021 questions and answers







Ⓜ কোন দিনটিকে গ্লোবাল ফার্মিং ডে হিসেবে পালন করা হয়??

✅ 1 লা জানুয়ারি


Ⓜ কোন দিনটিকে জাতীয় কন্যা শিশু দিবস হিসেবে পালন করা হয়?

✅ 24 শে জানুয়ারি




Ⓜ কোন দিনটিকে সুভাষচন্দ্র বসুর জন্মদিন হিসেবে পালন করা হয়??

✅ 23 শে জানুয়ারি



Ⓜ কোন মুখ্যমন্ত্রী নেতাজির জন্মদিনটিকে " দেশনায়ক দিবস "হিসেবে পালন করার কথা ঘোষণা করেছেন?

✅  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি



Ⓜ কোন দিনটিকে আন্তর্জাতিক ব্রেইল দিবস কবে পালন করা হয়??

✅ 4 ঠা জানুয়ারি



Ⓜ কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়?

✅ 25 শে জানুয়ারি




Ⓜ কোন দিন থেকে মহারাষ্ট্রে " জার্নালিস্ট ডে"  হিসেবে পালন করা হয়?

✅ 6 ই জানুয়ারি



Ⓜ কোন দিনটিকে জাতীয় যুব দিবস কবে পালন করা হয়?

✅  12 ই জানুয়ারি ( স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে)



Ⓜ  কোন দিনটিকে ভারতীয় সেনা দিবস হিসেবে পালন করা হয়??

✅  15 ই জানুয়ারি



Ⓜ হায়দ্রাবাদে কোন কোম্পানি 5g পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে??

✅ এয়ারটেল


Ⓜ কোন দিনটিকে গ্লোবাল ফ্যামিলি ডে হিসেবে পালন করা হয়?

✅ 1 লা জানুয়ারি



Ⓜ কোন দিনটিকে " প্রবাসী ভারতীয়  দিবস"  হিসেবে পালন করা হয়??

✅  9 ই জানুয়ারি




Ⓜ কোন দিনটিকে " বিশ্ব হিন্দি দিবস"  হিসেবে পালন করা হয়?

✅ 10 রা জানুয়ারি




Ⓜ প্রতিবছর কোন সপ্তাহটিকে  " রোড সেফটি উইক"  হিসেবে পালন করা হয়?

✅ 11 জানুয়ারি থেকে 17 জানুয়ারি।




Ⓜ ISRO- চেয়ারম্যান হিসেবে ডক্টর কে. সিভান এর কার্যকাল কত বছর বাড়ানো হয়েছে??

✅  1 বছর






2020 Eminent Engineer Award পেয়েছেন কে??

✅ বিনোদ কুমার যাদব





Ⓜ  কোথায় ভারতের প্রথম পরাগযোগ পার্ক তৈরি করা হয়েছে??

✅ উত্তরাখণ্ডে




Ⓜ সম্প্রতি কোন ব্যাংক ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স
লঞ্চ করেছে??

✅ ভারতীয় রিজার্ভ ব্যাংক




Ⓜ মহারাষ্ট্রের নতুন ডিজিপি হিসেবে কে নিযুক্ত হয়েছেন??

✅ হেমন্ত নাগারালে





Ⓜ কোন রাজ্য সরকার সমস্ত মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয় রুপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে??

✅ আসাম




Ⓜ সম্প্রতি কোন রাজ্য সরকার " চোখের আলো"  নামক প্রকল্প চালু করেছে?

✅ পশ্চিমবঙ্গ



Ⓜ সম্প্রতি কাকে রেলওয়ে বোর্ডের নতুন CEO এবং চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে??

✅ সুনিত শর্মা





Ⓜ সম্প্রতি কে - " Yes Bank-র চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন??

✅ নিরঞ্জন বানদকর




Ⓜ কর্নাটকের নতুন চিফ সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

✅ পি. রবি কুমার




Ⓜ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড - এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন??
✅ সোমা মন্ডল




Ⓜ সম্প্রতি কোন দেশে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ করা হয়েছে??

✅ কাজাখস্তানে







Ⓜ সম্প্রতি গুজরাট হাই কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে?

✅ বিনীত কোঠোরী



Ⓜ সম্প্রতি কে সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন??

✅ জিতেন্দ্র কুমার মহেশ্বরী



Ⓜ সম্প্রতি কে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন??

✅ সুধাংশু ধুলিয়া




Ⓜ সম্প্রতি কোন রাজ্যে নাইট কারফিউ জারি হয়েছে?

✅ দিল্লিতে




Ⓜ  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কারা নিযুক্ত হয়েছেন??

✅ স্বামীনাথান জনকিরাম এবং অশ্বিনী কুমার তিওয়ারি




Ⓜ বিশ্বে " স্ট্রঙ্গেস্ট ব্র্যান্ড " এর তালিকায় রিলায়েন্স জিও কত নম্বরে রয়েছে??

✅ 5



Ⓜ কোন রাজ্য নিজস্ব ব্যান্ডের পানীয় জল সরবরাহের জন্য " মিশন ভাগীরথ " লঞ্চ করেছে?

✅ তেলেঙ্গানা




Ⓜ ইন্ডিয়া জাস্টিস রিপোর্টে -  কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে?

✅ মহারাষ্ট্র



Ⓜ  সম্প্রতি কোন রাজ্য সরকার " kisan falas rahat yojana" লঞ্চ করেছে??

✅ ঝাড়খন্ড





Ⓜ  কোথায় 51 তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে??

✅ গোয়ায়




Ⓜ All India Chess Federation এর প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন??

✅ সঞ্জয় কাপুর




Ⓜ ভারতের কোন কোম্পানি " World's Most Valuable Two - Wheeler Company -র তকমা পেয়েছে??

✅ Bajaj Auto




Ⓜ উত্তর-পূর্ব ভারতের প্রথম " Ginger Processing Plant তৈরি করা হয়েছে কোন রাজ্যে??

✅ মেঘালয়






Ⓜ  সম্প্রতি কোন রাজ্য সরকার 1000 জন প্রশিক্ষণপ্রাপ্ত নার্সকে ব্রিটেনে কাজের জন্য পাঠানোর কথা ঘোষণা করেছে??

✅ কর্ণাটক




Ⓜ সম্প্রতি কোন রাজ্য সরকারি অফিসের  "গ্রীন ট্যাগ " দেওয়ার কথা ঘোষণা করেছে?

✅ কেরালা



Ⓜ কোন রাজ্য সরকার রাজ্যর যুব সমাজকে স্বনির্ভর করতে  " Launch Pad Scheme " লঞ্চ করেছে??

✅ মধ্যপ্রদেশ





Ⓜ সম্প্রতি কোন ব্যাংক, " হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং"  পরিষেবা চালু করেছে?

✅ ব্যাঙ্ক অফ বারোদা ( Bank Of Baroda)




Ⓜ ভারতের প্রথম " ফায়ার পার্ক " তৈরি হয়েছে কোথায় ??

✅ উড়িষ্যার ভুবনেশ্বরে





Ⓜ কে  " অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন " এর ডেপুটি জেনারেল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন??

✅ অভিষেক যাদাব



Ⓜ " দা কমনওয়েলথ অফ ক্রিকেট " শিরোনামে বইটি কার লেখা??

✅ রামচন্দ্র গুহ


Ⓜ সম্প্রতি কোন রাজ্যে "ব্লাড ফ্লু " কে রাজ্য বিপর্যয় হিসেবে ঘোষণা করা হয়েছে??

✅ কেরালা




Ⓜ সম্প্রতি কোন রাজ্য বার্ড ফ্লু বন্ধ করতে পোল্ট্রর  আমদানি বন্ধ করে দিয়েছে??

✅ পাঞ্জাব




Ⓜ কোন রাজ্য কৃষি জল এবং মাটি পরীক্ষার জন্য " কৃষি সঞ্জীবনী ভ্যান " লঞ্চ করেছে??

✅ কর্ণাটক




Ⓜ  কোন রাজ্য কৃষকদের আয় দ্বিগুণ করতে " Horticulture Development Mission "  এর কথা ঘোষণা করেছে??

✅ গুজরাত



january 2021 current affairs pdf in bengali || january 2021 current affairs in bengali || current affairs of january 2021 || current affairs of january 2021 questions and answers



Ⓜ কোন রাজ্য কৃষকদের কৃষিক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে?

✅ অন্ধ্রপ্রদেশ



Ⓜ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী  "বিন্দু সাগর ক্লিনিং প্রজেক্ট " চালু করেছেন?

✅ উড়িষ্যা




Ⓜ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল' এর 26 তম সংস্করণ এর উদ্বোধন করেছেন কে??

✅ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি




Ⓜ ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম ভাসমান 600 মেগাওয়াটের সোলার প্রজেক্ট চালু হতে চলেছে?

✅ মধ্যপ্রদেশে







Ⓜ  " সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স " এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে?

✅ সুবোধ জয়সাল





Ⓜ সম্প্রতি এয়ারটেল কোম্পানির চিপ ইনফরমেশন অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন কে??

✅ প্রদীপ্ত কাপুর


Ⓜ সম্প্রতি কোন বাদ্যকার " তানসেন সম্মান " পুরস্কার পেয়েছেন??

✅ পন্ডিত সতীশ ব্যাস



Ⓜ মুম্বাইয়ের পদার্থবিজ্ঞানী  Rohini Godbole কে "  Order National DU Marite "  সম্মানে সম্মানিত করেছে কোন দেশ??

✅ ফ্রান্স




Ⓜ কোন রাজ্য, রাজ্যর শিক্ষার্থীদের প্রতিদিন 2GB ডেটা বিনামুল্যে দেওয়ার কথা ঘোষণা করেছে?

✅ তামিলনাডু


Ⓜ  ভারতের ভ্যানাডিয়াম উৎপাদনকারী প্রথম রাজ্য কোনটি??

✅ অরুণাচল প্রদেশ


Ⓜ  ভারতের প্রথম দুটি এক্সপ্রেসওয়েতে এয়ারস্ট্রিপ বানানো হয়েছে কোথায়??

✅ উত্তরপ্রদেশে

Ⓜ প্রথম রাজ্য হিসেবে ক্যাপিটাল প্রজেক্ট এর জন্য কোন রাজ্য অতিও ফান্ড পাচ্ছে??

✅ মধ্যপ্রদেশ



Ⓜ কৃষক আন্দোলন করতে গিয়ে প্রয়াত ব্যক্তির পরিবারের একজন কে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে কোন রাজ্য??

✅ পাঞ্জাব



Ⓜ  কোন রাজ্য তপশিলি জাতিভুক্ত  কলেজ পড়ুয়াদের বিনামূল্যে বই দেবে?

✅ হরিয়ানা


Ⓜ সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী " Air Taxi" পরিষেবা চালু করেছে??

✅ হারিয়ানা



Ⓜ পাবলিক টয়লেটে মহিলাদের জন্য পিরিওড  রুমের ব্যাবস্থা করেছে কোন রাজ্য সরকার?

✅ মহারাষ্ট্র সরকার


Ⓜ break out economies এ ভারতের স্থান কত?

✅ চতুর্থ



Ⓜ কোন ব্যাংক " Safe Pay "  নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছে??

✅ Airtel Payments Bank



Ⓜ  এবছরের প্রজাতন্ত্র দিবসের প্যারেডের প্রথম মহিলা পাইলট হিসেবে কে অংশগ্রহন করেছেন?

✅ভাবনা কান্ত



Ⓜ কোন ভারতীয় " Shakti "  নামে বিশ্বের প্রথম ইউনিভার্সাল বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছেন?

✅ অনুপ মিশ্র



Ⓜ ভারতের কোথায়  " Tesla " কোম্পানির প্রথম বৈদ্যুতিক গাড়ির কারখানা স্থাপন করা হয়েছে?

✅ বেঙ্গালুরুতে




Ⓜ Telecom Equipment and Service Export Promotion Council - এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

✅ সন্দীপ আগারওয়াল





Ⓜ ভারতের তৈরি প্রথম ড্রাইভারলেস মেট্রো কার উদ্বোধন করেছেন কে??

✅ রাজনাথ সিং






Ⓜ কোন রাজ্যে ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম তৈরি হচ্ছে??

✅ কেরালা





Ⓜ কোন রাজ্য সরকার " ওয়ান স্কুল ওয়ান আই.এ.এস " - স্কিম লঞ্চ করেছে??

✅ কেরালা



Ⓜ সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীর দিনটিকে " পরাক্রম দিবস " হিসেবে পালন করার কথা ঘোষণা করেছে কে??

✅ কেন্দ্র সরকার



Ⓜ ভারত সরকার সম্প্রতি কোন দেশের সঙ্গে সৌরশক্তি বিষয়ক গবেষণা করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে??

✅ উজবেকিস্থান


Ⓜ হাওড়া- কলকা মেলের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে??

✅ নেতাজি এক্সপ্রেস





Ⓜ  নরেন্দ্র মোদী কোন রাজ্যের আদিবাসীদের প্রথমবার ভূমির পাট্টা দেবে?

✅ আসাম



Ⓜ কোন রাজ্যে ভারতের দীর্ঘতম রোড আর্চ ব্রিজ উদ্বোধন করা হয়েছে?

✅ মেঘালয়



Ⓜ  কোন রাজ্যের পুলিশ একাডেমি  " বেস্ট পুলিশ একাডেমি" এর তকমা পেয়েছে?

✅ রাজস্থান



Ⓜ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর  হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

✅ সিদ্ধার্থ মোহান্তি





Ⓜ Telecommunications Consultants India Limited এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন??

✅ সঞ্জীব কুমার



Ⓜ কোথায় ভারতের সবচেয়ে বড় মাল্টি মডেল লজিস্টিক পার্ক তৈরি হতে চলেছে?

✅ গুজরাট




Ⓜ সম্প্রতি কোন রাজ্যের গুচি মাশরুম এর উপর জিআই ট্যাগ বসানো হয়েছে?

✅ জম্মু-কাশ্মীর



Ⓜ সম্প্রতি প্রয়াত হলেন ল্যারি কিং কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিলেন??

✅ টিভি ও রেডিও হোস্টিং



Ⓜ " ভ্যাকসিন মৈত্রী " উদ্যোগের ভিত্তিতে ভারত কোন দেশকে এক মিলিয়ন মিলিয়ন কোভিড ভ্যাকসিন উপহার দিয়েছে?

✅ নেপাল




Ⓜ কোন রাজ্য সরকার পাবলিক প্যাসেঞ্জার যানবাহনে জিপিএস এবং প্যানিক বাটন বাধ্যতামূলক করেছে?

✅ ছত্রিশগড়





Ⓜ কোন রাজ্য সরকার প্রথমবারের জন্য " জেল ট্যুরিজম " শুরু করতে চলেছে??

✅ মহারাষ্ট্র



Ⓜ সম্প্রতি কে " মরণোত্তর মহাবীর চক্র " পেয়েছেন??

✅ বিকুমাল্লা সন্তোষবাবু



Ⓜ কে  "ইউনিয়ন বাজেট মোবাইল " অ্যাপ লঞ্চ করেছেন??

✅ নির্মলা সীথারামন



Ⓜ কোন রাজ্য সরকার রাজ্যের যুবকদের স্বনির্ভর হতে এবং কাজের খবরা- খবর দিতে " উদ্যম সাথী"  অ্যাপ লঞ্চ করেছে?

✅ উত্তর প্রদেশ



Ⓜ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার 2021 কতজনকে দেওয়া হয়েছে??

✅ 32 জন শিশুকে


Ⓜ কোন সামরিক বাহিনী রাজস্থান বর্ডারে  "অপারেশন সার্দ হাওয়া" লঞ্চ করেছে?

✅  বর্ডার সিকিউরিটি ফোর্স



Ⓜ সম্প্রতি কোন ব্যাংক শিশুদের বই দান করেছে?

✅  পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক



Ⓜ সম্প্রতি কোথায় শিশুদের জন্য বোট লাইভ লাইব্রেরী লঞ্চ করা হচ্ছে?

✅ কলকাতায়




Ⓜ সম্প্রতিক কোথায় জেন্ডার পার্ক স্থাপিত হচ্ছে?

✅ কেরালার কোঝিকোড়ে




Ⓜ  সুপ্রিম কোর্টের টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে কে নিযুক্ত হয়েছেন??

✅  নন্দিতা হাজারিকা



Ⓜ তামিলনাড়ুর কোথায় জয়ললিতা মেমোরিয়াল এর উদ্বোধন করা হয়েছে?

✅ চেন্নাই তে


Ⓜ কোন রাজ্য " National Best Electoral Practices Award 2020" জিতেছে?

✅ মেঘালয়


🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶

1- Top 100 + Current Affairs Of April 2021 In Bengali || Bengali Current affairs || এপ্রিল মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

2 - Top 100 + Current Affairs Of May 2021 || 2021 মে মাসের সমস্ত বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || মে মাসের সমস্ত গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

3- Top 100 + Current Affairs Of March  2021 In Bengali || Bengali Current affairs || মার্চ মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

4 - Top 100 + Current Affairs Of February 2021 In Bengali || Bengali Current affairs || ফেব্রুয়ারি মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন