Class 10 Life Science Model Activity Task | Class 10 life science model activity
Class 10 Life Science Model Activity Task | Class 10 life science model activity |
আজকের এই পোস্টের মাধ্যমে আমরা ক্লাস টেনের - class 10 life science model activity 4,
class 10 life science model activity task part 5, class 10 life science model activity 6, class 10 life science model activity task part 7 এর উওর শেয়ার করবো। নিচে প্রত্যেকটা আলাদা আলাদা model activity এর লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে সেগুলো দেখে নিতে পারো।
class 10 life science model activity task part 4 |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক | দশম শ্রেণির জীববিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক
1- প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে।
1.1- উদ্ভিদের পর্বৰ্মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমােন সেটি নির্বাচন করাে —
(ক) অক্সিন
(খ) জিব্বেরেলিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) NAA
-
উওর : উদ্ভিদের পর্বৰ্মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমােন সেটি হলো - (খ) জিব্বেরেলিন।
1.2- নীচের বক্তব্যগুলি থেকে মায়ােপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করাে –
(ক) চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া
(খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া
(গ) চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া
(ঘ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হওয়া
উওর : নীচের বক্তব্যগুলি থেকে মায়ােপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি হলো - (খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া।
1.3 - নীচের যে জোড়টি সঠিক তা স্থির করাে –
(ক) STH – থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা
(খ) ACTH - স্ত্রীদেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করা
(গ) FSH - রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা
(ঘ) ADH - বৃক্কীয় নালিকায় জলের পুনঃশােষণ ঘটানাে
উওর ; যে জোড়টি সঠিক তা স্থির তা হলো - (ঘ) ADH - বৃক্কীয় নালিকায় জলের পুনঃশােষণ ঘটানাে।
class 10 life science model activity task part 4 | class 10 life science model activity task
2- নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও :
2.1 - ডাবের জলে_____ হরমােন থাকে।
উওর : ডাবেল জলে সাইটোকাইনিন হরমোন থাকে।
2.2- পায়রার একটি ডানায় ____ টি রেমিজেস নামকপালক থাকে।
উওর : পায়রার একটি ডানায় 23 টি রেমিজেস নামক পালক থাকে।
2.3- RNA-তে থাইমিনের পরিবর্তে _____থাকে।
উওর : RNA-তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে।
class 10 life science model activity task part 4 | class 10 life science model activity task
3- . দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
3.1 - নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করাে।
• নালির উপস্থিতি ও অনুপস্থিতি
• ক্ষরিত পদার্থ
উওর:
3.2 - মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করাে।
উওর : মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হল প্রফেজ।
প্রফেজ দশায় নিউক্লিয়াসের কিছু পরিবর্তন :
▶ ক্রোমোজোম সৃষ্টি : প্রফেজ দশায় ক্রোমাটিন সুত্রগুলি কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ ছােটো ও মােটা হয় এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমােজোম সৃষ্টি করে।
▶ ক্রোমাটিড গঠন : প্রতিটি ক্রোমােজোম সেন্ট্রোমিয়ার অল ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করে।।
▶ নিউক্লিউ পর্দার অবলুপ্তি : প্রফেজ দশার শেষের দিকে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়লাসের অবলুপ্তি ঘটে।।
class 10 life science model activity task part 4 | class 10 life science model activity task
4 - নীচের প্রশ্নটির উওর দাও।।
4.1 - প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।
• ক্রোমাটিড
• সেন্ট্রোমিয়ার
• মেরু অঞ্চল
• বেম তন্তু
উওর :
Class 10 Life Science Model Activity Task Part 5 | Class 10 Model Activity Task Part 5
Class 10 Life Science Model Activity Task Part 5 Class 10 Life Science Model Activity Task | Class 10 Life Science Model Activity Task Part 6
Class 10 Life science Model Activity Task Part 7 | ক্লাস টেন জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
দশম শ্রেণির অভিষেক কবিতার প্রশ্ন উওর। মাধ্যমিক অভিষেক কবিতার সব ধরনের প্রশ্ন উওরclass 10 Physical Science Model Activity Task Part 5 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 5 |
Class 10 physical science model activity task Part 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 6
Class 10 Physical Science Model Activity Task Part 7 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 7
|
একটি মন্তব্য পোস্ট করুন