পরমানুর নিউক্লিয়াস |
মাধ্যমিক - ভৌতবিজ্ঞান প্রশ্ন উওর।।।
মাধ্যমিক এর জন্য, ভৌতবিজ্ঞানের পরমাণুর নিউক্লিয়াস অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উওর, M.C.Q & S.A.Q - আকারে দেওয়া হলো।।।
• মাধ্যমিক দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর
• মাধ্যমিক ভৌতবিজ্ঞান শ্রেণীর প্রশ্ন উত্তর
• মাধ্যমিকের ভৌত বিজ্ঞান সাজেশন
• মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের ছোট প্রশ্ন উত্তর
• wb class 10 physical science
• wb class 10 physical science question answer in bengali
• class 10 physical science question answer
• class 10 physical science short question answer
• wb class 10 physical science
• wb class 10 physical science question answer in bengali
• class 10 physical science question answer
• class 10 physical science short question answer
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫
মাধ্যমিক - ভৌতবিজ্ঞানের পরমানুর নিউক্লিয়াস অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর।।
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন -
- ভৌতবিজ্ঞান প্রশ্ন উওর - M.C.Q, Question & Answer
1- এদের মধ্যে কোন বিজ্ঞানী তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন??
(ক) বেকারেল, (খ) মাদাম কুরি, (গ) রাদারফোর্ড, ( ঘ) স্যাডউইক
উত্তর=( ক) বেকারেল
2-তেজস্ক্রিয় তা হল একটি -
-
- (ক ) ইলেকট্রনীয় ঘটনা, (খ) রাসায়নিক ঘটনা-, (গ) নিউক্লিয় ঘটনা, (ঘ) ভৌত পরিবর্তন।।
-
উওর = (গ) নিউক্লিয় ঘটনা,
3-নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক নয়?
(ক) বেকারেল, (খ) মাদাম কুরি, (গ) রাদারফোর্ড, ( ঘ) ফার্মি
উওর = ( ঘ) ফার্মি
4-তেজস্ক্রিয় মৌল গুলিতে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত হয় -
-
-(ক) 1.5 (খ) 1.5 এর বেশি (গ) 1.5 এর চেয়ে কম (ঘ) 1 এর বেশি।।
উওর = (খ) 1.5 এর বেশি
5- তেজস্ক্রিয় পরমানু থেকে বিটা -কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর সংখ্যা -
( ক ) ভরসংখ্যা বাড়ে, (খ) পারমাণবিক সংখ্যা বাড়ে (গ) ভর সংখ্যা কমে, (ঘ) পারমাণবিক সংখ্যা কমে.
উ= (খ) পারমাণবিক সংখ্যা বাড়ে
6- ভেদ করার ক্ষমতা -
(ক) আলফা > বিটা > গামা (খ) গামা> বিটা > আলফা (গ) বিটা >আলফা >গামা( ঘ) বিটা >গামা> আলফা
উত্তর= (খ) গামা> বিটা > আলফা
7-পরমাণু চুল্লিতে ভারী জল কি হিসেবে ব্যবহার করা হয়??
- (ক) প্রজেকটাইল হিসেবে (খ) ডাইলুয়েন্ট হিসেবে (গ) জ্বালানি হিসেবে ( ঘ) মডারেটর হিসেবে
- উত্তর=( ঘ) মডারেটর হিসেবে
8- আলফা-কণা হলো-
(ক ) প্রোটনের তুল্য (খ) ডয়টেরনের তুল্য, (গ) +2 আধানযুক্ত হিলিয়াম আয়ন ( ঘ) + আধান যুক্ত হিলয়াম আয়ন
উত্তর= গ) +2 আধানযুক্ত হিলিয়াম আয়ন
9- নিম্নলিখিত কোনটি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না??
- (ক) আলফা - রশ্মি, (খ) বিটা -রশ্মি, (গ) গামা- রশ্মি (ঘ ) পজিট্রন
উত্তর= (গ) গামা- রশ্মি
10-নিচের কোনটি আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতা সঠিক ক্রম-
-
- (ক) আলফা > বিটা > গামা (খ) গামা> বিটা > আলফা (গ) বিটা >আলফা >গামা( ঘ) বিটা >গামা> আলফা
উ = - (ক) আলফা > বিটা > গামা
11-নিচের কোনটি তেজস্ক্রিয়??
- (ক) C-14, (খ) C-12,, (গ) O-16,. (ঘ) Na -23
উওর= (ক) C-14
12-শূন্যস্থানে গামা- রশ্মির বেগ কত??
-
-(ক) 2×10-8 m/s (খ) 3×10-8 m/s (গ) 1.5×10-8 m/s (ঘ) 2.5×10-8 m/s
উওর= (খ) 3×10-8 m/s
13-আলফা কণার আধান কত??
-
- (ক) 4.8 ×10-(-13C) (খ) 3.2 ×10-(-19C )
- (গ) 6.4×10-(-13C) (ঘ) 2.5×10-(-13C)
উওর= (খ) 3.2 ×10-(-19C )
14 -একটি ইলেকট্রনের ভর (M) হলে বিটা কণার ভর হবে-
(ক) M (খ) 2M, (গ) 4M (ঘ) 3M
উওর = (ক) M
15 - নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ধারণে ব্যবহার করা হয়???
(ক) CO-60 (খ) I - 131 (গ) P- 32 (ঘ) C-14
উওর = (ঘ) C-14
16-নিচের কোনটি সূর্য শক্তির মূল উৎস???
(ক) নিউক্লিয় সংযোজন , (খ) নিউক্লিয় বিভাজন
(গ) নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজন, (ঘ) কোনোটিই নয়.
উত্তর= (ক) নিউক্লিয় সংযোজন ,
17- নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে কোনটি আদর্শ প্রক্ষেপক? -
(ক) প্রোটন (খ) আলফা -কণা , (গ) গামা- কণা
(ঘ) নিউট্রন
উওর = (ঘ) নিউট্রন
18-নিচের কোনটি তেজস্ক্রিয়তার এস.আই -একক??
• (ক) বেকারেল, (খ) রাদারফোর্ড (গ) হেরনি, (ঘ) কুরি।।
উওর = (ক) বেকারেল,
19- ক্যান্সার রোগের চিকিৎসায় নিজের কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়??
-
(ক) CO-131 (খ) C - 131 (গ) I- 131 (ঘ) Ra- 131
উওর = (ক) CO-131
20- • তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হল-
(ক) ইলেকট্রনের স্রোত, (খ) প্রোটনের স্রোত (গ) নিউট্রনের স্রোত,(ঘ) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
উওর = (ক) ইলেকট্রনের স্রোত
21- একটি তেজস্ক্রিয় মৌল সমূহের যে মৌলে পরিণত হয়! - সেটি হল-
(ক) থোরিয়াম, (খ) টাংস্টেন (গ) মলিবডেনাম (ঘ) লেড
উওর= (ঘ) লেড
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫
মাধ্যমিক - ভৌতবিজ্ঞানের পরমানুর নিউক্লিয়াস অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর।।
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন -
- ভৌতবিজ্ঞান প্রশ্ন উওর -
- শূন্যস্থান পুরন -
-
-তেজস্ক্রিয় তা আবিষ্কার করেন _______
-✅ - বিজ্ঞানী বেকারেল
-তেজস্ক্রিয় তা হল একটি _________ ঘটনা
✅ উত্তর - নিউক্লিয় ঘটনা
-তেজস্ক্রিয় মৌলের যে পরমাণুর তেজস্ক্রিয় বিঘটন ঘটে তাকে ___________পরমাণু বলে
✅- জনক
- তেজস্ক্রিয়তার এস আই একক হল________
- ✅ - বেকারেল।।
-তেজস্ক্রিয় নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত হয় _____
✅- 1.5 এর চেয়ে বেশি।।
- যেসব মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদের___________ মৌল বলে।।
-
✅ - তেজস্ক্রিয়
_________হল ধনাত্মক আধানযুক্ত কণা।
✅- আলফা রশ্মি।
__________ হল ঋণাত্মক আধানযুক্ত কণা।
✅- বিটা- রশ্মি
- ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হল_________
- ✅- গামা -রশ্মির।
-ভেদন ক্ষমতা সবচেয়ে কম হলো_______
-✅- আলফা রশ্মির।।
-
_________হল ধনাত্মক আধান যুক্ত তেজস্ক্রিয় কণ।।
✅- আলফা রশ্মি।
- কোন মৌলে তেজস্ক্রিয় বিকিরণ এর ফলে সেই মৌল থেকে _________________ নির্গত হয়।।
✅- আলফা-রশ্মি, বিটা- রশ্মি এবং গামা রশ্মি
- তেজস্ক্রিয় রশ্মি গুলির মধ্যে _________হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ।।
✅- গামা রশ্মি।
🔴_________হল একটি তেজস্ক্রিয় গ্যাস।
✅- ক্রিপটন।
- গামা রশ্মির বেগ হলো__________
- ✅- 3×10-8m/s (শূন্যস্থানে আলোর বেগের সমান)
🔴____________ হল নিস্তড়িত কণা।।
✅- Y - ( গামা )
- গামা রশ্মির গতি শক্তির মান হলো_________
✅উ- শূণ্য
-কোন তেজস্ক্রিয় পরমাণুর থেকে ________ তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে।।
✅- Y- রশ্মি।।
- কোন তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে, ওই নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা ___________কমে।।
✅- 2 টি
- কোন তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে একটি বিটা কণার নিঃসরণ হলে ওই নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা __________ কমে।।
✅- 1 টি ।
- একটি কৃত্রিম তেজস্ক্রিয় মৌল হলো_______
- ✅- ফসফরাস আইসোটোপ - ( 15- P- 30)
- কোন তেজস্ক্রিয় পদার্থ থেকে প্রতি সেকেন্ডে যতগুলি নিউক্লিয়াসের বিঘটন হয়, তাকে ওই পদার্থে_______ বলা হয়।।
✅- সক্রিয়তা।।
- তেজস্ক্রিয় পরিবর্তন সর্বদা________
- ✅ - একমুখী।।
🔴 _________ পদ্ধতিতে পৃথিবীর বয়স নির্ধারণ করা হয়।।।
✅- কার্বন ডেটিং।।
- সূর্যে __________বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়।
✅- নিউক্লিয় সংযোজন।।
⚫ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের অন্যান্য পোস্টের প্রশ্ন উওর ও সাজেশন দেখতে নিচে দেওয়া লিঙ্ক গুলোর ওপরে ক্লিক করো।
1- পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর
2- গ্যাসের আচরণ অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর
3- রাসায়নিক গণনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর
4 - আলো অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর
5 - চলতড়িৎ অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর
6 - পরমাণুর নিউক্লিয়াস অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন ও উওর
- পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Thank you sir . Sir 2022 madhyamik ki full syllabus hoba ?
উত্তরমুছুনমনেহয় না ফুল syllabus থাকবে.. kintu bola jayna ki thakbe r ki thakbe na...tai sob e pora uchit
উত্তরমুছুনSir apnader ai website ta khub valo laga6e sir amar . Sir apnar vedio dhekye khub valo lage.
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন