জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় || মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর || জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্ন উত্তর|| Madhyamik life Science || Madhyamik Life Science Question Answer ||class 10 life science question answer in bengali




  মাধ্যমিক জীবনবিজ্ঞান- জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর


দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর 



Topic Of Today's post  / The topics that we have covered in today's post

* জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় 


 • জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় ক্লাস টেন


  • জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় প্রশ্ন উওর


• মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর


• মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2022


• দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর


• class 10 life science question answer in bengali 1st chapter


• class 10 life science question answer in bengali first chapter


• class 10 life science question and answer


• madhyamik 2022 life science question answer


• wbbse class 10 life science notes
• class 10 life science question and answer


• class 10 life science question answer in bengali


• Madhyamik Life Science Question Answer 


• Madhyamik Life Science Question ans Answer 


• Madhyamik Life Science 1st Chapter Question Answer 





আজকের পোস্টের মাধ্যমে দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বইয়ের -"  জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়" - অধ্যায়ের - "প্রাণীদের সাড়া প্রদান একটি প্রকার হিসেবে গমন " - থেকে - "মানুষের গমনে সচল সন্ধি ও কঙ্কাল পেশির ভূমিকা" - অংশের সমস্ত ছোট প্রশ্ন বা MCQ, SAQ - প্রশ্ন তার উওর সহকারে দেওয়া হল।। দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বইয়ের বাকি ছোট প্রশ্ন এবং উত্তর সংক্রান্ত পোস্ট গুলি দেখতে নিচে দেওয়া  লিঙ্কের ওপর  ক্লিক করে সেই পোস্ট গুলো দেখে নিতে পারেন।।। 


⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫



 -জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্ন উত্তর- 


-জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্ন উত্তর-
-জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্ন উত্তর-


দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর 



🔴- নিচের কোনটির মাধ্যমে প্রাণীরা উদ্দীপনায় সাড়া দেয়? - 


(ক) উদ্দীপক (খ) উদ্দীপনা (গ) চলন (ঘ) গমন


 ✅উওর = (ঘ) গমন




🔴- গমনে সাহায্যকারী চালিকা শক্তি হল

-  (ক) চাপ ও তাপ (খ) অনুভব অনুভূতি

-   (গ) অনুকূল বাসস্থান ও প্রজনন (ঘ) বিশ্লেষণ শক্তি ও অনুভূতি


✅উওর= (গ) অনুকূল বাসস্থান ও প্রজনন 




🔴- অ্যামিবার গমন অঙ্গ হল-

-  (ক) ফ্লাজেলা (খ) ক্ষণপদ (গ) ইউগ্লিনা (ঘ)  সিটা। 


✅উওর= (খ) ক্ষণপদ 





🔴-  নিচের কোন প্রাণী সিলিয়ার সাহায্যে গমন করে?

-  

-   (ক) প্যারামেসিয়াম  (খ) অ্যামিবা (গ) ইউগ্লিনা,(ঘ) কোনোটিই নয়! 


✅উওর = (ক) প্যারামেসিয়াম 





🔴 -   ইউগ্লিনা গমন অঙ্গ হল--


(ক ) ফ্লাজেলা (খ) সিলিয়া (গ) ক্ষণপদ (ঘ)কোনোটিই নয়! 


✅উওর =(ক ) ফ্লাজেলা।।






🔴- ফ্ল্যাজেলার মাধ্যমে গমন করার পদ্ধতিকে বলা হয়-


- (ক) সিলিয়ারি গমন (খ) অ্যামিবয়েড গমন (গ) ফ্লাজেলীয় গমন (ঘ) কোনোটিই নয়



✅উওর = (গ) ফ্লাজেলীয় গমন !!






🔴- মাছের গমনে সাহায্যকারী পেশী হল -

-  (ক) ঐচ্ছিক পেশী (খ) হৃদ পেশী,(গ) মায়োটোম পেশি (গ) কোনোটিই নয়


✅উওর = (গ) মায়োটোম পেশি 




 

🔴- অস্থি যুক্ত মাছের শরীরে মোটকয়টি পাখনা থাকে?? 

(ক) 7 জোড়া (খ) মাত্র সাতটি (গ) 4 জোড়া (ঘ)মাত্র চারটি


✅উওর = (খ) মাত্র সাতটি 






🔴- মাছের কোন পাখনা মাছকে জলের মধ্যে  দিক পরিবর্তন করতে সাহায্য করে??

-  (ক) পুচ্ছ পাখনা   (খ) শ্রোণি পাখনা (গ) বক্ষ পাখনা 

-  (ঘ) পৃষ্ঠ পাখনা।।


✅উওর=  (ক) পুচ্ছ পাখনা





🔴- কোন অঙ্গটি মাছের প্লবতা রক্ষা করে??

- (ক) মাছের পটকা (খ)  মাছের লেজ (গ) মাছের বক্ষ পাখনা (ঘ) মাছের মায়োটোম পেশি 


✅উওর=  (ক) মাছের পটকা 








🔴 - মাছের মায়োটোম পেশীর আকৃতি হলো - 

 - 

 -  (ক) I - আকৃতির, (খ) J - আকৃতির, (গ) - T আকৃতির (ঘ) V - আকৃতির


✅উওর = (ঘ) V - আকৃতির






🔴- পায়রার লেজের পালককে কী বলা হয়? 

- (ক) রেমিজেস (খ) রেকট্রিসেস, (গ) বার্বিউল, (ঘ) বার্ব 


✅উওর= খ) রেকট্রিসেস,





🔴-পায়রার লেজ গঠনকারী পালকের সংখ্যা কয়টি?? 

-  (ক) 23 টি (খ) 22 জোড়া (গ) 12 টি (ঘ) 12 জোড়া।


✅উওর= (গ) 12 টি।। 






🔴- পায়রার ডানার পালককে কী বলা হয়? 


- (ক) রেমিজেস (খ) রেকট্রিসেস, (গ) বার্বিউল, (ঘ) বার্ব 


✅উওর=(ক) রেমিজেস।





🔴-  পায়রার ডানা গঠনকারী পালকের সংখ্যা কয়টি?? 

-  (ক) 23 টি (খ) 23 জোড়া (গ) 12 টি (ঘ) 12 জোড়া।


✅উওর=(ক) 23 টি 






🔴- কোন প্রাণীতে দ্বিপদ গমন দেখা যায়?? 


-   (ক) মাছ (খ) পায়রা (গ) মানুষ (ঘ) গোরু -


✅উওর=  (গ) মানুষ -





🔴- মানুষের গমনের সময় কোন অঙ্গটি দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে??-


-(ক) মধ্যেমস্তিষ্ক খ) গুরুমস্তিষ্ক (গ) হাইপোথ্যালামাস (ঘ) লঘুমস্তিষ্ক 


✅উওর= (ঘ) লঘুমস্তিষ্ক 







🔴- সচল অস্থিসন্ধির প্রকোষ্ঠে কোন তরল পদার্থ থাকে - 

(ক) সেরিব্রো স্পাইনাল ফ্লুয়িড  (খ) সাইনোভিয়াল তরল (গ) লসিকা (ঘ) মস্তিষ্ক মেরুরস


- ✅উওর =  (খ) সাইনোভিয়াল তরল।






🔴- নিচের কোনটির সাহায্য, পেশি অস্থির সাহায্য যুক্ত থাকে! - 


- (ক) টেনডন  (খ) সাইনোভিয়াল তরল (গ) লিগামেন্ট (ঘ) কন্ডরা 


✅উওর= - (ক) টেনডন  





🔴- নিচের কোন জিনিসটা,  অস্থিসন্ধি স্থলে, দুটি অস্থিকে পরস্পরের সাথে যুক্ত করে রাখে?  - 


- (ক) টেনডন  (খ) তন্তু (গ) লিগামেন্ট (ঘ) কন্ডরা 


✅উওর= - (গ) লিগামেন্ট।।






 🔴-বল ও সকেট সন্ধির উদাহরণ হলো -

- (ক) কাধের অস্থিসন্ধি, (খ) হাঁটুর অস্থিসন্ধি (গ) কব্জির অস্থিসন্ধি (ঘ) করোটির অস্থিসন্ধি


✅উওর=(ক) কাধের অস্থিসন্ধি 






-🔴কবজা সন্ধির দেখা যায় - 


- (ক) কাধে, (খ) হাঁটুতে (গ) গ্রীবাতে (ঘ) করোটিতে


✅উওর=(খ) হাঁটুতে।






🔴- কোন পেশির ক্রিয়ার ফলে মানবদেহের অস্থি ভাঁজ হয়?- 

- - (ক) ফ্লেক্সর (খ) এক্সটেনসর (গ) ল্যাটিসিমাস ডরসি (ঘ) কোনোটিই নয়।।


✅উওর=(ক) ফ্লেক্সর।।





🔴- নিচের কোন পেশি দেহাঙ্গকে দেহের কাছে টেনে নিয়ে আসে??


- (ক) অ্যাডাকটর (খ) এক্সটেনসর (গ) ল্যাটিসিমাস ডরসি (ঘ) কোনোটিই নয়।।


✅উওর= - (ক) অ্যাডাকটর 





🔴- দেহের কোন অংশকে ঘোরাতে সাহায্য করে এমন একটি কঙ্কাল পেশির নাম হল- 


-  (ক) বাইসেপস্ (খ) ট্রাইসেপস্  (গ) ল্যাটিসিমাস ডরসি (ঘ) পাইরিফর্মিস 


-  ✅উওর= (ঘ) পাইরিফর্মিস 






⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫


জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর


- " জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় "- 


দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর


দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর - 



 🔴 - অ্যামিবার গমন অঙ্গের নাম কী??


 ✅ উত্তর= অ্যামিবার গমন অঙ্গের নাম হল -"ক্ষণপদ" - বা, " সিউডোপোডিয়া"। 





🔴- অ্যামিবার গমন পদ্ধতি কে কী বলা হয়????


✅-  উত্তর =অ্যামিবার গমন পদ্ধতি কে -"অ্যামিবয়েড" গমন বলা হয়।।





🔴-কোন প্রাণীতে ফ্ল্যাজেলীয় গমন দেখা যায়??


✅উওর= - "ইউগ্লিনা " -নামক প্রাণীতে ফ্ল্যাজেলীয় গমন দেখা যায়





🔴- ইউগ্লিনা গমন পদ্ধতির নাম কী?? 


✅- উত্তর = ইউগ্লিনার গমন পদ্ধতির নাম হল ফ্ল্যাজেলীয় গমন





🔴-   মাছের কোন অঙ্গটি অস্থিযুক্ত মাছকে,জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে?? 


✅- উওর=  মাছের - "পটকা " - মাছকে জলে ডুবতে এবং ভাসতে সাহায্য করে।। 





🔴- প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম কী??


✅ উত্তর=প্যারামেসিয়াম এর গমন অঙ্গের নাম হল  -"সিলিয়া"। 






🔴- প্যারামেসিয়াম এর গমন পদ্ধতির নাম কী?? 


✅উওর- উত্তর প্যারামেসিয়াম এর গমন পদ্ধতির নাম হল - "সিলিয়ারি গমন" -।।







🔴- মাছের গমনে মুখ্য ভূমিকা পালনকারী পেশির নাম কী?? 


✅- উত্তর =মাছের গমনে মায়োটোম পেশি মুখ্য ভূমিকা পালন করে







🔴- মাছ তার কোন পাখনার সাহায্যে জলে ওঠা -নামা করে এবং স্বির জলে ভেসে থাকে??


✅ উত্তর= মাছ তার একজোড়া বক্ষ পাখনার সাহায্যে জলে ওঠা-নামা করে।। এবং জলে স্থির ভাবে ভেসে থাকে।।





🔴-  মাছের শরীরের মায়োটাম পেশি দেখতে কেমন হয়??? 


✅-   উত্তর = মাছের শরীরের মায়োটোম পেশি ইংরেজি অক্ষর - (V) - মতো দেখতে হয়।।







🔴- পায়রার লেজের পালককে কী বলা হয়???


✅- উত্তর =পায়রার লেজের পালককে রেকট্রিসেস বলা হয়।।





🔴- পায়রার ডানার পালক গুলিকে কী বলা হয়??


✅উওর= পায়রার ডানার পালক গুলিকে রেমিজেস বলা হয়।।





🔴- পায়রার উড্ডয়নে সাহায্যকারী পেশী গুলির নাম কী?? 


✅- উওর= পায়রার উড্ডয়ন এ সাহায্যকারী পেশী গুলি হল - পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং কোরাকো ব্রাকিয়ালিস।।







🔴- মানুষের গমনকে কী বলা হয়?? 


✅উওর= মানুষের গমন কে দ্বিপদ গমন বলা হয়।।






🔴- মানুষের গমনের সময় কোন পেশীর সংকোচনে  গোড়ালির অস্থিতে  চাপ পড়ে! এবং গোড়ালি মাটি থেকে উপরে উঠে??



✅ উত্তর =মানুষের গমনের সময় - "গ্যাস্ট্রোকনেমিয়াস " - নামক কাফ্ পেশীর সংকোচন এ গোড়ালির ওপরে চাপ পড়ে!! ফলে গোড়ালির মাটি থেকে উপরে উঠে আসে।।।





🔴-মানুষের গমনের সময় কোন পেশীর সংকোচন এ পায়ের সম্মুখভাগ উত্তোলিত হয়?? 


✅-উওর = মানুষের গমনের সময় -" এক্সটেনসর ডেজিটেরিয়াম " - পেশীর সংকোচনে পায়্বর সম্মুখভাগ উত্তোলিত হয়।।





🔴-  মানুষের গমনের সময় "বাইসেপস ফিমোরিস" - পেশীর কাজ কী???


✅-   উত্তর = মানুষের গমনের সময় বাইসেপস ফিমোরিস পেশির সংকোচনে পা সামনের দিকে উত্তোলিত হয়!  এবং তারপর পা সামনের দিকে অগ্রসর হয়।।।






🔴- মানুষের গমনের সময় কোন কোন অঙ্গ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে??


