110 + ইতিহাস প্রশ্ন উওর | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের 110+ প্রশ্ন উওর

0

 সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উওর| মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | wb class 10 history question answer 


সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উওর

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর | class 10 history 2nd chapter notes | মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | wb class 10 history question answer | wb class 10 history suggestion | History question answer|  class 10 history 2nd chapter question answer

আমাদের ওয়েবসাইটে ক্লাস টেনের ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে।
এর আগের কিছু পোস্টে আমরা দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় -'  সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা " এর বেশ কিছু প্রশ্ন উওর এবং মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022 হিসেবেও কিছু প্রশ্ন দিয়েছিলাম। আজকের এই পোস্টে মাধ্যমিক ইতিহাস বা দশম শ্রেণির ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় "সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা " থেকে 110 + টি প্রশ্ন উওর শেয়ার করা হবে।। আজকের এই পোস্টের " সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা " অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন উওর দেওয়া হয়েছে, আশাকরি এই প্রশ্ন উওর গুলো  তোমাদের বিভিন্ন পরিক্ষায় যথেষ্ট উপকার করবে।।


সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর | class 10 history 2nd chapter notes | মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | madhyamik history question answer



1 - বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা কোনটি?

উওর: সমাচার দর্পন।

2- ভারতের প্রথম সাপ্তাহিক পএিকা কোনটি?

উওর- বেঙ্গল গেজেট।

3- ভারতের প্রথম বাংলা দৈনিক সংবাদ কোনটি?

উওর- ঈশ্বর গুপ্ত সম্পাদিত -" সংবাদ প্রভাকর"। 

4- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পএিকার নাম কোনটি ?

উওর- " দিকদর্শন " হল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পএিকা।

5 - বামাবোধিনী সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করা হয়?

উওর : ১৮৬৩ খ্রিষ্টাব্দের।

6 - কার উদ্যোগে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করা হয়েছিল?

উওর : উমেশচন্দ্র দত্ত।

7-  কত খ্রিস্টাব্দে বামাবোধিনী পত্রিকার প্রথম প্রকাশ ঘটে?

উওর : ১৮৬৩ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে।

8 - বামাবোধিনী পত্রিকা মাসিক নাকি দৈনিক পএিকা ছিল?

উওর : মাসিক। 

9 -  বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উওর : উমেশচন্দ্র দও।

10 -  কত খ্রিস্টাব্দে বামাবোধিনী পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়?

উওর ; ১৯২২ খ্রিষ্টাব্দে।

11 - বামাবোধিনী পত্রিকায় মূলত কোন কোন বিষয়ে লেখা হতো?

উওর; বামাবোধিনীতে ভাষাজ্ঞান,ভূগোল,বিজ্ঞান, ইতিহাস, দেশ, নীতি ও ধর্ম, শিশুপালন গৃহচিকিৎসা, শিল্পকর্ম সাহিত্য ইত্যাদি বিষয়ে লেখা প্রকাশ করা হতো।

12 -  হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয়?

উওর: ১৮৫৩ খ্রিষ্টাব্দের ৬ ই জানুয়ারি।।

13 - হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রকাশক কে ছিলেন?

উওর : গিরিশচন্দ্র ঘোষ।

14-  হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মালিক কে ছিলেন?

উওর:  মধুসূদন রায়।

15 - হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হতো?

উওর: ইংরেজি।।

16 - হিন্দুপ্যাট্রিয়ট পত্রিকাটি সাপ্তাহিক ছিল নাকি মাসিক?

উওর; সাপ্তাহিক।

Class 10 Geography Model Activity Task Part 7 | class 10 Geography Model Activity Part 7

Class 10 Geography Model Activity Task Part 7

17 - হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার একজন উল্লেখযোগ্য সম্পাদকের নাম লেখো।

উওর: হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

18 - হরিশচন্দ্র মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় যোগদান করেন?

উওর: 1854 খ্রিষ্টাব্দে।

19 - হরিশচন্দ্র মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মুখ্য সম্পাদকের পদ অলংকৃত করেন?

উওর : 1855 খ্রিষ্টাব্দে।

20 - হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কত খ্রিস্টাব্দে সাপ্তাহিক থেকে দৈনিক পত্রিকায় পরিণত হয়?

উওর: 1892 খ্রিষ্টাব্দের 16 ই মার্চ।

21 - " হুতোম প্যাঁচার নকশা " -  গ্রন্থটি কার রচনা??

উওর : সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহ।

22 -  হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়??

উওর : 1864 খ্রিষ্টাব্দে।

23 - হুতোম প্যাঁচার নকশা গ্রন্থের আমরা কলকাতার কোন সম্প্রদায়কে দেখতে পাই??

উওর : কলকাতার বাবু সম্প্রদায়কে।

24 - নীলদর্পণ নাটকটির রচয়িতা কে?

উওর.: দীনবন্ধু মিত্র।

25 -  নীলদর্পণ নাটকটি কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছিল??

উওর :  1859-60 খ্রিস্টাব্দের নীল বিদ্রোহের উপর ভিত্তি করে।

25 -   নীলদর্পণ নাটকটি প্রথম কবে প্রকাশিত হয়?

উওর : 1860 খ্রিষ্টাব্দে।

26 - নীলদর্পণ নাটকটি প্রথম কোথায় প্রকাশিত হয়?
উওর : ঢাকায়।

27- কে " নীলদর্পণ ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন?

উওর : মাইকেল মধুসূদন দত্ত।

28 - নীলদর্পণ নাটকটের ইংরেজি প্রকাশকের নাম কী?

উওর : রেভারেন্ড জেমস লঙ।

29 - নীলদর্পণ নাটকটি কী নামে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে?

উওর : " The Indigo Planting Mirror "।

30 - গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উওর : হরিনাথ মজুমদার।

31 - কত খ্রিস্টাব্দে গ্রামবার্তা প্রকাশিকা প্রথম প্রকাশিত হয়??

উওর ; 1863 খ্রিষ্টাব্দে।

32 -  কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়?

উওর : গ্রামবার্তা প্রকাশিকা - পএিকাকে।

33 - কত খ্রিস্টাব্দে গ্রামবার্তা প্রকাশিকা বন্ধ হয়ে যায়?

উওর : 1884 খ্রিষ্টাব্দে।

34 -  1884 খ্রিস্টাব্দে গ্রামবার্তা প্রকাশিকা বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ কি ছিল?

উওর : কাঙাল হরিনাথ মজুমদার আর্থিক দুরবস্থা।

35 -  ব্রিটিশ সরকার কত খ্রিস্টাব্দে সনদ আইন পাস করে??

উওর : 1813 খ্রিষ্টাব্দে।

36 -  কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতের শিক্ষা খাতে প্রতি বছর এক লক্ষ টাকা ব্যয় করার কথা ঘোষণা করা হয়?

উওর: 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট এর মাধ্যমে।

37 - কত খ্রিস্টাব্দে কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠিত হয়??

উওর : 1823 খ্রিষ্টাব্দে।

38 - ভারতে কবে পাশ্চাত্য শিক্ষা নীতি সরকারি ভাবে গ্রহণ করা হয়?

উওর : 1835 খ্রিষ্টাব্দে।

39 - ভারতে কত খ্রিস্টাব্দে প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী দ্বন্দ্বের অবসান ঘটে?

উওর : 1835 খ্রিস্টাব্দের 7 ই মার্চ.

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উওর | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা বড়ো প্রশ্ন উওর | মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উওর


সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উওর
সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উওর

40- জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন এর সভাপতি কে ছিলেন?

উওর :  টমাস ব্যাবিংটন মেকলে।

41 - টমাস বেবিংটন মেকলে কত খ্রিস্টাব্দে তার মেকলে মিনিট পেশ করেন?

উওর: 1835 খ্রিষ্টাব্দের 2 ই ফেব্রুয়ারি।

42 - কাকে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয়??

উওর :  উডের ডেসপ্যাচ কে।

43 -  কত খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়?

উওর : 1854 খ্রিষ্টাব্দে।

44-  উডের ডেসপ্যাচ এর প্রণেতা কে??

উওর : চার্লস উড।

45 -  চার্লস উড কে ছিলেন??

উওর :  চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোল এর সভাপতি এবং উডের ডেসপ্যাচ এর প্রণেতা।

46 -  চার্লস উডের সুপারিশ মেনে কবে সরকারি শিক্ষা দপ্তর খোলা হয়?

উওর : 1855 খ্রিষ্টাব্দে।

47 - ভারতে কত খ্রিস্টাব্দে হান্টার কমিশন নিযুক্ত  হয়?

উওর : 1872 খ্রিষ্টাব্দে।

48 - কত খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করা হয়?

উওর : 1817 খ্রিষ্টাব্দে।

49 - কে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন?

উওর : ডেভিড হেয়ার।

50 - কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?

উওর : 1817 খ্রিস্টাব্দে।

51 -  হিন্দু কলেজ পরবর্তীকালে কী নামে পরিচিত হয়?

উওর :  প্রেসিডেন্সি কলেজ।

52 - হিন্দু কলেজের বর্তমান নাম কী?

উওর : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

53 - প্রেসিডেন্সি কলেজের বিদ্যালয় শিক্ষা বিভাগটি কী নামে পরিচিত?

উওর: হিন্দুস্কুল নামে পরিচিত।

54 - কে " হেয়ার স্কুল " প্রতিষ্ঠা করেছিলেন?

উওর: ডেভিড হেয়ার।

55 - ডেভিড হেয়ার কত খ্রিস্টাব্দে হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেছিলেন?

উওর : 1818 খ্রিষ্টাব্দে।

56 -  হেয়ার স্কুল এর পূর্ব নাম কী ছিল?

উওর : পটলডাঙ্গা একাডেমি।

57 - কে এবং কত খ্রিস্টাব্দে অরিয়েন্টাল সেমিনারি প্রতিষ্ঠা করেছিলেন?

উওর : গৌরমোহন আঢ্য 1828 খ্রিস্টাব্দে ওরিয়েন্টাল সেমিনারি প্রতিষ্ঠা করেছিলেন।

58 -  কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল?

উওর : 1781 খ্রিষ্টাব্দে।

59 - কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল?

উওর : 1784 খ্রিষ্টাব্দে।

নিচে দেওয়া লিঙ্ক গুলোর ওপর ক্লিক করে বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন উওর এবং সাজেশন গুলো দেখে নিতে পারেন। 👇


1- ইতিহাসের ধারণা অধ্যায়ের প্রশ্ন উওর 


2- ইতিহাসের ধারণা অধ্যায়ের সমস্ত 2 নম্বরের প্রশ্ন ও উওর 


3-  সংস্কার :  বৈশিষ্ট্য ও পর্যালোচনা মাধ্যমিক ইতিহাস সাজেশন সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 


3.I - সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর | সংস্কার ব‍ৈশিষ্ট‍্য ও পর্যালোচনা অধ্যায়ের ২ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উওর 


4- প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায়ের প্রশ্ন উওর ও সাজেশিন 


5-প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর | ২ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উওর 


6- সংঘবদ্ধতার গোড়ার কথা প্রশ্ন উওর ও সাজেশন 


7-  সংঘবদ্ধতার গোড়ার কথা - মাধ্যমিক গুরুত্বপূর্ণ সাজেশন || 2 Mark এর সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উওর সহকারে।।


8- বিকল্প চিন্তা ও উদ্যোগ ( উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথমভাগ পযর্ন্ত  ) - বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের প্রশ্ন উওর + মাধ্যমিক সাজেশন।।


9-  বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের সমস্ত 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর 


60 -  কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল?

উওর : 1800 খ্রিষ্টাব্দে।

61 - কত খ্রিস্টাব্দে " বারাণসী সংস্কৃত কলেজ " প্রতিষ্ঠা করা হয়েছিল?

উওর :  1792 খ্রিষ্টাব্দে।

62 - কত খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠা করা হয়?

উওর : 1835 খ্রিষ্টাব্দে।

63 -   কত খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন - প্রতিষ্ঠিত হয়েছিল?

উওর : 1830 খ্রিষ্টাব্দে।

64- জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কী?

উওর : স্কটিশ চার্চ কলেজ।

65 - জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?,

উওর ; আলেকজান্ডার ডাফ।

66-  রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে " অ্যাংলো হিন্দু স্কুল " প্রতিষ্ঠা করেছিলেন?

উওর : 1815 খ্রিষ্টাব্দে।

67 - কত খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন প্রতিষ্ঠা করা হয়েছিল?

উওর : 1800 খ্রিষ্টাব্দে।

68 - কত খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়?
উওর ; 1818 খ্রিষ্টাব্দে।

69 - কাদের উদ্যোগে শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন কলেজ প্রতিষ্ঠিত হয়?

উওর : শ্রীরামপুর মিশনারীদের উদ্যোগ।

70 - কাদের শ্রীরামপুর ত্রয়ী বলা হত?

উওর : উইলিয়াম কেরি,  জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড - কে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হত।

71 - কে এবং কত খ্রিস্টাব্দে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন?

উওর : জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন সাহেব আঠার 1849 খ্রিস্টাব্দে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন।

72 - ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি?

উওর : হিন্দু বালিকা বিদ্যালয়।

73 -  হিন্দু বালিকা বিদ্যালয় বর্তমান নাম কী?

উওর : বেথুন স্কুল।

74 - রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন?

উওর : 1826 খ্রিষ্টাব্দে।

75 - " স্ত্রীশিক্ষা বিধায়ক " নামক পুস্তিকাটি প্রকাশ করেন?

উওর : রাজা রাধাকান্ত দেব।।

76 -  ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?

উওর : কলকাতা বিশ্ববিদ্যালয়।

77 -  ভারতে কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়?

উওর  : 1857 খ্রিষ্টাব্দের 24 ই জানুয়ারি।

77 - কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?

উওর : লর্ড ক্যানিং।

78 - কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

উওর : জেমস উইলিয়াম কোলভিন।।

79 - কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?

উওর : স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

80 - কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা?

উওর: কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং জদুনাথ বোস।

81 - কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়?

উওর : 1835 খ্রিষ্টাব্দের 28 ই জানুয়ারি।

82 - কলকাতা মেডিকেল কলেজের প্রথম মুসলিম  গ্রাজুয়েট ছাত্র কে?

উওর : রহিম খান।

83 - মধুসুদন দও বিখ্যাত কেন?

উওর :  কারণ মধুসূদন গুপ্ত ছিলেন প্রথম যিনি প্রথম ভারতীয় শল্যচিকিৎসক হিসেবে শব ব্যবচ্ছেদ।  করেছিলেন।

84 - বাংলার প্রথম মহিলা স্নাতক কারা?

উওর : চন্দ্রমুখি বসু ও কাদম্বিনী গাঙ্গুলী।

85 - ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী?

উওর : কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।

86 - রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন?

উওর : 1828 খ্রিস্টাব্দে।

87 - কাকে ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয়?

উওর : " রাজা রামমোহন রায় "- কে।

88-  তত্ত্ববোধিনী পএিকার সম্পাদক কে ছিলেন?

উওর :  মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।

89 - ব্রাহ্মসমাজের কে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন?

উওর:  কেশবচন্দ্র সেন।

90 - কেসবচন্দে সেনকে - কে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন?

উওর ; দেবেন্দ্রনাথ ঠাকুর।

91 - কত খ্রিস্টাব্দে তিন আইন পাশ হয়?

উওর : 1872 খ্রিষ্টাব্দে।

92-  কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ করা হয়?

উওর : 1829 খ্রিষ্টাব্দে 4 ই ডিসেম্বর।

93 - কোন বড়লাটের আমলে সতীদাহ প্রথা রদ করা হয়?

উওর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর আমলে।

94 -  কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয়?

উওর : 1856 খ্রিস্টাব্দের 16 ই জুলাই বিধবাবিবাহ আইন পাশ করা হয়।

95 - কে বিধবাবিবাহ আইন পাস করেছিলেন?

উওর: লর্ড ক্যানিং।

96 - ডিরোজিও ও তা অনুগামীরা কী নামে পরিচিত ছিল?,

উওর :  ইয়ংবেঙ্গল গোষ্ঠী বা নব্যবঙ্গ গোষ্ঠী।

97 - কত খ্রিস্টাব্দে এবং কে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?

উওর : 1828 খ্রিস্টাব্দে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।

98 - " যত মত তত পথ " বাণীটি কার?

উওর : শ্রীরামকৃষ্ণ দেবের।

99 - কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়?

উওর ;  1897 খ্রিস্টাব্দে।

100 -  রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?

উওর : স্বামী বিবেকানন্দ।

101 - Man Making Religion কথাটি কে বলেছিলেন?

উওর : স্বামী বিবেকানন্দ।

102 - স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে শিকাগোয় বক্তৃতা দিয়েছিলেন?.

উওর; 1893 খ্রিষ্টাব্দের 11 ই সেপ্টেম্বর।

103 - বাংলার কোন শতকের নবজাগরণের যুগ বলা হয়?

উওর : উনিশ শতক-কে।

105 - বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র কোথায় ছিল?

উওর : কলকাতা।।

106 -  লালন ফকির কে ছিলেন?

উওর : লালন ফকির ছিলেন একজন মানবতাবাদী ও অসংখ্য বাউল গানের রচয়িতা।

107 - কেশবচন্দ্র সেন সম্পাদিত পত্রিকাটির নাম কী?

উওর : ইন্ডিয়ান মিরর।।

108 - গোঁসাইজী নামে কে পরিচিত ছিলেন?

উওর : বিজয়কৃষ্ণ গোস্বামী।

109 - কে নববিধান প্রতিষ্ঠা করেছিলেন?

উওর : কেশবচন্দ্র সেন।

110 -  কে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?

উওর : রাজা রামমোহন রায়।।

111-  কে রামমোহন রায়কে রাজা উপাধি দেন?

উওর : মোগল সম্রাট দ্বিতীয় আকবর।

- পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ 🙏।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top