ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভুমিকা আলোচনা করো।।
ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা |
ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা || বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভুমিকা আলোচনা করো।।
ছাপাখানার ক্ষেত্রে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন
উওর:
ভুমিকা: বাংলার ছাপাখানার বিকাশে যে সমস্ত বাঙালির কথা আসে, তাদের মধ্য অন্যতম ছিলেন লেখক এবং প্রকাশক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার লেখা বই " ছেলেদের রামায়ন" যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে ছাপানোর কথা ভাবেন। কিন্তু এই বইটি সিটি বুক সোসাইটি থেকে প্রকাশনার পর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বইটির প্রকাশনায় খুবই হতাশ হন। এবং এই হতাশা থেকেই 1885 খ্রিষ্টাব্দের তিনি নিজের ছাপাখানা প্রতিষ্ঠার কথা মাথায় আনেন। এবং 1885 খ্রিষ্টাব্দে কলকাতার শিবপুর লেনে নিজস্ব একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। যার 1895 খ্রিষ্টাব্দে নাম হয়" ইউ.এন. রায় অ্যান্ড সন্স"। এবং এরপরই তার ছাপাখানার জগতে প্রবেশ শুরু হয়।
বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভুমিকা ছিল এরুপ::
1, নিজস্ব ছাপাখানা প্রতিষ্ঠার উদ্যোগ :: উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা " ছেলেদের রামায়ন" বইটি যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে 1884 খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। কিন্তু সিটি বুক সোসাইটি থেকে প্রকাশিত এই বইটিরপ্রকাশনা উপেন্দ্র কিশোরকে খুশি করতে পারেনি। এই বইটির ছাপা তাকে খুবই হতাশ করে। যার জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঠিক করেন যে তিনি নিজস্ব ছাপাখানার প্রতিষ্ঠা করবেন।
2, নিজস্ব ছাপাখানা :
যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটির ছাপাখানা থেকে তার প্রকাশিত বইয়ের হতাশা থেকে উপেন্দ্র কিশোর 1885 খ্রিষ্টাব্দে কলকাতার শিবনারায়ন লেনে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এই ছাপাখানার নাম পরবর্তীকালে পরিবর্তিত হয়ে হয় " ইউ. এন. রায় অ্যান্ড সন্স "
3, রঙ্গিন ছবি ::-
উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার নিজস্ব ছাপাখানার মাধ্যমে ছাপাখানার জগতে পরিবর্তন আনেন। তিনি ছাপাখানা থেকে প্রকাশিক বিভিন্ন বই পএ বা খবরের কাগজ গুলিতে সাদা - কালো ছবির পরিবর্তে রঙিন ছবি ছাপানোর উদ্যোগ নেন।
তিনি এর জন্য ভারতে হাফ- টোন ব্লকের প্রবর্তন করেন। এর তার এই পদ্ধতিতে সত্যি ছাপাখানার জগতে এক নতুন দিক খুলে যায়। এর আগর ছাপাখানার বই গুলিতে যে সাদা কালো ছবি ছাপা হত তাতে খুদে শিশুদের মন হয়তো ভরতো না। কিন্তু বই -পএে রঙিন ছবি আসার পর তাদের পড়ার আগ্রহ টা অনেক গুন বেড়ে যায়।।
4, বিভিন্ন ধরনের যন্ত্র, এবং নতুন পদ্ধতি: উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপাখানার প্রসারে শুধুমাত্র রঙিন ছবির পদ্ধতি উদ্ভাবনেই থেমে থাকেননি। তিনি হাফ-টোন ব্লক পদ্ধতি প্রবর্তেন পর বিভিন্ন ধরনের যন্ত্র , যেমন - ডুয়োটাইপ, ট্রিন্ট প্রসেস,ডায়াফর্ম যন্ত্র, স্ক্রিন অ্যাডজাস্টার প্রভৃতি যন্ত্র ও পদ্ধতি তৈরি করেন।
5, সুকুমার রায়ের ভুমিকা::-
উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপাখানার প্রকাশনা সম্পর্কিত ফোটোগ্রাফি ও মুদ্রন সম্পর্কে শিক্ষা লাভের জন্য তার পুএ সুকুমার রায়কে 1911 খ্রিষ্টাব্দে ইংল্যান্ডে এ পাঠাম।