✅-  উত্তর= মানুষের গমনের সময় - "লঘু মস্তিষ্ক" এবং - " অন্তঃকর্ণের অর্ধবৃত্তাকার নালী " -দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।।।





🔴- সাইনোভিয়াল তরল কী??


✅-  উত্তর = সচল অস্থিসন্ধির সাইনোভিয়াল গহ্বরে  এক প্রকার তরল থাকে,যাকে সাইনোভিয়াল তরল বলা হয়।।




🔴- সাইনোভিয়াল তরল কোথায় থাকে??? 


✅-   উত্তর =সচল অস্থি সন্ধির সাইনোভিয়াল গহ্বরে  সাইনোভিয়াল তরল থাকে।। 





🔴- সাইনোভিয়াল তরল এর কাজ কী?? 


✅উওর = সাইনোভিয়াল পর্দা থেকে ক্ষরিত সাইনোভিয়াল তরল, সংযুক্ত দুটি অস্থিকে  তাদের ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে।।।





🔴- একপ্রকার কব্জা সন্ধির উদাহরণ দাও!!


✅-  উত্তর =হাঁটুর অস্থিসন্ধি হল একপ্রকার কব্জা সন্ধির উদাহরণ।। 






🔴- একপ্রকার বল সকেট সন্ধির উদাহরণ দাও!!


✅-  উত্তর=  আমাদের শরীরের স্কন্ধ সন্ধি হল একপ্রকার বল ও সকেট সন্ধির উদাহরণ।।





🔴 -  যে প্রক্রিয়ায় দুটি অস্থি ভাজ হতে বা কাছাকাছি আসতে সহায়তা করে সেই প্রক্রিয়াকে কি বলে???


✅উওর =  যে প্রক্রিয়া দুটি অস্থি কাছাকাছি আসতে, বা ভাজ হতে সহায়তা করে, সেই প্রক্রিয়াকে ফ্লেক্সন বলে।।









🔴- ফ্লেক্সর পেশি কী?? উদাহরণ দাও।। 


✅- উত্তর =যে সকল পেশি ফ্লেক্সন ক্রিয়ায় অংশ গ্রহণ করে বা অংশ নেয় তাদের ফ্লেক্সর পেশী বলে।।  এবং  একটি ফ্লেক্সর পেশির উদাহরণ হল - "বাইসেপস " -পেশি।।






🔴- ফ্লেক্সর পেশির এর কাজ কী??


 ✅উত্তর = ফ্লেক্সর পেশির কাজ হলো, সন্ধিস্থলে দুটি অস্থিকে ভাজ করতে সাহায্য করা।।।






🔴 - এক্সটেনসন কী??


✅ -  যে প্রক্রিয়ায় সন্ধিস্থল প্রসারিত হয় অর্থাৎ ভাঁজ করা অঙ্গকে দূরে সরে যেতে সহায়তা করে,  তাকে এক্সটেনসন বলা হয়।।





🔴- এক্সটেনসর পেশি কী?? উদাহরণ দাও। 


✅- উওর= যেসকল পেশি এক্সটেনসন প্রক্রিয়ায় অংশ নেয় তাদের এক্সটেনসর বেশি বলে।। 

ট্রাইসেপস্ পেশি হল এক্সটেনশন পেশির উদাহরণ।।








🔴-  রোটেশন কী?? রোটেটর পেশি কি?উদাহরণ দাও।


✅-  উত্তর =যে প্রক্রিয়ায় দেহের কোন অংশ 

আবর্তিত হয় অথবা রোটেট করে, তাকে রোটেশন বলে।। এবং রোটেশন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী পেশিকে রোটেটর  পেশি বলে।। যেমন পাইরিফরমিস




🔴- একটি রোটেটর পেশীর উদাহরণ দাও।। 


✅- উত্তর= একটি রোটেটর পেশীর উদাহরণ হল পাইরিফরমিস।।


ক্লাস টেনের জীবনবিজ্ঞানের অন্যান্য পোস্টের প্রশ্ন উওর ও সাজেশন দেখতে নিচে দেওয়া লিঙ্ক গুলোর ওপরে ক্লিক করো। 


1 - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ( Part - 1 )


2 - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের প্রশ্ন উত্তর (  Part - 2 ) 


3 - জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের বড়ো প্রশ্ন উত্তর  ( Part - 3 ) 


3. I-  জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের ২ নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর  ( Part - 4 ) 


4 - জীবনের প্রবাহমানতা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর


5- বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ  অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর



🔴-  রোটেটর পেশীর কাজ কী??


✅উত্তর= রোটেটর পেশির কাজ হল কোন অস্থিকে রোটেট বা আবর্তিত করতে সাহায্য করা।।।


⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫


আগের পোস্টের লিঙ্ক - 👇


 -জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্ন উত্তর- 


2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন