Class 10 Life Science Model Activity Task | Class 10 life science model activity 

Class 10 Life Science Model Activity Task | Class 10 life science model activity
Class 10 Life Science Model Activity Task | Class 10 life science model activity 


আজকের এই পোস্টের মাধ্যমে আমরা ক্লাস টেনের - class 10 life science model activity 4

 class 10 life science model activity task part 5, class 10 life science model activity 6, class 10 life science model activity task part 7 এর উওর শেয়ার করবো।  নিচে প্রত্যেকটা আলাদা আলাদা model activity এর লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে সেগুলো দেখে  নিতে পারো।  

class 10 life science model activity task part 4
class 10 life science model activity task part 4


মডেল অ্যাক্টিভিটি টাস্ক | দশম শ্রেণির জীববিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক


1-  প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে। 

1.1-  উদ্ভিদের পর্বৰ্মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমােন সেটি নির্বাচন করাে —

(ক) অক্সিন

(খ) জিব্বেরেলিন

(গ) সাইটোকাইনিন

(ঘ) NAA

-

উওর : উদ্ভিদের পর্বৰ্মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমােন সেটি হলো - (খ) জিব্বেরেলিন। 


1.2-  নীচের বক্তব্যগুলি থেকে মায়ােপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করাে –


(ক) চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া

(খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া

(গ) চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া

(ঘ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হওয়া


উওর : নীচের বক্তব্যগুলি থেকে মায়ােপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি হলো - (খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। 


1.3 -  নীচের যে জোড়টি সঠিক তা স্থির করাে –


(ক) STH – থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা

(খ) ACTH - স্ত্রীদেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করা

(গ) FSH - রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা

(ঘ) ADH - বৃক্কীয় নালিকায় জলের পুনঃশােষণ ঘটানাে


উওর ; যে জোড়টি সঠিক তা স্থির তা হলো - (ঘ) ADH - বৃক্কীয় নালিকায় জলের পুনঃশােষণ ঘটানাে। 


class 10 life science model activity task part 4 | class 10 life science model activity task



2-  নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও :

2.1 - ডাবের জলে_____ হরমােন থাকে।

উওর : ডাবেল জলে সাইটোকাইনিন হরমোন থাকে।


2.2- পায়রার একটি ডানায় ____ টি রেমিজেস নামকপালক থাকে।


উওর : পায়রার একটি ডানায় 23 টি রেমিজেস নামক পালক থাকে।


2.3- RNA-তে থাইমিনের পরিবর্তে _____থাকে।


উওর : RNA-তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে।


class 10 life science model activity task part 4 | class 10 life science model activity task



3- . দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :


3.1 -  নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করাে।

• নালির উপস্থিতি ও অনুপস্থিতি

• ক্ষরিত পদার্থ

উওর: 


3.2 - মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করাে


উওর : মাইটোসিস কোষ বিভাজনের  সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হল প্রফেজ। 

প্রফেজ দশায় নিউক্লিয়াসের কিছু পরিবর্তন : 


▶ ক্রোমোজোম সৃষ্টি : প্রফেজ দশায় ক্রোমাটিন সুত্রগুলি কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ ছােটো ও মােটা হয় এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমােজোম সৃষ্টি করে। 


▶ ক্রোমাটিড গঠন : প্রতিটি ক্রোমােজোম সেন্ট্রোমিয়ার অল ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করে।। 


▶ নিউক্লিউ পর্দার অবলুপ্তি : প্রফেজ দশার শেষের দিকে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়লাসের অবলুপ্তি ঘটে।। 


class 10 life science model activity task part 4 | class 10 life science model activity task



4 - নীচের প্রশ্নটির উওর দাও।।


4.1 - প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 

• ক্রোমাটিড

• সেন্ট্রোমিয়ার

• মেরু অঞ্চল

• বেম তন্তু 


উওর : 


Class 10 Life Science Model Activity Task Part 5 | Class 10 Model Activity Task Part 5 

Class 10 Life Science Model Activity Task Part 5
Class 10 Life Science Model Activity Task Part 5 

Class 10 Life Science Model Activity Task | Class 10 Life Science Model Activity Task Part 6

Class 10 Life Science Model Activity Task Part 6
Class 10 Life Science Model Activity Task Part 6

Class 10 Life science Model Activity Task Part 7 | ক্লাস টেন জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক |

Class 10 Life science Model Activity Task Part 7
Class 10 Life science Model Activity Task Part 7

দশম শ্রেণির অভিষেক কবিতার প্রশ্ন উওর। মাধ্যমিক অভিষেক কবিতার সব ধরনের প্রশ্ন উওর 

অভিষেক কবিতার প্রশ্ন উওর

class 10 Physical Science Model Activity Task Part 5 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 5 |

class 10 Physical Science Model Activity Task Part 5 |
class 10 Physical Science Model Activity Task Part 5 |

Class 10 physical science model activity task Part 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 6

Class 10 physical science model activity task Part 6
Class 10 physical science model activity task Part 6 

Class 10 Physical Science Model Activity Task Part 7 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 10 ভৌতবিজ্ঞান পার্ট 7

Class 10 Physical Science Model Activity Task Part 7
Class 10 Physical Science Model Activity Task Part 7 

Class 10 Physical Science Model Activity Task - 1 + 2 +3  👇👇



Post a Comment

নবীনতর পূর্বতন