জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।।।

0


জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় || জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় 5 নম্বরের প্রশ্ন উত্তর || মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন || Madhyamik Life Science Suggestion || Madhyamik Life Science Question Answer


Madhyamik Life Science Question Answer
Madhyamik Life Science Question Answer

Topic Of Today's post  / The topics that we have covered in today's post

  জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
•  জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর
•  জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় 5নম্বরের প্রশ্ন উত্তর
• মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
• মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2022
• দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
* Madhyamik Life Science Question Answer
• class 10 life science question answer in bengali 1st chapter
• class 10 life science question answer in bengali first chapter
• class 10 life science question and answer
• madhyamik 2022 life science question answer
• wbbse class 10 life science notes
• class 10 life science question and answer
• class 10 life science question answer in bengali
• Madhyamik Life Science Question Answer
• Madhyamik Life Science Question ans Answer
• Madhyamik Life Science 1st Chapter Question Answer




2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - অধ্যায় থেকে পাঁচ নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেওয়া হল।। নিচে যে সকল প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে সে সকল প্রশ্ন বিভিন্ন সালের মাধ্যমিক পরীক্ষায় বারবার এসেছে।। সুতরাং,  নিচের প্রশ্নগুলির তোমাদের মনোযোগ সহকারে দেখা এবং পড়া উচিত।।


🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶

জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় || জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় 5 নম্বরের প্রশ্ন উত্তর || মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন || Madhyamik Life Science Suggestion || Madhyamik Question Answer 





মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অংকন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।। এখানে অনেক কিছু থাকতে পারে...
যেমন-  আইরিশ, কর্নিয়া, স্ক্লেলা, রেটিনা, করোয়েড, অন্ধবিন্দু, তারারন্ধ্র, পীতবিন্দু,অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়স হিউমর - ইত্যাদি।।  তাই এখানে নির্দিষ্ট করে কোন অংশের নাম উল্লেখ করা হলো না।


Madhyamik Life Science Suggestion
Madhyamik Life Science Suggestion 




মানবদেহের একটি আদর্শ নিউরনের বিজ্ঞানসম্মত রেখাচিত্র আঁকো।  এবং রেখা চিত্রটিকে নিচের অংশগুলোর মাধ্যমে চিহ্নিত করো।।
- রানভিয়ারের পর্ব, অ্যাক্সন, সোয়ান কোশ, মায়োলিন সিদ, নিউক্লিয়াস, প্রান্তবুরুশ, ডেনড্রন ডেনড্রাইট...

অথবা,

স্নায়য়তন্ত্রের গঠনগত ও কার্যগত এককের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো।। এবং তার বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো।

Madhyamik Life Science Suggestion
Madhyamik Life Science Suggestion 



একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে, গ্রাহক অঙ্গ, কারক অঙ্গ, সংবেদী নিউরন ও চেষ্টীয় নিউরন চিহ্নিত করো।। এবং তীর চিহ্নের সাহায্যে উদ্দীপনা প্রবাহের গতি পথ নির্দেশ করো।।


Madhyamik Life Science Suggestion
Madhyamik Life Science Suggestion 

তীর চিহ্নের সাহায্যে উদ্দীপনা প্রবাহের গতিপথ-

উদ্দীপনা ----> গ্রাহক----> সংজ্ঞাবহ নিউরোন----> স্নায়ুকেন্দ্র -----> আজ্ঞাবহ নিউরোন----> কারক।






উদ্ভিদের ট্রপিক চলন কাকে বলে??? নিম্নলিখিত ঘটনাগুলো উদ্ভিদের কি ধরনের চলন কে নির্দেশ করে তা লেখো।
- (a) মূল মাটির দিকে বৃদ্ধি পায়।। (b) অঙ্কুরিত বীজের মূল জলের দিকে বৃদ্ধি পায় (c) পদ্ম ফুল সূর্যোদয়ের সময় ফোটে এবং সূর্যাস্তের সময় বন্ধ হয়ে যায়।।



✅উওর=

উদ্ভিদের ট্রপিক চলন: -

যেই প্রকার চলনে উদ্ভিদ অঙ্গের চলনকে চলন উদ্দীপকের গতিপথের দিকে, বা উদ্দীপকের গতিপথ অনুসারে হয়,  উদ্ভিদ অঙ্গের সেই প্রকার চলনকে ট্রপিক চলন বলে।। 

নিম্নলিখিত ঘটনাগুলো উদ্ভিদের যে ধরনের চলন  নির্দেশ করে তা হল-

- (a) মূল মাটির দিকে বৃদ্ধি পায়-

উদ্ভিদের মূল মাটির দিকে বৃদ্ধি পায় এটি হলো জিওট্রপিক চলন বা অভিকর্ষবৃত্তি চলন।।


-  (b) অঙ্কুরিত বীজের মূল জলের দিকে বৃদ্ধি পায়।

-   অঙ্কুরিত বীজ এর মূল জলের দিকে বৃদ্ধি পাওয়া হল হাইড্রো ট্রপিক চলন বা জলবর্তী চলন।।


(c) পদ্ম ফুল সূর্যোদয়ের সময় ফোটে এবং সূর্যাস্তের সময় বন্ধ হয়ে যায়।।

পদ্মফুল সূর্যোদয়ের সময় ফোটে এবং সূর্যাস্তের পর বা সূর্যাস্তের সময় বন্ধ হয়ে যায় এটি হলো ফটনাস্টিক চলন।।।





Ⓜ- হরমোন এর যেকোনো দুটি বৈশিষ্ট্য লেখো।।  জিব্বেরেলিন হরমোনের তিনটি উল্লেখযোগ্য কাজের বর্ণনা করো।।

হরমোনের দুটি বৈশিষ্ট্য হলো-

( নিচের যেকোনো দুটি তোমার লিখতে পারো। এখানে তোমাদের সুবিধার্থে তিনটি পয়েন্ট দেওয়া হয়েছে)

উৎপত্তি: - প্রাণী হরমোনের উৎস হল অন্তক্ষরা গ্রন্থি এবং উদ্ভিদ হরমোনের উৎস হল কান্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা।।।

কাজ: -
হরমোন প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে।।

পরিণতি: -
  হরমোন আমাদের শরীরে খুব অল্প মাত্রায় ক্রিয়াশীল।। এবং হরমোন তার কাজের পরে ধ্বংসপ্রাপ্ত হয় দেহ থেকে নির্গত হয়।।

-  জিব্বেরেলিন হরমোন এর তিনটি উল্লেখযোগ্য কাজ

  বীজের অঙ্কুরোদগম:-
জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের বীজের সুপ্ত দশা ভঙ্গ করে এবং অঙ্কুরোদগমে সাহায্য করে।।

বংশগত খর্বতা দূরীকরণ:

  জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে।। মটর,ভুট্টা প্রকৃতি গাছের বৃদ্ধিতে জিব্বেরেলিন হরমোন ব্যবহার করা হয়।।

ফলের বৃদ্ধি :

উদ্ভিদের ফল গঠন এবং সেই ফলের বৃদ্ধিতে জিব্বেরেলিন হরমোনের বিশেষ ভূমিকা থাকে।। আঙ্গুর,আপেল, নাসপাতি প্রভৃতি উদ্ভিদের ফল গঠনে এবং সেই ফলের বৃদ্ধিতে জিব্বেরেলিন বিশেষ ভূমিকা নেয়।।

পুষ্পক পরিস্ফুটন :

জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের ফুল ফোটাতেও বিশেষভাবে সাহায্য করে।।




হরমোন ও উৎসেচকের পার্থক্য লেখো।। অক্সিন জিব্বেরেলিন এর একটি করে উৎসগত এবং দুটি করে কার্যগত পার্থক্য লেখো।।


হরমোন ও উৎসেচকের পার্থক্য :-

• হরমোন অনাল গ্রন্থির কোষ উৎপন্ন হয়

• উৎসেচক সমস্ত সজীব কোশে উৎপন্ন হয়

• হরমোন সাধারণত উৎসস্থলে ক্রিয়া করে না

•  উৎসেচক উৎপত্তিস্থল এবং অন্যত্র ক্রিয়া করে

অক্সিন জিব্বেরেলিন হরমোন এর একটি করে উৎসগত এবং দুটি করে কার্যগত পার্থক্য হলো -

⚫ অক্সিন এর উৎস :

• হল মূল ও কান্ডের অগ্রভাগের ভাজক কলা থেকে অক্সিন হরমোন উৎপন্ন হয়।।

⚫ জিব্বেরেলিন এর উৎস:

• জিব্বেরেলিন হরমোন পরিণত বীজ, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র ও পাতার বর্ধিষ্ণু অঞ্চলে উৎপন্ন হয়।।

অক্সিন ও জিব্বেরেলিন এর কার্যগত পার্থক্য হল-

• উদ্ভিদের কোশ বিভাজনে অক্সিন হরমোনের ভূমিকা আছে।

• উদ্ভিদের কোশ বিভাজনে জিব্বেরেলিনের কোনো ভূমিকা নেই।

• অক্সিন হরমোন উদ্ভিদের অগ্রমুকুল এর বৃদ্ধি ঘটায়।। এবং পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বাধা দেয়।।

• জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের পর্ব মধ্যের দৈর্ঘ্যর বৃদ্ধি ঘটায়।। 




Ⓜহরমোন কে রাসায়নিক সমন্বয়ক বলা হয়?? প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখো।।

হরমোন কে রাসায়নিক দূত বলার কারণ :-

  প্রাণী দেহের হরমোন অন্তক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে, দেও তাহলে মাধ্যমে শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে, সেখানে বিভিন্ন রাসায়নিক বার্তা বহন করে, সেখানকার বিভিন্ন রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে দেহের বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে রাসায়নিক যোগসুত্র গড়ে তোলে।।। এজন্য হরমোন কে রাসায়নিক সমন্বয়াক বলা হয়।।


প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য হলো :-

⚫ উৎস:

প্রাণী হরমোনের উৎস হল অন্তক্ষরা গ্রন্থি।।

⚫ ক্রিয়া :-

প্রাণীদেহে হরমোন রাসায়নিক সমন্বয়াক হিসেবে কাজ করলেও, প্রাণীদেহে হরমোনের কাজের গতি খুব ধীর সম্পন্ন।। এবং সেইসঙ্গে হরমোন খুব অল্প মাত্রায় ক্রিয়াশীল।।

⚫ কাজের পর হরমোনের পরিণতি :-

প্রাণীদেহে হরমোন বিভিন্ন কাজ করার পর নিজে থেকেই ধ্বংসপ্রাপ্ত হয়।। ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর বিভিন্ন মাধ্যমে হরমোন দেহ থেকে নির্গত হয়।।





হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির দুটি পার্থক্য লেখো।। প্রতিবর্তচাপ এর বিভিন্ন উপাদান গুলি এবং তাদের কাজের উল্লেখ করো।।

⚫ হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির দুটি পার্থক্য হল :

• হরমোন প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়াক হিসেবে কাজ করে।।
• নায়ক অন্ত্র প্রাণীদেহে ভৌত সমন্বয়াক হিসেবে কাজ করে।।

• হরমোন প্রানীদেহে খুব ধীর গতিতে কাজ করে।।

•  প্রাণীদের স্নায়ুতন্ত্র খুব দ্রুত গতিতে কাজ করে।

•   হরমোন দেয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়।।

•  স্নায়ুতন্ত্রের এরকম কোনো কাজ নেই।।


প্রতিবর্ত চাপ এর বিভিন্ন উপাদান গুলির নাম এবং তাদের কাজ :-

প্রতিবর্ত চাপ এর প্রধান উপাদান গুলি হল গ্রাহক,  কারক, বাহক।

গ্রাহক: -

গপ্রাণীদেহে যে সকল অঙ্গ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে তাদের গ্রাহক বলে।। গ্রাহকের কাজ হল বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করা।।

বাহক : -
  প্রাণীদেহে যাদের মাধ্যমে নাই স্পন্দন পরিবহন হয় তাদের বাহক বলে।। বাহকের কাজ হলো স্নায়ু স্পন্দনকে পরিবহন করা।।
(  সংজ্ঞাবহু নিউরোন এবং আজ্ঞাবহ নিউরোন )

কারক: -

প্রাণীদেহে যে সকল অঙ্গ স্নায়ু স্পন্দনে উদ্দীপিত হয়ে সাড়া প্রদান করে,;তাদের কারক বলে।।
বলে।। যেমন - পেশি, গ্রন্থি।।






Ⓜ  গমন কী??  মাছের গমনে মায়োটাম পেশীর ভূমিকা লেখো।।

✅উওর= 

⚫ গমন :
যে প্রক্রিয়ায় বিভিন্ন উদ্দীপকের প্রভাবে, জীব  তার অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন এর মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, তাকে গমন বলে।।

মাছের গমনে মায়োটোম পেশীর ভূমিকা : -

মাছের দেহের মাথার পেছন থেকে শুরু করে লেজ পর্যন্ত ভি আকৃতির মাংস পেশি থাকে, যাকে মায়োটোম পেশি বলে।। এই মায়োটাম পেশি, মাছের দেহের সংকোচন এবং প্রসারের ফলে তরঙ্গায়িত হয়!  যার ফলে মাছের মেরুদন্ড দুপাশে পর্যায়ক্রমে আন্দোলিত হতে থাকে।।। মাছের মায়োটাম যেদিকে সংকুচিত হয় মেরুদন্ড সেদিকে বেঁকে যায়,,  ফলে ওই সময়ে মাছের বিপরীত দিকের মায়োটাম পেশি প্রসারিত হয় এবং এভাবে দেহের সংকোচন-প্রসারণের ফলে, পেশীগুলি আন্দোলিত হতে থাকে ফলে মাছ সামনের দিকে অগ্রসর হয়.. এবং এভাবেই মাছ সামনের দিকে এগিয়ে যেতে থাকে।

ক্লাস টেনের জীবনবিজ্ঞানের অন্যান্য পোস্টের প্রশ্ন উওর ও সাজেশন দেখতে নিচে দেওয়া লিঙ্ক গুলোর ওপরে ক্লিক করো। 


1 - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ( Part - 1 )


2 - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর (  Part - 2 ) 


3 - জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের বড়ো প্রশ্ন উত্তর  ( Part - 3 ) 


3. I-  জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের ২ নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর  ( Part - 4 ) 


4 - জীবনের প্রবাহমানতা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর


5- বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ  অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর


🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় || জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় 5 নম্বরের প্রশ্ন উত্তর || মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন || Madhyamik Life Science Suggestion || Madhyamik Question Answer


EXTRA - SOME IMPORTANT QUESTIONS FOR MADHYAMIK 2022


🅿 সংবেদনশীলতা কাকে বলে?? উদাহরণ দাও।  উদ্ভিদের অভিকর্ষ বৃত্তি ও আলোক বৃওি চলন কাকে বলে??


🅿 উদ্ভিদের যেকোনো দুই প্রকারের ট্রপিক চলন এর ধারণা দাও।।  উদ্ভিদের ট্যাকটিক চলন ও ট্রপিক চলনের তিনটি পার্থক্য লেখো।।


🅿পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় না! এমন তিনটি প্রাণী হরমোনের নাম, তাদের উৎস এবং তাদের কাজের উল্লেখ করো।।

🅿 অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ুর পার্থক্য লেখো।। স্নায়ু গ্রন্থি কী??  ( 3+2)




🅿কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো।। নিউরোনের তিনটি অংশের কাজ উল্লেখ করো



🅿 ডেনড্রন ও অ্যাক্সনের  মধ্যে দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য নির্দেশ করো।। ডেনড্রন ও  অ্যাক্সনের একটি করে কাজ লেখো।

🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶

জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর - 👇👇👇👇

🔴 জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়

🔵 জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top