Class 10 Physical Science Model Activity Task Part 4 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 4 |

0

 Class 10 Physical Science Model Activity Task | Class 10 Physical Science Model Activity Task Part | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান 


Class 10 Physical Science Model Activity Task
Class 10 Physical Science Model Activity Task 


কিছুদিন আগেই রাজ্যের সমস্ত স্কুল থেকে; ক্লাস টেনের ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক করতে দেওয়া হয়েছিল। এর আগের একটি পোস্টে  আমরা আমাদের ওয়েবসাইটে Class 10 physical science model activity task এর তিনটি পার্ট করে দিয়েছি। আজকে আবার আমরা class 10 physical science model activity task এর আরও একটি পোস্ট শেয়ার করবো।। আজকের এই পোস্টে মূলত  - class 10 physical science model activity task part 4, class 10 physical science model activity task part 5, ( মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পাট 5 ) class 10 physical science model activity task part 6 ( মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পাট 6), class 10 physical science model activity task part 7 ( মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পাট 7) থাকবে।।

class 10 physical science model activity task part 4


class 10 physical science model activity task part 4 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 4 | ক্লাস টেন ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4


1যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলাে- 


(ক) বায়ােগ্যাস (খ) পেট্রোল (গ) ডিজেল (ঘ) কয়লা

উওর :  যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলাে- (ক) বায়ােগ্যাস

2- কোনাে উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে-
(ক) সদ্ ও অবশীর্ষ (খ) অসদ ও অবশীর্ষ (গ) সদ ও সমশীর্ষ (ঘ) অসদ ও সমশীর্ষ।

✅উওর : কোনাে উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে-  (ঘ) অসদ ও সমশীর্ষ।

3 -যে যৌগটি আয়নীয় নয় তা হলাে-
(ক) KH (খ) NaCI (গ) CaCI, (ঘ) HCl

✅উওর : যে যৌগটি আয়নীয় নয় তা হলাে-
(ঘ) HCl


২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :

২.১ গ্যাস ধ্রুবকের (R) SI এককটি উল্লেখ করাে।

Answer - 


২.২ পর্যায়সারণিতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়?

✅উওর : পর্যায়সারণিতে প্রত্যেক পর্যায়ের বাদিকের প্রথম মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক।

২.৩ এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখাে যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো।

✅উওর :  LiH ( লিথিয়াম হাইড্রেড ) হলো এমন একটি যৌগ যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো।


class 10 physical science model activity task part 4 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 বাংলা পার্ট 4 | ক্লাস টেন ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4

দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও :

৩.১.পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন ব্যাখ্যা করাে।

উওর : পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে য আয়না সমতল না করে উত্তল রাখার কারণ হলো -
উওর দর্পন সবসময়ই বস্তুর অসদ্, খর্বাকায় ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। এক্ষস দর্পনে প্রতিবিম্ব মেরু ও ফোকাসে অবস্থান করে।।
ফলে সমান আকারের তুলনায় সমতল দর্পনের চেয়ে উওপ দর্পনের বেশি সংখ্যক প্রতিবিম্ব গঠিত হয়।  
উওল দর্পনের ক্ষেত্রে দূরের বস্তু থেকে আগত আলােকরশ্মি উত্তল দর্পণের উপর আপতিত হলে দর্পণটির পেছনে সােজা কিন্তু আকারে ছােটো প্রতিবিম্ব উৎপন্ন হয়। গাড়ির চালকের পেছনে থাকা গাড়িগুলি থেকে আগ আলােকরশ্মি গাড়ির দর্পণে আপতিত হলে, দর্পণের পেচনে থাকা ওই সমস্ত গাড়ির সােজা, আকারে ছােটো প্রতিবিম্ব তৈরি হয়।
একটি উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বড় হওয়ায় গাড়ির চালক গাড়ির পেছনের বিস্তীর্ণ অঞ্চল
থেকে কী যানবাহন আসছে তা উওল দর্পণের সাহায্যে খুব ভালো ভাবে দেখতে পায়। এবং এই বিশেষ সুবিধার জন্যই পেছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে উত্তল দর্পন রাখা হয় ।


৩.২ কোনাে মৌলের আয়নীভবন শক্তি বলতে কী বােঝায়?

উওর : সর্বনিম্ন শক্তিস্তরে থাকাকালীন কোনাে
মৌলের একটি গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর যােজ্যতা কক্ষের সবচেয়ে শিথিলভাবে আবদ্ধ (most loosely bound) ইলেকট্রনকে অপসারিত করে পরমাণু দুটিকে গতিশক্তিহীন এক একক পজিটিভ আধানযুক্ত আয়নে পরিণত করতে যে নূনতম শক্তির প্রয়ােজন হয় তাকে ওই মৌলের আয়নাইজেশান শক্তি (ionisation energy) বলে।

যখন,
M (গ্যাসীয় বিচ্ছিন্ন প্রশম পরমাণু) + আয়নাইজেশন শক্তি -----> M+ (গ্যাসীয়) +e- (নির্গত ইলেকট্রন)।

class 10 physical science model activity task part 4 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 বাংলা পার্ট 4 | ক্লাস টেন ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ 760 mm Hg চাপে ও 273 K উন্নতায় কোনাে একটি গ্যাসের 1.6g-এর আয়তন 1.12L। গ্যাসটির মােলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করাে।

✅ উওর : - 

class 10 physical science model activity task part 4
class 10 physical science model activity task part 4

class 10 physical science model activity task part 4

দশম শ্রেণির অভিষেক কবিতার প্রশ্ন উওর। মাধ্যমিক অভিষেক কবিতার সব ধরনের প্রশ্ন উওর 

অভিষেক কবিতার প্রশ্ন উওর

class 10 Physical Science Model Activity Task Part 5 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 5 |

class 10 Physical Science Model Activity Task Part 5 |
class 10 Physical Science Model Activity Task Part 5 |

Class 10 physical science model activity task Part 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 6

Class 10 physical science model activity task Part 6
Class 10 physical science model activity task Part 6 

Class 10 Physical Science Model Activity Task Part 7 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 7

Class 10 Physical Science Model Activity Task Part 7
Class 10 Physical Science Model Activity Task Part 7 

Class 10 Physical Science Model Activity Task - 1 + 2 +3  👇👇

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top