6, পথ প্রদর্শক হিসেবে ::বলা হয় যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পরিকল্পনা অনুসরণ করে ইংল্যান্ডে বাণিজ্যিক ভাবে বিভিন্ন ধরনের মুদ্রন যন্ত্র, স্ক্রিন অ্যাডজাস্টিং মেশিন বানানো হয়েছিল। তাই অনেকে তাকে এ বিষয়ে পথ প্রদর্শক হিসেবে মনে করেন।
উপসংহার: সবশেষে বলা যে যগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে প্রকাশিত " ছেলেদের রামায়ন" বইটির প্রকাশনার অখুশি থেকেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপাখানার জগতে পা রাখার কথা পরিকল্পনা করেন।। এবং ইউ.এন.রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন। এবং আস্তে আস্তে তিনি বাংলার ছাপাখানার জগতে তার গুরুত্বপূর্ণ অবদান তৈরী করে যান।
নিচে দেওয়া লিঙ্ক গুলোর ওপর ক্লিক করে বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন উওর এবং সাজেশন গুলো দেখে নিতে পারেন। 👇
1- ইতিহাসের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর
2- ইতিহাসের ধারণা অধ্যায়ের সমস্ত 2 নম্বরের প্রশ্ন ও উওর
3- সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা মাধ্যমিক ইতিহাস সাজেশন সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
4- প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশিন
6- সংঘবদ্ধতার গোড়ার কথা প্রশ্ন উওর ও সাজেশন
9- বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের সমস্ত 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, এবং তার ছাপাখানা থেকে যেসব প্রশ্ন বিভিন্ন টেস্ট পেপার, এবং অনেক সাজেসন বইয়ের পাতার পর পাতায় দেখা যায়, সেই সমস্ত প্রশ্ন, উওর আজকের এই পোস্টে পেয়ে যাবেন।। যদি আপনার চান তাহলে আমাদের এখান থেকেই সব প্রশ্ন-উওর লিখে নিতে পারেন, অথবা যদি আপনি চান তাহলে নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা এই পোস্টের সমস্ত প্রশ্ন- উওর গুলো পিডিএফ ( pdf) আকারে ডাউনলোড করে নিতে পারেন।।
MCQ - SAC
- 1, ইউ, এন, রায় অ্যান্ড সন্স কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
- উওর - 1895 খ্রিষ্টাব্দে
2, ভারততে " হাফটোন " প্রিন্টিং পদ্ধতি কে প্রবতন
করেছিলেন? ( মাধ্যমিক 2017)
উওর- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
3- ইউ,এন, রায় অ্যান্ড সন্স ভুমিকা নিয়েছিল-
( মাধ্যমিক -2017)
4- হাফটোন ব্লকে নির্মিত উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর প্রথম ছাপা বইটির নাম হল-
উওর- ছেলেদের রামায়ন
5- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী যে পএিকার সম্পাদক ছিলেন,
-উওর- সন্দেশ নামক পএিকার।।
6- সন্দেশ পএিকার প্রকাশনা শুরু হয়েছিল -
উওর- 1913 খ্রিস্টাব্দ থেকে।।
7- ছেলেদের রামায়ন, ও ছেলেদের মহাভারত, এই দুটি বইয়ের লেখক কে??
উওর- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
8- টুনটুনির বইটি কার লেখা?
উওর- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
9- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী প্রকাশিত প্রথম যে পএিকা, সেই পএিকার নাম কি ছিল?
উওর- সন্দেশ
10- সন্দেশ পএিকাটি মাসিক পএিকা ছিল? না সাপ্তাহিক, নাকি দৈনিক?
উওর- মাসিক ।।
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔵🔴
Khub valo
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন