2025 মাধ্যমিক ভৌতবিজ্ঞান : রাসায়নিক গণনা অধ্যায়ের MCQ + গাণিতিক প্রশ্ন উওর

0

 

রাসায়নিক গণনা অধ্যায়ের MCQ প্রশ্ন উওর এবং গাণিতিক প্রশ্ন উওর

2025 মাধ্যমিক ভৌতবিজ্ঞান : রাসায়নিক গণনা অধ্যায়ের MCQ + গাণিতিক প্রশ্ন উওর

আজকের এই পোস্টে দশম শ্রেণির ভৌতবিজ্ঞান তৃতীয় অধ্যায়- রাসায়নিক গণনার MCQ প্রশ্ন উওর এবং রাসায়নিক গণনা অধ্যায়ের গাণিতিক প্রশ্ন বা রাসায়নিক গণনা অধ্যারের কিছু অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকের এই প্রশ্ন উওর গুলো ২০২৪ সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরিক্ষায় অবশ্যই কাজে আসবে।। 

** মাধ্যমিক ভৌতবিজ্ঞান সম্পূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উওরের পিডিএফ নোট নিতে আজই যোগাযোগ করো +918388986727 নম্বরে।


▪ প্রতিদিন মকটেস্ট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও👇 Telegram Channel 

▪ প্রতিদিন নতুন কিছু জানতে / নোট পেতে ফলো করো আমাদের 👇 WhatsApp Channel


দশম শ্রেণির ভৌতবিজ্ঞান তৃতীয় অধ্যায়- রাসায়নিক গণনার MCQ প্রশ্ন উওর 2024-25

1- কোন বিজ্ঞানী সংরক্ষণ সূত্র আবিষ্কার করেছিলেন?

•  হেনরি ক্যাভেন্ডিস

•   ল্যাভয়সিয়েঁ

•   জন ডালটন

•   গে লুসাক

✅উওর- •   ল্যাভয়সিয়েঁ

2-- কত খ্রিস্টাব্দে ভরের সংরক্ষণ সূত্র আবিষ্কার হয়েছিল

1764

•  1777

•   1774

•   1784

✅উওর- 1774 খ্রিষ্টাব্দে।।
3- E= mc-2 প্রবক্তা কে??

• বিজ্ঞানী মাক্সওয়েল

• বিজ্ঞানী ডাল্টন

• বিজ্ঞানীদের গে- লুসাক

•  বিজ্ঞানী আইনস্টাইন

✅উওর-   বিজ্ঞানী আইনস্টাইন

4, E= mc-2 - সমীকরণে E এর একক কী হবে??

• meV

• MeV

• mev

• mv

✅উওর= MeV

5- কোন গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব M, এবং  বাষ্প ঘনত্ব D হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক?

• M= 2.D

• M= D2

• D= 2.M

• M= D/2

✅উওর-M= D2

6-একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে ওই গ্যাসের আণবিক ওজন কত?? [ মাধ্যমিক 2017]

• 32

• 16

• 64

• 8

✅উওর= 64

7-কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে,

তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে??
[ মাধ্যমিক 2018]

• CO2

• CH4

• C2H2

• C2H6

✅উওর=• C2H2

8- মিথেন এর আণবিক ওজন 16। প্রদত্ত কোনটি মিথেনের বাষ্প ঘনত্ব??

• 32

• 8

• 48

• 64

✅উওর=8

8-STP - তে যেকোনো এক মোল গ্যাসের আয়তন হয় -

• 22.8L

• 22.4L

• 44.4L

• 11.2L

✅উওর= 22.4L

9-STP - তে 1 লিটার  হাইড্রোজেন গ্যাসের ভর কত??

• 0.082 গ্রাম

• 0.089 গ্রাম

• 44 গ্রাম
• 2 গ্রাম

✅উওর=  0.089 গ্রাম

10-গ্রাম আণবিক আয়তনের এস.টি.পি- তে মান কত??

• 11.2 লিটার

• 44.8 লিটার

•  22.4 লিটার

•  2.24 লিটার

✅উওর= 22.4 লিটার

ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের অন্যান্য পোস্টের প্রশ্ন উওর ও সাজেশন দেখতে নিচে দেওয়া লিঙ্ক গুলোর ওপরে ক্লিক করো। 


1- পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর 


2- গ্যাসের আচরণ অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর 


3- রাসায়নিক গণনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর 


4 - আলো অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর 


5 - চলতড়িৎ অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর


6 - পরমাণুর নিউক্লিয়াস অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন ও উওর 


7 - আয়নীয় ও সমযোযী বন্ধন


12-   একটি গ্যাসের বাষ্পঘনত্ব 16। এন.টি.পি -তে 11.2 লিটার একটি গ্যাসের ভর কত??

A⚫• 16 গ্রাম

B⚫• 32 গ্রাম

C⚫• 8 গ্রাম

D⚫• 64 গ্রাম

✅Answer - গ্যাসটির বাষ্পঘনত্ব, D= 16,
- তাই বলতে পারি যে গ্যাসটির M, অর্থাৎ গ্যাসটির
- আণবিক ভর, M = 2×D

•[ M = 2× 16 = 32 ]

  আমরা জানি যে-  M = 22.4L
 
অর্থাৎ-  22.4L গ্যাসের ভর হয় - 32 গ্রাম

* 1L "     "      "     "      "     "  ___32×1______
                                              22.4

• 11.2L "  "    " "   " " " "  __32×1×11.2__
                                          22.4
                                         
( 2 দিয়ে কাটাকাটি করে, উওর 16 আসবে।।


13-কার্বনযুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে,  নিচের কোনটি তার আণবিক সংকেত হতে পারে??

A• CO2

B• CH4

C• C2H4

D• C2H2

✅Answer -  গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব, D= 13 

• অর্থাৎ তার আণবিক ওজন হবে, M = 2× 13 = 26

• উপরের দেওয়া চারটি অপশন এর মধ্যে,  অপশন D হবে সঠিক উওর।।
কারণ - C2H2 এর আণবিক ভর হলো -
• C2 = 12×2 = 24
• H2= 1×2 = 2
• সুতরাং -C2H2= 26.. হলো সঠিক উওর।।।

14-(17 গ্রাম ভরের একটি গ্যাসের এস.টি.পি- তে আয়তন হয় 22.4 লিটার।। ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত??

A• 17 গ্রাম

B• 8.5

C•  1.7 গ্রাম

D•  0.85 গ্রাম

✅Answer -

যেহুতু এখানে উল্লেখ করাই আছে যে M,অর্থাৎ গ্যাসের ভর = 17 গ্রাম.
সুতরাং বলা যায় যে এখানে গ্যাসের বাষ্প ঘনত্ব অর্থাৎ D-  হবে -

• M= 2× D

• বা, D= M/ 2

• D= 17/2 = ( 8.5 হলো ওই গ্যাসের বাষ্পঘনত্ব )

সঠিক উওর হবে- অপশন - B- 8.5 গ্রাম।

15) 12 গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে, উৎপন্ন কার্বন ডাই-অক্সাইডের আয়তন কত??

A• 11.2 লিটার

B• 44.8 লিটার

C• 22.4 লিটার

D• 2.24 লিটার

✅উওর-

C + 02 ------------> CO2

- যেহেতু এখানে, 1 মোল কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়েছে, তাই 12 গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে, উৎপন্ন কার্বন ডাই-অক্সাইডের আয়তন হবে, 22.4 লিটার।।

16) STP- তে 2 মোল কার্বন ডাই-অক্সাইডের আয়তন কত??

A• 11.2 লিটার

B• 44.8 লিটার

C• 22.4 লিটার

D• 2.24 লিটার
উওর -আমরা জানি, যে - STP- তে 1 মোল যেকোনো গ্যাসের আয়তন হয় - 22.4 লিটার।।

সুতরাং - STP- তে 2 মোল কার্বন ডাই-অক্সাইডের

আয়তন হবে,- ( 22.4× 2)= 44.8 লিটার।।

✅Answer - B• 44.8 লিটার।


18) STP- তে 1গ্রাম হাইড্রোজেন আয়তন কত??

A• 11.2 লিটার

B• 44.8 লিটার

C• 22.4 লিটার

D• 2.24 লিটার

- উওর -,
- STP- তে 2 গ্রাম হাইড্রোজেন আয়তন হয় = 22.4 লিটার।।
- সুতরাং - STP- তে 1গ্রাম হাইড্রোজেন আয়তন হবে-( 22.4 / 2 ) = 11.2 লিটার।।

✅Answer -  A• 11.2 লিটার

19)- N.T.P- তে 2.24 L অ্যামোনিয়ার গ্রাম আণবিক ভর কত??

A• 17 গ্রাম

B• 1.7 গ্রাম

C• 0.17 গ্রাম

D• 22.4 গ্রাম

উওর-

•  N.T.P- তে - 22.4 লিটার অ্যামোনিয়ার ভর হলো 17 গ্রাম

• N.T. P- তে 1 লিটার " " "_______17×1________
                                                     22.4

  N.T.P- তে 2.24 লিটার -
 
                        ______17×1×2.24______
                                    22.4

•  17/10 = 1.7 গ্রাম।

সুতরাং - এখানে এন.টি.পি -তে 2.24 লিটার অ্যামোনিয়ার গ্রাম আণবিক ভর হবে 1.7 গ্রাম।।

✅Answer - B• 1.7 গ্রাম

20)- মিথেন এর আণবিক ওজন 16 হলে, নিচের কোনটি মিথেনের বাষ্প ঘনত্ব??

A• 16

B• 32

C• 8

D• 64

উওর 
• এখানে, আণবিক ওজন M= 16

•  যেহেতু - M= 2×D

•  তাই, D = M/2 ( D= গ্যাসের বাষ্প ঘনত্ব )

•  D= 16/2 = [ D=8 ]

✅Answer - C• 8


21) 60 গ্রাম একটি STP- তে আয়তন - 5.6 লিটার।। গ্যাসটির আণবিক ভর কত??

A• 30

B• 120

C• 240

D• 60

উওর=

• আমরা জানি যে-
• গ্যাসের আণবিক ভর = 22.4 লিটার

এখন গাণিতিক ভাবে -

-- আণবিক ভর       ।। আয়তন

       60 -                      5.6 লিটার
       ?                            22.4 লিটার

- সুতরাং,

• আণবিক ভর= __60×22.4____
                                5.6

( কাটাকাটির শেষে থাকবে, 15×16= 240 )

সুতরাং - গ্যাসটির আণবিক ভর হবে 240।।

✅Answer - C• 240


22)- 56 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা কত??

A• 4 মোল

B• 2 মোল

C• 0.2 মোল

D• 1 মোল

উওর = 28 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা হলো -1
সুতরাং, 1 গ্রাম " " " " " " ____1×1____
                                              28

• 56  গ্রাম " " " " " "_____1×1×56______
    .                                      28

সুতরাং, 56 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা হল 2

✅Answer - B• 2 মোল


23) S.T.P- তে 16 গ্রাম অক্সিজেন এর আয়তন কত হবে??

A• 11.2 লিটার

B• 44.8 লিটার

C• 22.4 লিটার

D• 2.24 লিটার

উওর =

• S.T.P-তে 32 গ্রাম  অক্সিজেনের আয়তন হয় 22.4 লিটার।

• S.T.P-তে 1 গ্রাম "  "   "   "  ____22.4×1____  গ্রাম
•                                                    32

•   S.T.P-তে 16 গ্রাম " " ____22.4×1×16_____
•                                                32
•                                     
                                     ✅  = 11.2লিটার         
                                    
                             
সুতরাং -, S.T.P- তে 16 গ্রাম অক্সিজেন এর আয়তন  হবে -✅ A• 11.2 লিটার

24) S.T.P- তে  NH3 - এর আয়তন 44.8 লিটার হলে, এর ভর কত?

A• 17 গ্রাম

B• 34 গ্রাম

C• 3.4 গ্রাম

D• 1.7 গ্রাম

উওর =
•  মোল = প্রদত্ত আয়তন ÷ 22.4

•                       44.8÷22.4 = 2 মোল NH3

•     1 মোল  NH3 এর ভর হয় - 17 গ্রাম।।
• সুতরাং - 2 মোল NH3 ভর হবে- 17×2= 34 গ্রাম

• ✅Answer = B, 34 গ্রাম

পরিবেশের জন্য ভাবনা - মাধ্যমিক দশম শ্রেণির -পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন উত্ত

রাসায়নিক গণনা অধ্যায়ের গাণিতিক প্রশ্ন 2025|| রাসায়নিক গণনা অধ্যারের অঙ্ক 2025

1-20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়??

✅উওর =

• রাসায়নিক বিক্রিয়া

•        CaCO3 --------------------> CaO +   CO2
•     ( 40 + 12 + 16×3)        ( 40+ 16)
•     ( 100 gm)                      (56 gm)

সুতরাং,

• 100 গ্রাম CaCO3 থেকে পাওয়া যায় 56 গ্রাম CaO 

• 1gm " "  " " " " "  " " " " "  "     ___56×1_____ gm
                                                      100

• 20 "    " " " " " " " " " "  _____56×1×20_____gm
                                             100

ans = 1120/100= 11.2 g CaO

2-কত গ্রাম CaCO3 সঙ্গে, অতিরিক্ত লঘু HCl  বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে??

✅উওর =

• CaCO3   +   HCl --------------> CO2    +     CaCl2

• (40+12+16×3)                   (12+ 16×2)

• ( 100gm)                             ( 44gm)

• 44g CO2 উৎপন্ন হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে-

1g  "  " - "  " " " " " " -_____100×1_________  g
                                          44

66g CO2 - " " " " " " " ___100×1×66_________
                                            44
                                           
(এখানে 11 দিয়ে 66 এবং 44 উভয়কে কাটাকাটি করা যায়)

Ans = 150g  ক্যালসিয়াম কার্বনেট লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে।। 

3-80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত করতে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন??

উওর =

• সমীত রাসায়নিক সমীকরণ -

•    NaOH   +       HCl  ---------->  NaCl  + H2O
•    (23+16+1)  ( 1+35.5)
•    (40g)                (36.5g)
•  

** 40 গ্রাম  NaOH কে প্রশমিত করতে প্রয়োজন হয়, 36.5g HCl এর।

• 1গ্রাম NaOH কে প্রশমিত করতে প্রয়োজন হয়,---

•  _____36.5×1____গ্রাম
              40

•    80 গ্রাম NaOH কে প্রশমিত করতে প্রয়োজন- --

•   _______36.5×1×80________ ✅= 73 গ্রাম HCl

 -* 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে 73 গ্রাম HCl  প্রয়োজন।।        


4--STP- তে 3.36 লিটার H2S  প্রস্তুত করার জন্য কত পরিমান ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক এসিডের বিক্রিয়া ঘটাতে হবে???


উওর =

•      FeS +  H2SO4 ----------->  H2  + FeSO4
•(56+ 32= 88 গ্রাম)              ( 22.4 লিটার)
•       
এখানে 1 মোল H2 এর আয়তন -= 22.4 লিটার
কারণ এখানে STP বলা হয়েছে।।

• 22.4 লিটার H2 প্রস্তুত করার জন্য, 88 গ্রাম FeS এর বিক্রিয়া ঘটাতে হবে।।

• 1 লিটার  " " " " " "______88×1_______
                                         22.4

3.36 লিটার " " " " " " " ___88×1×3.36___ লিটার
                                              22.4


                                   132/10 = 13.2 গ্রাম 
                                   

সুতরাং = 3.36 লিটার H2S  প্রস্তুত করার জন্য 13.2 গ্রাম ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাতে হবে।।।


5-21 গ্রাম লোহিত তপ্ত আয়রন উপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়??


উওর =
•    3Fe   +  4H2O ------------>   4H2  +  Fe3O4

•    3(56)                                4(1×2)

•    168g Fe                                8g H2

• 168g FeS এর বিক্রিয়ায় 8 গ্রাম H2 পাওয়া যায়।

• 1গ্রাম " "   "   " "    " " " _____8×1_____ গ্রাম
•                                             168

•   21 গ্রাম " " " " ""  " " "  _____8×1×21___ = 1 গ্রাম
•                                               168
                                       

• ✅✅উওর =  21 গ্রাম লোহিত তপ্ত আয়রন উপর দিয়ে স্টিম চালনা করলে 1গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়।।       

6-আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ু প্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনের জন্য, প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হয়।।

বিক্রিয়াটি সমীকরণ দেওয়া হলো  ---
- 4FeS   + 11O2 ----------> 2Fe203 +8SO2 
-  512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন ??  [মাধ্যমিক 2018 ]             

আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ু প্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনের জন্য, প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হয়।।  বিক্রিয়াটি সমীকরণ দেওয়া হলো  --- - 4FeS   + 11O2 ----------> 2Fe203 +8SO2  -  512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন ??  [মাধ্যমিক 2018 ]
মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উওর 


7- ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক এসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইডের প্রয়োজন হবে??            

Answer -

ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক এসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইডের প্রয়োজন হবে??

8-কোন ধাতব কার্বনেটের 200 গ্রাম কে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড, ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়।।গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22।। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়েছে?



কোন ধাতব কার্বনেটের 200 গ্রাম কে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড, ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়।।গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22।। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়েছে?

9-ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় - ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড ও H2O উৎপন্ন হয়.
50 গ্রাম CaCO3  থেকে 55.5g CaCl2, 22gCO2, 9g H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে?? প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কতো??


ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় - ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড ও H2O উৎপন্ন হয়. 50 গ্রাম CaCO3  থেকে 55.5g CaCl2, 22gCO2, 9g H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে?? প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কতো??

10-S.T.P- তে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড -এর সঙ্গে কলিচুনের বিক্রিয়া করতে হবে??

Answer -

.T.P- তে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড -এর সঙ্গে কলিচুনের বিক্রিয়া করতে হবে??

ধন্যবাদ।। আশাকরি আজকের রাসায়নিক গণনা অধ্যায়ের MCQ & গাণিতিক প্রশ্নগুলো তোমাদের কাজে আসবে।











একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top